
10/08/2025
দিনটা ছিল ১১/৮/২০২৩ ইং রোজ শনিবার
আমি আজও বিশ্বাস করতে পারি দাদাজান আপনি আর নাই। আমার আজও মনে হয় সেদিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল । আপনার চলে যাবা আজকে ২ বছর হয়েছে । আমার মনের হয় আমি এতোদিন একটা ভয়ঙ্কর স্বপ্নের মধ্যের ছিল এই মাত্র আমার ঘুম ভাঙল। কিন্তু আপনার দেখা পায়লাম না। আগে মাত্র ২ টাকা জন্য আপনার সব কাজ করে দিতাম। আর এখন আমার কাছে সব সময়ই টাকা থাকে। কিন্তু সে ২ টাকা কথা আমি কোনোদিন ভুলব না। হতে পারে ২ টাকা কিছু হয় না। কিন্তু আমার কাছে ২ টাকা ছিল হাজার টাকা সমান। আগে আপনার সাথে কতই না হাসি মজা শয়তানি দুষ্টামি করলাম আজকে সেদিন গুলো কথা আমার অনেক মনে পড়তাছে। হে আল্লাহ আমার দাদাজান যেখানেই থাকে না কেনো আপনি দাদাজান এর ভালো রাইখেন। হে আল্লাহ আপনি আমার দাদাজান এর জান্নাতুল ফেরদৌস দান করেন ।
অনেক মিস করি দাদাজান আপনার এর 😢
আমি আপনাকে অনেক ভালোবাসি দাদাজান 💖