Jahangir Alam

Jahangir Alam সবাই পারে, আমিও পারি—এই বিশ্বাসই আমাদের এগিয়ে নেয়!

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না। কোন সংস্কার মানা হবে না। ওদি...
28/05/2025

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না।

কোন সংস্কার মানা হবে না।

ওদিকে ব্যবসায়ীরা শুরু করছে আরেক মিথ্যাচার। প্রথমে দাবি করেছে, ইউনূস সরকার নাকি গ্যাস দিতেছে না।

তো আজ সকালে ইউনূস একেবারে ডাটা দিয়ে দেখাইছে যে গত বছরের তুলনায় এই বছর ২২% গ্যাস বেশি সাপ্লাই দেওয়া হয়েছে।

এইবার শুরু করেছে নতুন নাটক।

ভোলা থেকে দেশের বিরাট অংশের গ্যাস আসে।

ঐখানে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যাতে গ্যাস ঢাকায় আসতে না পারে।

এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে এক রাজনৈতিক দলের এক নেতা।

তো ঘটনা যা দাড়াইলো, দুর্নীতিবাজ আমলারা এক হয়ে সরকারি প্রতিষ্ঠান অচল করে দিছে।

বাটপার ব্যবসায়ীরা এক হয়ে মিথ্যা কথা বলতেছে যাতে সংস্কার না করা যায়। সিন্ডিকেটবাজি করে আমার আপনার রক্ত চুষবে।

ওদিকে রাজনৈতিক ধান্দাবাজের দল টাকার বিনিময়ে গুন্ডামি করে গ্যাস অফ করে দিছে।

সবকিছু অফ করে টরে এখন রাজনৈতিক দলের নেতারা বলবে, ইউনূস ব্যর্থ। ইউনূস কিছু পারে না। দেশ আমাদের হাতেই নিরাপদ।

অথচ ইউনূস যাতে না পারে, তার সমস্ত বন্দোবস্ত উনাদেরই করা।

কারণ ইউনূস সফল হলে প্রমাণ হবে যে গত ৫৩ বছরে দেশটাকে কারা খুবলে খুবলে খেয়ে ফেলেছে।

তাই ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশের সমস্ত সিন্ডিকেট এক হয়ে গেছে।

আমরা এক বছর আগেও ভাবতাম, আমাদের দেশে সবাই বাইরে চলে যায় কেন? মেধাবীরা কেন দেশ গড়তে আসে না?

এই প্রশ্নের উত্তর ইউনূসের আজকের পরিস্থিতির মধ্যেই খুঁজে পাবেন।

দেশের সবচে মেধাবী মানুষদের মধ্যে একজন দেশ চালাতে আসলো। এরপর সহযোগিতা তো দূরের কথা, বাটপার ব্যবসায়ী, ধান্দাবাজ রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ আমলারা এক হয়ে এই লোকটার সামনে প্রাচীর হয়ে দাঁড়াইয়া গেল।

এখন সংস্কার তো দূরের কথা, উনার জান নিয়ে মেয়াদ শেষ করতে পারবেন কি না, আমার সন্দেহ আছে।

এবার বলেন, এই দেশে ভদ্র, শিক্ষিত আর মেধাবী মানুষেরা এরপরেও কেন দেশের জন্য কাজ করতে আসবেন?

16/05/2025

টাকা নেই বলে প্রেম গেল, আবার প্রেম নেই বলেই টাকা কামাই — বেচারা জীবন।

02/05/2025

দিনাজপুরে সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যায় , পাল্টা হিসেব অনুযায়ী ২ ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী।
এমন সাহস কি অতীতে বাঙালী কখনো দেখিয়েছিলো?

ট্রেনের নীচে শুয়ে আত্মহত্যা করা রুহুল আমিনকে সোশাল মিডিয়ায় যে দেনদরবার বসানো হলো, এখন জানা গেল তার কিছুই সত্য না। বৃদ্ধ ...
16/04/2025

ট্রেনের নীচে শুয়ে আত্মহত্যা করা রুহুল আমিনকে সোশাল মিডিয়ায় যে দেনদরবার বসানো হলো, এখন জানা গেল তার কিছুই সত্য না।

বৃদ্ধ রুহুল আমিনের স্ত্রী এখনও বেঁচে আছেন। মেয়ের বিয়ে হয়েছে, এক ছেলে ঢাকায় স্বল্প বেতনে চাকুরি করে। পেয়াজ চাষের জন্য তিনি তিনটা এনজিও থেকে ৫০ হাজার, ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা ঋণ করেছিলে।

প্রতি সপ্তাহে ৪ হাজার ৪৫০ টাকা কিস্তির বোঝা ছিল তার। এখনো ৯৯ হাজার ২৯০ টাকা ঋণ অবশিষ্ট রয়েছে।

জমি বর্গা নিয়ে ১ বিঘা ৫ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিল সে। নিজের জমি না। এউ চাষবাস করতেই ঋণ নেওয়া। ওই ঋণের কিস্তি চালানোর জন্য স্থানীয় মহাজনের কাছ থেকেও সুদ নিয়েছিলেন।

পেঁয়াজের দাম কম। তাই ঋণ শোধ করা সম্ভব না। তার উপর সুদী মহাজনের দায় তো আছেই। তিনি আত্মহত্যা করেছেন এইজন্যই। প্রথম আলোকে তার পরিবারের লোকজন তাই জানিয়েছে।

ট্রেনের নীচে শান্তভাবে শুয়ে পড়া ঐ বৃদ্ধ মানুষটার কথা বলতে গিয়ে অনেকে বলছেন, 'এটা আমি'। আদতে এরচে' বড়ো পরিহাস আর হয় না আসলে। শহুরে বিষণ্ণতা আর প্রান্তিক কৃষকের দুঃখে অনেক তফাৎ।

ফসলের দাম কম হওয়ায় ভোক্তা খুশি হয়, কিন্তু উৎপাদন খরচ না কমলে তো কৃষকের পক্ষে স্বল্প মূল্যে পণ্য বেঁচাটা রক্ত বিক্রি করার মতই। রাষ্ট্রকে অবশ্যই ভর্তুকি দিতে হবে। কৃষক না বাঁচলে দেশ আগাবে না।

15/04/2025

ইউনুস স্যারকে পাঁচ বছর আর তোমাকে চাই সারাজীবনের জন্য।

11/04/2025

রা'ফা দখলের ঘোষণা দিলো ই'জ'রা'য়ে'ল, গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করে দিচ্ছে🥹😪
বিস্তারিত কমেন্টে।

06/04/2025

ফিলিস্তিন ব্যতীত দুনিয়াতে আর একটাও মুসলিম কান্ট্রি নাই🙂

29/03/2025

জনগণ ভোটাধিকার চাই বলার আগে আমাকে বাদ দিয়েন, কারণ আমি ড. ইউনুসকেই চাই।

26/03/2025

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার এলক্লাসিকো।

21/03/2025

সবাই পারে, আমিও পারি—এই বিশ্বাসই আমাদের এগিয়ে নেয়!

20/03/2025

Address

Itna
2390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share