11/02/2025
রাজনৈতিক দল করা মানে,খমতার লোভ,টাকার লোভ,সিন্ডিকেট করা,যে দলই নির্বাচনে জয়ী হবে,সেই দলের জন্য কাজ করবে,দেশওজনগণের জন্য না,দলের কথায় আইন,প্রশাসন,চাকরি,যাই বলেন, দলের লোকের কথায় চলবে,দেশওদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করলে, কোন দল থেকে, এমপি, মেয়র,চেয়ারম্যান, নির্বাচন করতে পারবেনা,দলের বাহিরের যোগ্যতা সম্পন্ন জনগণের ভোটের মাধ্যম, এমপি, মেয়ের, চেয়ারম্যান হলে,দুর্নীতি করার কোন সাহস করবেনা,দেশের উন্নয়ন হবেই,পুলিশ প্রশাসন,সব কিছুই আইনের গতিতে চলবে। পুলিশ, প্রশাসন ঘুষ বা কোন দলের হয়ে কাজ করবেনা, দেশওজনগণের জন্য করবে, এটাই হবে নতুন বাংলাদেশ। দল করো দেশের জন্য এমপি মন্ত্রী হবার জন্য না। এমপিদের ভোটে,যে কোন রাজনৈতিক দল থেকে রাষ্ট্রপতিওসংসদ স্পিকার হবে।