Amader juri - আমাদের জুড়ী

Amader juri - আমাদের জুড়ী দেশ ও সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আমাদের পথ চলা।
(1)

26/06/2025

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন;

কাল শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘন্টা কুলাউড়া ও জুড়ীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

26/06/2025

১৪৪৭ হিজরী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। 🌙🌙

জুড়ীতে বন্যার পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যুজুড়ী উপজেলার মনতৈল নিবাসী, পাখি মিয়ার পুত্র জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল...
02/06/2025

জুড়ীতে বন্যার পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জুড়ী উপজেলার মনতৈল নিবাসী, পাখি মিয়ার পুত্র জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মাহবুব হাসান রিয়াদ আজ ২ জুন ২০২৫ইং সোমবার ৪.২০ মিনিটের সময় রাণীমুড়া জামে মসজিদের পাশে পানিতে ডুবে ইন্তেকাল করিয়াছে।

সিলেট সরকারি আলিয়া মাদরাসার সম্মানিত অধ্যাপক,মাওলানা মোহাম্মদ আব্দুল মোছাব্বির সাহেব গতরাতে ইন্তেকাল করেছেন।মরহুমের জানা...
29/05/2025

সিলেট সরকারি আলিয়া মাদরাসার সম্মানিত অধ্যাপক,মাওলানা মোহাম্মদ আব্দুল মোছাব্বির সাহেব গতরাতে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামায আজ ২৯ মে, বৃহস্পতিবার বাদ আসর শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউরা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন,ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার,তালামীয নেতাকাজী আব্দুস সামাদ আজাদ।বি...
28/05/2025

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন,
ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার,তালামীয নেতা
কাজী আব্দুস সামাদ আজাদ।
বিস্তারিত কমেন্ট বক্সে!

মৌলভীবাজার জেলা তালামিযের প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন,জুড়ী উপজেলা তালামিযের সভাপতি,এমরান হোসেন।বিস্তারিত কমেন্ট বক্...
27/05/2025

মৌলভীবাজার জেলা তালামিযের প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন,জুড়ী উপজেলা তালামিযের সভাপতি,এমরান হোসেন।
বিস্তারিত কমেন্ট বক্সে!

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার পরপরই খুলে পড়লো বিমানের চাকা, শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বাংলাদেশ বিমানের...
16/05/2025

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার পরপরই খুলে পড়লো বিমানের চাকা, শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে।

জুড়ী উপজেলা ০৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের বিএনপির কাউন্সিলে সম্পুর্ণ। সভাপতি হাজী সামছু উদ্দিন, সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলা...
14/05/2025

জুড়ী উপজেলা ০৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের বিএনপির কাউন্সিলে সম্পুর্ণ। সভাপতি হাজী সামছু উদ্দিন, সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক,হারুনুর রশিদ।

বিস্তারিত কমেন্ট বক্সে।

14/05/2025

বাংলাদেশের এই কঠিন মুহূর্তে সুন্নিদের আন্দোলন, সভা, সমাবেশে প্রমাণিত হয়েছে।
এ দেশে একমাত্র শান্তির দল হচ্ছে সুফিবাদি আহলে সুন্নাত ওয়াল জামাত

-বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি জাতীয় নেতা এডভোকেট ফজলুর রহমান।

14/05/2025

মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ লাটিঠিলা জামে মসজিদ হতে জইন উদ্দিনের দোকান পযন্ত।
স্থানীয় কয় এক ফ্যামিলি জমি নিয়ে ঝগড়া কারণে রাস্তার মধ্যে বান্দ দেয়া হয়েছে। তার ফলে রাস্তা মধ্যে পানি জমে যায়। জানা যায় এই রাস্তা দিয়ে এলাকায় বাসীর চলাফেরা অনেক কষ্ট কর হচ্ছে।

!!!নিখোঁজ সংবাদ!!! ব্যবসায়িক নগদ ৫ লক্ষ টাকা সহ বৈরব বাজার থেকে নিখোজ। তার মোবাইল ফোন বন্ধ। আজ  ০৮ দিন পার হয়েছে, তাকে ...
01/05/2025

!!!নিখোঁজ সংবাদ!!!
ব্যবসায়িক নগদ ৫ লক্ষ টাকা সহ বৈরব বাজার থেকে নিখোজ। তার মোবাইল ফোন বন্ধ।

আজ ০৮ দিন পার হয়েছে, তাকে এখনো পাওয়া যায়নি! আপনার সন্তান? ভাই, বাগনা, ভাতিজা, ছেলে পরিবারের কেউ সে হলে কী এরিয়ে যেতে পারতেন? আল্লাহর ওয়াস্তে সবাই সবার কাছে সব জায়গায় শেয়ার করবেন এবং দোয়া করবেন।

নাম : আব্দুল আজিম
পিতা : আব্দুল হান্নান
উপজেলা : #বিয়ানীবাজার
সিলেট : সিলেট
ইউনিয়ন : মুড়িয়া (পুর্ব মুড়িয়া)
গ্রাম : তাজ পুর
বয়স : ২২

যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন । নিখোজ ব্যক্তির পিতার মোবাইল নাম্বার - 01887352802 অথবা আমাদের সাথে।

বাহাদুর রহমান জুড়ী উপজেলার একজন জনপ্রিয় ফুটবলার, ফুটবল খেলার জন্য পাগল ছেলেটা কোন রাজনীতিতে জড়িত নয়। কিন্তু পশ্চিম জুড়ী...
29/04/2025

বাহাদুর রহমান জুড়ী উপজেলার একজন জনপ্রিয় ফুটবলার, ফুটবল খেলার জন্য পাগল ছেলেটা কোন রাজনীতিতে জড়িত নয়। কিন্তু পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান, জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা জনাব আনফর আলী হচ্ছেন বাহাদুরের বাবা এটাই হলো মহাজনের আইনশৃঙ্খলা বাহিনীর চোখে অপরাধ!
তাই কোন মামলা ছাড়াই গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাহাদুরের নিঃশর্ত মুক্তি চাই।
জুড়ী উপজেলার ক্রীড়া সংগঠন ও ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকলের এই অন্যায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানানো উচিৎ বলে মনে করি।

Address

Jüri

Alerts

Be the first to know and let us send you an email when Amader juri - আমাদের জুড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader juri - আমাদের জুড়ী:

Share

Category