21/10/2025
ঈশ্বরদীর মুলাডুলিতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর মোল্লা মোড় এলাকায় ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, সদস্য আব্দুর রাজ্জাক ও এনামুল হক প্রামানিক,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল হক শরিফ, সদস্য সচিব আলী আকবর, পাবনা জেলা ছাত্রদলের ক্রিয়া সম্পাদক রুহুল আমিন সজীব প্রমুখ।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।