Ai News Media

Ai News Media Ai news Media


(3)

সুনামগঞ্জ- ৩ আসনে এককভাবে মাঠে কাজ করার নির্দেশ পেয়েছেন - কয়ছর এম আহমদ         Koysor M Ahmed Ai News Media
20/10/2025

সুনামগঞ্জ- ৩ আসনে এককভাবে মাঠে কাজ করার নির্দেশ পেয়েছেন - কয়ছর এম আহমদ

Koysor M Ahmed Ai News Media

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ এই নিউজ ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর...
19/10/2025

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ

এই নিউজ ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আবেদনকারীদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ রয়েছে, অবৈধ সুবিধার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর উপজেলা খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন এর কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠতে থাকে তিনি আবেদনকারীর তালিকা প্রকাশে বিলম্ব ও গোপনীয়তা রক্ষাসহ লেনদেনের সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
অনেক অভিযোগকারী জানিয়েছেন, “আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি, কিন্তু বিনা কারণেই আমাদের বাদ দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্টভাবে পক্ষপাতিত্ব করা হয়েছে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর মোট ৬৯ জন ব্যবসায়ী ডিলার প্রাপ্তির জন্য আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন কারনে ৩৫ জনের আবেদন বাতিল বলে গন্য করেন ডিলার নিয়োগ কমিটি। ৩১ টি আবেদনের বিপরীতে লটারীর মাধ্যমে ১১জন ডিলার নিয়োগ করা হয়। কেউনবাড়ী বাজার ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্ত কর্মতার তদন্তে বাতিল গন্য হওয়ায় কাওছার আহমদ রুবেল ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন। কলকলিয়া ইউনিয়নের খাশিলা ৩টি আবেদনের মধ্যে ২টি তদন্তকারী কর্মকর্তার তদন্তে বাতিল হওয়ার পর আবু সুফিয়ান তালুকদার ডিলার নিয়োগ প্রাপ্ত হন। বড়ফেছি বাজারে ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্তে বাতিল হলে মোঃ চান মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে একটি মাত্র আবেদন হওয়ার কারনে মোঃ সুহেল মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে মর্মে পাটলী ইউনিয়নের এনামুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এবং পাইলগাঁ ইউনিয়নের সাতা পয়েন্ট এর মোঃ সানুর মিয়া ও মোঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোঃ সাহাব উদ্দিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। যারা আবেদন করে ডিলার নিয়োগের উপযুক্ত হয়নাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন।
উপজেলা খাদ্যবাদ্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী কয়ছর এম আহমদএআই নিউজ ডেস্ক :জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৪ ...
19/10/2025

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী কয়ছর এম আহমদ

এআই নিউজ ডেস্ক :
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৪ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে গ্রীণ সিগন্যাল পেয়েছেন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
১৯ শে অক্টোবর রোজ রবিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসন থেকে ডাক পাওয়া নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সুনামগঞ্জ-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
এই সভায় ডাক পাওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৩ টায় বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের সাথে সভায় বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভায় অন্যান্য আসনে একাধিক প্রার্থীকে ডাকা হলেও সুনামগঞ্জ-৩ আসন থেকে এককভাবে কয়ছর এম আহমদকে ডাকা হয়েছে। সভায় অংশ নেওয়া প্রার্থীদের ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেওয়া ও কোনোরুপ সংঘাতে না যাওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

18/10/2025

বিএনপির হিট লিস্টে যাদের নাম আলোচনায়
BNP Media Cell

জগন্নাথপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। বিশাল চমকের অপেক্ষায়  সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের জনসাধারণ...
18/10/2025

জগন্নাথপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে।
বিশাল চমকের অপেক্ষায় সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের জনসাধারণ।

ওমরাহ পালনে যাচ্ছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক: সকলের কাছে দোয়া প্রার্থীএআই নিউজ ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপ...
17/10/2025

ওমরাহ পালনে যাচ্ছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক: সকলের কাছে দোয়া প্রার্থী

এআই নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্লাইটে সৌদি আরব এর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে সৌদি আরব যাত্রা করবেন।

তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান। শুক্রবার সন্ধায় ওমরাহ যাওয়ার আগে এই প্রতিবেদকের মাধ্যমে জামাল উদ্দিন আহমদ বলেন, সময় স্বল্পতার কারনে তিনি রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেক বন্ধ -বান্ধব ও আত্মীয় স্বজনকে বলে যেতে পারেননি। তাই তিনি সকলের নিকট ক্ষমা ও দোয়া প্রার্থী। তিনি যেন সহিসালামতে পবিত্র উমরাহ পালন করে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য সকলের দোয়া কামনা করছেন

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে বৃক্ষ রোপণ করেছেনকয়ছর এম আহমেদ মোঃ আল আমীন, জগন্নাথপুর :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপু...
17/10/2025

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে বৃক্ষ রোপণ করেছেন
কয়ছর এম আহমেদ
মোঃ আল আমীন, জগন্নাথপুর :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর--শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কয়ছর এম আহমেদ। আজ ১৭ অক্টোবর রোজ শুক্রবার মিরপুর ইউনিয়নের বড়কাপন জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা কয়ছর এম আহমেদ।
এ সময় তিনি মুসল্লীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌঁছেদেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং নিজের জন্য দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই।
তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।।
নামাজের পর বড় কাপন জামে মসজিদে একটি ফলজ গাছ ও একটি বনজ গাছ রোপন করেন এর পূর্বে একই ইউনিয়নের শাসনহবী জামে মসজিদে বনজ ও ফলজ গাছ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ ও মিরপুর ইউনিয়ন বিএনপি পরিবারের নেতাকর্মী।

