M.S. Farazi

M.S. Farazi homan cable tv network

আমার প্রিয় ১১জন নেতা(১)তারেক রহমান (২)আন্দালিব রহমান পার্থ (৩)ইশরাক হোসেন(৪)ডা.মো:ইউনুস(৫)মির্জা আব্বাস(৬)সোহেল তাজ(৭)ডা...
19/02/2025

আমার প্রিয় ১১জন নেতা(১)তারেক রহমান (২)আন্দালিব রহমান পার্থ (৩)ইশরাক হোসেন(৪)ডা.মো:ইউনুস(৫)মির্জা আব্বাস(৬)সোহেল তাজ(৭)ডা.শফিকুল ইসলাম মাসুদ(৮)ডা.শফিকুল ইসলাম(৯)শফিকুল আলম মনজু(১০),রুমিন ফারহানা(১১)সৈয়দ রেজওয়ানা হাসান।,এখন থেকে আপনার প্রিয় কে?

11/02/2025

রাজনৈতিক দল করা মানে,খমতার লোভ,টাকার লোভ,সিন্ডিকেট করা,যে দলই নির্বাচনে জয়ী হবে,সেই দলের জন্য কাজ করবে,দেশওজনগণের জন্য না,দলের কথায় আইন,প্রশাসন,চাকরি,যাই বলেন, দলের লোকের কথায় চলবে,দেশওদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করলে, কোন দল থেকে, এমপি, মেয়র,চেয়ারম্যান, নির্বাচন করতে পারবেনা,দলের বাহিরের যোগ্যতা সম্পন্ন জনগণের ভোটের মাধ্যম, এমপি, মেয়ের, চেয়ারম্যান হলে,দুর্নীতি করার কোন সাহস করবেনা,দেশের উন্নয়ন হবেই,পুলিশ প্রশাসন,সব কিছুই আইনের গতিতে চলবে। পুলিশ, প্রশাসন ঘুষ বা কোন দলের হয়ে কাজ করবেনা, দেশওজনগণের জন্য করবে, এটাই হবে নতুন বাংলাদেশ। দল করো দেশের জন্য এমপি মন্ত্রী হবার জন্য না। এমপিদের ভোটে,যে কোন রাজনৈতিক দল থেকে রাষ্ট্রপতিওসংসদ স্পিকার হবে।

31/10/2024

আজকে নাকি বিএনপির কোন মিটিং নাই, না আসার জন্য বলছে আসলেই নাকি মামলা হবে দল থেকে বাদ দেয়া হবে,কই আজকে তো দেখলাম বিএনপির সব নেতারাই মিছিল নিয়ে আসলো,কয়েক হাজার মানুষের ডল,আজ হোমনায় এখান থেকে কয়জন বাদ দিবেন,আগে নিজের চিন্তা করেন, দুঃখে আমার কচু খেত 🤣😂নেক্সট আয়োজন এর অপেক্ষা।

31/10/2024

হোমনা উপজেলা সাবেক চেয়ারম্যান মো জহিরুল ইসলাম জহর সাহেব ও এডভোকেট আজিজ মোল্লা সাহেবের নেতৃত্বে হোমনা উপজেলায় আজ সকাল ৯ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হোমনা উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি থাকার জন্য আহবান জানাচ্ছি।

এখন থেকে পুলিশ রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়ার বাহিরে থাকবে,বলেছে। বাস্তবে কতটুকু সম্ভব থাকতে পারবে কি?এ দল হে দল আমিটাকা ওল...
22/09/2024

এখন থেকে পুলিশ রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়ার বাহিরে থাকবে,বলেছে।
বাস্তবে কতটুকু সম্ভব থাকতে পারবে কি?
এ দল হে দল আমিটাকা ওলা এমকএরাই যায়,পুলিশ এর সাথে সুজন্য সাক্ষাৎ করতে, সরকারি কর্মকর্তা অনেক আছে,ওদের সাথে, সুজন্য সাক্ষাৎ করতে এ দল হ দল, কেউ যায় না, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকুক এটুকু চাওয়া, সাধারণ মানুষের পুলিশ সদস্যরা,খারাপ হয়,সাক্ষাৎ করা মানুষদের জন্য। খরাপের মূল ওরাই।

03/08/2024

৭১সালের যুদ্ধ করে দেশ স্বাধীন করছে,লক্ষ্য শহীদের বিনিময়ে।দেশ স্বাধীন করছে কিন্তু মানুষ স্বাধীন করতে পারেনাই,২৪এর যুদ্ধে মানুষ স্বাধীন করতে কতযে শহীদ হয়।

