Emotional Fool

Emotional Fool Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emotional Fool, Digital creator, Jadurchar.

সোনালী ধানের ক্ষেত ফসলের বান ।
শীতল বাতাসে পাবে সরিষার ঘ্রাণ ।
রাতের আকাশে পাবে তারা, সুধাকর ।
প্রকৃতির রূপ দেখে কাটাই প্রহর ।
সাজানো গোছানো সব প্রভুরই গড়া ।
আমাদের গ্রামখানি মমতায় ভরা ।

29/06/2025

Alhamdulillah,,,, Done 🤘🤑🤘 My 1st YouTube Channel,,, I Hit 100k+ SUBSCRIBERS





11/01/2025

2011 সাল তখন ক্লাস নাইনে পড়ি ,
সবে মাত্র গোঁফের রেখা স্পষ্ট হতে শুরু করেছে ।
সারাদিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়াই ছিল দৈনন্দিন রুটিন ।

ভালবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিসিটি ছিল না !
বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে ,
হাত কাটে , চিরকুট লিখে , ফোনে কথা বলে ইত্যাদি !

সেদিন ছিল বুধবার (07-10-2011) তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে !

আমি লক্ষ করলাম হাসলে ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পরে । যা আমাকে ঐ দিন বেশি মুগ্ধ করেছিল ।

তারপর থেকে যতই দিন যেতে থাকল আমার ততই মেয়েটিকে ভাল লাগতে থাকে! কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাস কে জানাই ,

বিলাস হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে আর পরে , বিশেষ করে আমার আল-আমিন চাচার গার্লেফ্রন্ড অর্থাৎ যাকে আমি স্যার -ম্যাডামদের সামনেই চাচি ডাকতাম!

উনি আমাকে বলতেছে যে ''পছন্দ করো বল না কেন?''
আমি বললাম কেমন করে বলব ? মেয়ে ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় ! এটা এমনিতেই বললাম।

আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না (কারন তখন আমরাই ছিলাম স্কুলের মাথা যা বলতাম তাই করতাম)

যাই হোক , পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েকে তোমার কিছু বলতেই হবে । আমি কিছুক্ষণ ইতস্তত করে পরে বললাম আচ্ছা বলব ।

চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিনের জানালায় এনে দাঁড় করালো । আর বলল নীল তোমায় কিছু বলতে চায় ।
আর চাচি বলল এবার বলো আমি পাশেই আছি ।

কি বলব বুঝেছিলাম না ।।
ঐ দিকে মেয়েটা বার বার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন ??

-না মানে .....(আমি)
-কি না মানে ?(মেয়ে )
-না মানে বলছিলাম কি ....
-কি এত না মানে করছেন ? বলেন কি বলবেন ?
-আসলে হয়েছে কি ! কালকে বলি ?
-না আজকেই বলেন , না হলে আমি গেলাম !
-এই শুনো ,
-আমি না তোমাকে খুব পছন্দ করি ! একদমে চোখ বন্ধ করে বলে ফেললাম ।
বলেই সেখান থেকে চলে আসলাম ।

কিছুদিন পর .....

#অবুঝ ভালোবাসা
#পর্ব-১

10/01/2025

Welcome ❤️❤️

Address

Jadurchar

Alerts

Be the first to know and let us send you an email when Emotional Fool posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share