14/09/2025
বিকেলবেলা নদীর ঘাটে পরিবেশটা যেন অন্যরকম হয়ে ওঠে। সূর্যের শেষ আলো পানির ওপর পড়ে সোনালি ঝিলিক তোলে। হালকা বাতাসে নদীর ঢেউগুলো নরম ছন্দে বাজতে থাকে। ঘাটে ভিড় করা নৌকাগুলোর ফাঁকে ফাঁকে কিশোরদের খেলাধুলা, কারও মাছ ধরা, আবার কেউ বা নিরব হয়ে বসে থাকে জলরাশির দিকে তাকিয়ে। দূরে গরুর পাল বা গ্রামীণ মানুষের বাড়ি ফেরা দৃশ্যটিকে আরও শান্ত আর আপন করে তোলে।
゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