12/02/2024

১৪ই-ফেব্রুয়ারি(Valentine Day)ভালোবাসা দিবস)কার ভালোবার দিন পালন করি??অনেকে এক সপ্তাহ দিবস পালন করে, আপনি জানেন কি?? (Valentine’s Week)। একে একে আসে, =07-Feb(Rose Day)
=08-Feb-(Propose Day)
=09-Feb- Chocolate Day)
=10-Feb-(Teddy Day)
=11-Feb-( Promise Day )
=12-Feb-(Hug Day)
=13-Feb-( Kiss Day )
=14-Feb-(Valentine Day) শুরুর ইতিহাস, ২৬৯/২৭০সালে ঘটে যাওয়া রোমান সাম্রাজ্যের
,রোমের, দ্বিতীয়, সম্রাট ক্লডিয়াস,বিবাহ নিষিদ্ধ করেছিলেন, এর নানা আদেশ লঙ্ঘনের দায়ে, রাজদ্রোহের শাস্তি হিসেবে,সেন্ট ভ্যালেন্টাইন-(Saint Valentines)-কে ১৪ ফেব্র“য়ারি ভোরবেলা মাথা কেটে ফে মৃত্যুদণ্ড দেন।সে রোমের ধর্মযাজক, (কারো মতে,)চিকিৎসক, আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে অন্ধ জুলিয়াকে সুস্থ করে তোলেন,মৃত্যুদণ্ডের,জুলিয়াকে চিঠি লিখেন, তোমার, ভ্যালেন্টাইনের,পক্ষ থেকে এর পরই ৪৯৬ সালে খ্রিস্টানদের সেই লিওপারসালিয়া বা ফেব্রুয়ালিয়া(প্যাগান (পৌত্তলিক) ধর্মের অনুসারীরা পুজা করতো( ৪৯৬) সালে পুজার নাম ও পদ্ধতি পরিবর্তন করে,) ভ্যালেন্টাইনের স্মরণে ভালোবাসা দিবস হিসেবে পালিত হচ্ছে। ( ভিন্ন মত) এদিনে পাখিদের মিলন ঋতু শুরু হয়। পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায়। পাখিদের দেখাদেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এ দিনে।

দেশের অন্য তম শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজের নব নিযুক্ত শিক্ষক,(আমার ছোট ভাই)  Dhaka University,rমেধা...
29/01/2024

দেশের অন্য তম শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজের নব নিযুক্ত শিক্ষক,(আমার ছোট ভাই) Dhaka University,rমেধাবী ছাত্র Muhammad Saeed Ullahতোমার,মেধা,দক্ষতা,এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জন্য সম্মানের খাতায় তোমার নাম লিখেছ, তোমার ক্যারিয়ারও সাফল্যের জন্য আমরা গর্বিত,তোমার সাফল্যের জন্য শুভকামনাও অভিনন্দন,,,,আমার ছোট ভাইয়ের জন্য সবায় দোয়া করবেন।

অধ্যাপক,আব্দুল মজিদ স্যারের, রাজনীতি, জীবনের সাফল্য, জন্য (১)মানিক মিয়া (ইমন)কমিশনার, (২)মনিরুজ্জামান টিপু (৩)সিদ্দিকুর ...
07/01/2024

অধ্যাপক,আব্দুল মজিদ স্যারের, রাজনীতি, জীবনের সাফল্য, জন্য (১)মানিক মিয়া (ইমন)কমিশনার, (২)মনিরুজ্জামান টিপু (৩)সিদ্দিকুর রহমান আবুল দিন, রাত, কঠোর পরিশ্রম করে,সৃজনশীল পদ্ধতিতে, সর্বস্তরের জনগণের দৃষ্টিকোণে, মজিদ স্যারের(ট্রাক মার্কা)পোছে দিয়েছে, ভালোবাসা অকৃত্রিমভাবে,নিজেও দলের নেতা কর্মীদের কে, মজিদ স্যারের(ট্রাক মার্কার)ভোটওদোয়া চাওয়ার জন্য জনগণের, কাছে পাঠিয়েছেন,আজকের এ বিজয়, অধ্যাপক আব্দুল মজিদ স্যারের,রাজনৈতিক জীবনের,বিজয়, আজকের এ বিজয় (১)মানিক(কমিশনার) (২)মনিরুজ্জামান টিপু (৩)সিদ্দিকুর রহমান আবুল এর বিজয়,আজকের এ বিজয়,হোমনাওমেঘনা,থানার সর্বস্তরের জনগণের বিজয়।

অনেক দিন পর  গিফট পেলাম
27/11/2023

অনেক দিন পর গিফট পেলাম

Address

Homna

Telephone

+8801920411222

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.S. Farazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share