জগন্নাথপুরে রানিগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ক্ষুদে ফুটবলার মুজাম্মেল হক ইয়াসিন কে দেখতে আসেন ঢাকা উত্তর বিএনপির আহবায়ক ব...
17/10/2025

জগন্নাথপুরে রানিগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ক্ষুদে ফুটবলার মুজাম্মেল হক ইয়াসিন কে দেখতে আসেন ঢাকা উত্তর বিএনপির আহবায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমেদ।
#বিএনপি Ai News Media

জগন্নাথপুরে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে  শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পর আন্দোলনের ডাকজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিন...
16/10/2025

জগন্নাথপুরে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পর আন্দোলনের ডাক
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলছে। পুলিশি হামলার প্রতিবাদে ৪দিন কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে দাবি আদায়ের লক্ষে আলোচনা সভায় রানীগঞ্জ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, রানীগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক মনজুরুল হক,মিজানুর রহমান প্রমুখ।
এ সময় শিক্ষক রানীগঞ্জ আলীম মাদ্রাসার শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামী, শেখ আব্বাস আলী, শরীফ উদ্দিন, ফয়সল আহমদ,রায়হান সরকার, আমিনুল ইসলাম, আব্দুল মজিদ, শাহ শাহীন, লুবনা আক্তার রুহী, আবুল কাসেম, মুজিবুর রহমান, জাহাঙ্গীর, তানভীর হাসান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, নিরাপদ বিশ্বাস, আমিনুর রহমান, আবু বাকার, সাইফুল ইসলাম, রেজাউল করিম, দেব দুলাল রায়,দুর্জয় রায়,গীতা রানী বিশ্বাস সহ শিক্ষক উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে তামাশা করতে সরকার বেশ মজা পায়। যেখানে মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর দাবি, সেখানে শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানো তো হয়ইনি, বরং বাড়ানো হয়েছে সাকল্যে মাত্র ৫০০ টাকা। শিক্ষকদের দাবির ব্যাপারে সরকারের এত তালবাহানা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। ইতঃপূর্বে শিক্ষকদের যত প্রাপ্তি এসেছে, তা আন্দোলন করেই এসেছে। এক গোষ্ঠীর অধিকার অন্য গোষ্ঠী মেনে নিতে চায় না। তাই নিজেদের অধিকার নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে।

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ পাঁচ দিন পর উদ্ধারজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্না...
14/10/2025

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ পাঁচ দিন পর উদ্ধার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে বরশী দিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের বিরু দাশের ছেলে মৎস্যজীবি বিপ্লব দাশ (৩৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ বাজার খেয়াঘাট সংলগ্ন কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে ঐ মৎস্যজীবি নিখোঁজ হয়। নিখোঁজের পড় কুশিয়ারা নদীতে খোঁজে মরদেহ পাওয়া যায়নি।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের নিকটে কুশিয়ারা নদীতে নিখোঁজ বিপ্লব দাশের মরদেহ ভেসে উঠে, এসময় স্থানীয়রা দেখে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত বিপ্লব দাশের পিতা বিরু দাশ বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো কুশিয়ারা নদীতে বরশী দিয়ে মাছ শিকার করছিলো, হাঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, এই সময় নৌকা থেকে নদীতে পড়ে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজে পাইনি, গত রাতে বাগময়না গ্রামের কাছে কুশিয়ারা নদীতে আমার ছেলের লাশ ভেসে উঠে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ভূইয়া বলেন, কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ বিপ্লব দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহত বিপ্লব দাশের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার রানীগঞ্জ বাজা‌রের পা‌শে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে  নিখোঁজ হওয়া...
13/10/2025

গত ৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার রানীগঞ্জ বাজা‌রের পা‌শে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিপ্লব দা‌শের লাশ ৫‌দিন পর বাগময়না গ্রা‌মের পা‌শে নদী‌তে বে‌সে উঠ‌ছে।।

বিস্তারিত আস‌ছে,,,,,,,,

কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমেদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃকল...
11/10/2025

কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমেদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১১ অ অক্টোবর রোজ শনিবার বেলা ২ ঘটিকার সময় এই ওয়ার্ড এর শ্রীধরপাশা গ্রামের কোরেশি বাড়ীতে কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রুহেল আলম এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া'র পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কযছর এম আহমদ এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, বিএনপি নেতা ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য মোঃ লুৎফুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ জাবেদ আলম কোরেশি, কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আনিছুর রহমান তুতি, জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা শিহাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা আখলাকুল আম্বিয়া জিতু, কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম মাছুম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলকলিয়া ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, কলকলিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ড শাখা যুবদলের সভাপতি শাকিল আহমদ ও সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ।
প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, আগামী ফ্রেরুয়াবী মাসে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে আমি বিএনপি মনোনয়ন নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করব। আমি আপনাদের সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপি সরকার গঠন করলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের জগন্নাথপুর উপজেলার উন্নয়ন অবশ্যই হবে। তাই আপনারা বিএনপি কে সমর্থন করুন সহযোগিতা করুন। এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। আগামী জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল কে উৎসাহিত করবেন।
হাজী উমরাহ মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মোঃ ওয়াছির মিয়ার পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আলম কোরেশি। এসময় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Address

Jagannathpur

Alerts

Be the first to know and let us send you an email when Ai News Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ai News Media:

Share