Fatema'S Gallery

  • Home
  • Fatema'S Gallery

Fatema'S Gallery "দুনিয়ার সুখ সামান্য। আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাত উত্তম"

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। এক...
08/07/2025

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে।

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে। হাত ধোয়ার সময় বলছে— এক... দুই... তিন...। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম— মাশা আল্লাহ। তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি!

আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—

'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম— 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।'

বলল— 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে; নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।'

এটি কোনো গল্প নয়। বাস্তব ঘটনা। জানি না.. কে সেই মহিয়সী; যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। সালাম তাকে।

- আবু হাসানাত কাসিম হাফি.©
Islamic Guidance

07/07/2025

বাচ্চাদের ছোট থেকেই দৃষ্টির হেফাজত করা শিখাতে হবে।🍂

07/07/2025

একাকিত্ব, ডিপ্রেশন অথবা জীবনের সবচেয়ে খারাপ সময়ে এই ৪টা কথা মাথায় রাখবেন।

কোনভাবেই এ সময়টাতে ভুল ডিসিশন নেওয়া যাবে

😒😒
06/07/2025

😒😒

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেত...
06/07/2025

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেতন। তার জন্মের পূর্বেই নিয়ত করে রেখেছিলেন—'আমাদের যদি কোন সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেব।'

আল্লাহ তাদের ঘরে এই সন্তান দান করলেন। আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে সে বড় হলো। বয়স যখন ১৭ তে পৌঁছাল, মা-বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন। আজ রবিবার তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

মা-বাবা কতটা সচেতন, ভাবুন। তারা সমাজের এই অভিশপ্ত রীতিনীতি ভেঙ্গে, ইসলামের রীতিকে প্রাধান্য দিয়েছে। তারা জানে, এই ফেতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তাই তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল সম্পর্কে বেঁধে দিয়েছে।

সেলুট জানাই এই মা-বাবাকে। প্রতিটি ঘরে ঘরে এমন মা-বাবা থাকুক। এই সমাজ থেকে অভিশপ্ত রীতিনীতি বিলুপ্ত হোক, বিয়েকে সহজ হোক।

এই ছোট্ট ভাইটার দাম্পত্য জীবন সুখকর হোক। দুআ করি মন থেকে।

—মাহমুদ বিন নূর

06/07/2025

হে আল্লাহ! আমাদের প্রত্যেকের মা কে সুস্থ রাখুন 🤲🤲

06/07/2025

নামায যেভাবে আমাদেরকে অপরাধ থেকে দূরে রাখে #নামাজ #ভিডিওভাইরালシ

06/07/2025

একজন দ্বীনদার নারীর কাহিনি 🌼❤️

06/07/2025

"রাসুলুল্লাহ ﷺ মুখে আ'ঘাত করা থেকে নিষেধ করেছেন।"
— (সহিহ বুখারী: ٢٤٤٠)

শিক্ষা:
কাউকে রা'গ করে, ঝ'গড়ার সময় বা শা'স্তি দিতেও মুখে মা'রা যাবে না। এমনকি কোনো পশুকেও মুখে মা'রা নিষেধ।

follow - Fatema'S Gallery

আলিফ-লাম শেষ করে কুরআন শরীফ নেওয়ার দিনটা ভীষণ আনন্দের একটি মুহুর্ত ছিলো!আলহামদুলিল্লাহ ♥️
04/07/2025

আলিফ-লাম শেষ করে কুরআন শরীফ নেওয়ার দিনটা ভীষণ আনন্দের একটি মুহুর্ত ছিলো!

আলহামদুলিল্লাহ ♥️

Me saving money to go Umrah,🕋✈️♥️ .InshaAllah 🤲🏻
04/07/2025

Me saving money to go Umrah,🕋✈️♥️
.InshaAllah 🤲🏻

"আর রাফিয়্যু ইয়া রাফিয়্যু" এর অর্থ হলো "হে উঁচুকারী, হে উন্নতকারী।"ইয়া রাফিয়্যু" এর অর্থ হলো "হে উঁচুকারী, হে উন্নী...
03/07/2025

"আর রাফিয়্যু ইয়া রাফিয়্যু" এর অর্থ হলো "হে উঁচুকারী, হে উন্নতকারী।"
ইয়া রাফিয়্যু" এর অর্থ হলো "হে উঁচুকারী, হে উন্নীতকারী"। এটি আল্লাহ তায়ালার একটি সুন্দর নাম। এটি একটি বিশেষ গুণবাচক নাম যা আল্লাহকে তাঁর বান্দাদেরকে মর্যাদা বৃদ্ধি করে এবং তাদেরকে উন্নত করার ক্ষমতা দিয়ে বোঝানো হয়েছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema'S Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share