চাকলি বিলের আড্ডা

চাকলি বিলের আড্ডা স্টুডেন্ট ইতিহাস বিভাগ এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় পাবনা I love My Bangladesh. Blood Group (O+) Positive.

14/09/2025

বিকেলবেলা নদীর ঘাটে পরিবেশটা যেন অন্যরকম হয়ে ওঠে। সূর্যের শেষ আলো পানির ওপর পড়ে সোনালি ঝিলিক তোলে। হালকা বাতাসে নদীর ঢেউগুলো নরম ছন্দে বাজতে থাকে। ঘাটে ভিড় করা নৌকাগুলোর ফাঁকে ফাঁকে কিশোরদের খেলাধুলা, কারও মাছ ধরা, আবার কেউ বা নিরব হয়ে বসে থাকে জলরাশির দিকে তাকিয়ে। দূরে গরুর পাল বা গ্রামীণ মানুষের বাড়ি ফেরা দৃশ্যটিকে আরও শান্ত আর আপন করে তোলে।
゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ

14/09/2025

১. প্রেমের ক্ষেত্রে

শুরুতে আবেগ বেশি থাকে, তাই ছোটখাটো ঝগড়াকেও বড় মনে হয়।

অনেক সময় সম্পর্ক ভেঙে গেলে পুরুষরা মানসিকভাবে বেশি ভেঙে পড়ে, কারণ তারা আবেগ প্রকাশ করতে কম অভ্যস্ত।

২. বিয়ের ক্ষেত্রে

সংসারের দায়িত্বে পুরুষরা আর্থিক চাপ বেশি অনুভব করে।

শ্বশুরবাড়ি-শ্বশুরবাড়ি মিলিয়ে দ্বন্দ্ব হলে পুরুষ মাঝখানে পড়ে যায়।

অনেক সময় স্ত্রীর প্রত্যাশা আর স্বামীর সামর্থ্যের মধ্যে ফারাক থাকে।

৩. পরিবারের ক্ষেত্রে

মায়ের প্রতি দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব আর বোনদের প্রতি স্নেহ—সব মিলিয়ে ভারসাম্য রাখা কঠিন হয়।

পরিবারে কোনো সিদ্ধান্ত নিলে এক পক্ষ খুশি হয়, অন্য পক্ষ বিরক্ত হয়।

৪. ক্যারিয়ারের ক্ষেত্রে

পুরুষদের ক্যারিয়ার গড়ে তোলার পথে সম্পর্ক বা সংসারের চাপ প্রভাব ফেলতে পারে।

অনেকেই অভিযোগ করে, স্ত্রী বা প্রেমিকার প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের লক্ষ্য থেকে সরে আসতে হয়।
゚viralシfypシ゚ ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ

With ভুল ঠিকানা – I just got recognized as one of their top fans! 🎉
08/09/2025

With ভুল ঠিকানা – I just got recognized as one of their top fans! 🎉

21/08/2025

তুমি যদি থাকতে রাজি হইতাম তোমার গলার মালা প্রাণের বন্ধুরে।

With Marjanul Manjum – I just got recognized as one of their top fans! 🎉
18/08/2025

With Marjanul Manjum – I just got recognized as one of their top fans! 🎉

18/08/2025

রুপপুর গ্রীন সিটিতে শুরু হয়েছে লাতিন আমেরিকার জনপ্রিয় নাচ বাচাতা শেখানোর বিশেষ ক্লাস।

‎প্রতি বুধবার ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে আয়োজন করা হচ্ছে এই নাচের সেশন, যেখানে অংশ নিতে পারবেন নতুন ও অভিজ্ঞ সবাই।


With চলনবিলের আড্ডা – I just got recognized as one of their top fans! 🎉
16/08/2025

With চলনবিলের আড্ডা – I just got recognized as one of their top fans! 🎉

31/07/2025

ফিলিস্তিনিদের হত্যা করার জন্য ইসরায়েল ‘তৃষ্ণাকে অস্ত্র হিসেবে’ ব্যবহার করছে বলে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসং....

সিরাজগঞ্জ হাটিকুমরুলে বাংলাদেশের একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ হচ্ছে।
30/07/2025

সিরাজগঞ্জ হাটিকুমরুলে বাংলাদেশের একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ হচ্ছে।

সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। ২০২৬ সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর কিছু অংশ ....

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when চাকলি বিলের আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category