প্রানের জামালপুর

  • Home
  • প্রানের জামালপুর

প্রানের জামালপুর বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও খবরাখবর পেতে চোখ রাখুন।

05/07/2025

জামালপুর ফৌজদারী এলাকার নতুন বাইপাস সড়কটি অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছুদিন পরপরই এই সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা যাচ্ছে। বিশেষ করে ভারি যানবাহন চলাচলের ফলে রাস্তার অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই সড়কে এখনই যদি যথাযথভাবে মেরামতের ব্যবস্থা না নেওয়া হয়, তবে পুরো বাইপাস সড়কটি ধ্বংসের মুখে পড়তে পারে। এতে করে একদিকে যেমন যান চলাচলে বড় ধরণের সমস্যা দেখা দেবে, অন্যদিকে সাধারণ মানুষকেও ভোগান্তির শিকার হতে হবে।

তাই জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত এই সমস্যাটি আমলে নিয়ে সড়কটির টেকসই এবং মানসম্মত সংস্কার নিশ্চিত করুন। যেন আগামীতে আর কোনো ভাঙন না হয় এবং জনগণের কষ্ট লাঘব হয়।

03/07/2025

জামালপুরের ভরদুপুরে ফ্লাইওভার ব্রিজ


#ভাইরালভিডিওシ

25/06/2025

জামালপুরের ইসলামপুর পলাবান্দা মোড়ে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘ'র্ষে বাইক চালকের অবস্থা খুবই আ'শংকা'জ'ন'ক।

18/05/2025

ইসলামপুর যাওয়ার পথ যেন এক সবুজ স্বর্গ! 🌿
যখনই ইসলামপুরের পথে পা বাড়াই, সবচেয়ে বেশি বিমোহিত করে রাস্তার দু’পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা বিশাল সব গাছের লাইন। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই পথটাকে।
এটা শুধু একটা রাস্তা নয় — এটা একটা অনুভব, একটা ভালো লাগার যাত্রা।
#ইসলামপুর #যাওয়ার #পথহারা #সবুজ #স্বর্গ ゚viralシfypシ゚viralシalシ

17/05/2025

দুপুর ১২টা ৪০ মিনিট।
ফৌজদারী মোড়ে টিপ টিপ বৃষ্টি পড়ছে...
আকাশ যেন হালকা কাঁদছে, কিন্তু জীবন থেমে নেই।
স্কুল ছুটির ঘন্টা পড়েছে—
ভিজে ভিজে ব্যাগপিঠে ছোট ছোট ছেলেমেয়েরা রিকশা খুঁজছে।
'ভাইয়া, বাসায় নিবেন?'—শুনতে পাওয়া যায় কারও কণ্ঠ।
রিকশাগুলো একেকটা যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে,
একজন উঠছে, একজন নামছে... #ফৌজদারী #মোড়ে #টিপ #টিপ #বৃষ্টি পড়ছে

15/05/2025

জামালপুর পৌরসভা বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহৎ পৌরসভা, যা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলায় অবস্থিত।
জামালপুর ১৮৪৫ সালে প্রশাসনিক মহকুমায় উন্নীত হয়। ১৮৬৯ সালে ৪৬.৬২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ৪টি ওয়ার্ডের সমন্বয়ে "গ" শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
#জামালপুর #পৌরসভা

14/05/2025

জামালপুরের আওয়ামী লীগের পার্টি অফিস এখন গ্যারেজ,গ্যারেজের নাম "শাহ কামাল (রঃ) গ্যারেজ"

Send a message to learn more

13/05/2025

ঝিনাই ব্রিজ — জামালপুর জেলার একটি ঐতিহাসিক নিদর্শন, যেখানে লোহার কাঠামোর ভেতর দিয়ে বয়ে গেছে রেললাইন।
আজকের এই বিকেলটা কাটছে এখানেই, ব্রিজের গভীরে দাঁড়িয়ে… রেললাইনের উপর দিয়ে যখন পা ফেলে এগিয়ে যাই, তখন চারপাশের নীরবতা আর গায়ে লাগা হালকা বাতাস মনের ভেতরে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়।
#মেঘলা #দিন
#ঝিনাইব্রিজ #জামালপুর #জেলারর #ঐতিহাসিক #নিদর্শন

13/05/2025

মেঘলা দিনের নরম আলোয় দাঁড়িয়ে আছে এক নির্ভীক নিঃশব্দ পথ — জামালপুর ফ্লাইওভার।"
চারপাশে যখন ছায়া-ছায়া মেঘ, হালকা বাতাস বইছে শহরের বুক চিরে,
তখন এই ফ্লাইওভার যেন হয়ে ওঠে এক নতুন জামালপুরের প্রতিচ্ছবি। #মেঘলা #দিন #জামালপুর

#ফ্লাইওভার

12/05/2025

আজ ১২ মে ২০২৫, সোমবার, জামালপুরে হযরত শাহ জামাল (রহঃ) এর মাজারে ৯ দিনব্যাপী মহা পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এই ওরশ মাহফিল শুরু হয়েছে ১০ মে শনিবার থেকে এবং চলবে ১৮ মে রবিবার পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও এই ওরশে হাজারো ভক্ত-আশেকান অংশ নিচ্ছেন।

মহা পবিত্র ওরস মোবারক চলছেহজরত শাহজামাল মাজারজামালপুর।
12/05/2025

মহা পবিত্র ওরস মোবারক চলছে
হজরত শাহজামাল মাজার
জামালপুর।

জামালপুর আইন কলেজ।জামালপুর
12/05/2025

জামালপুর আইন কলেজ।
জামালপুর

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রানের জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share