স হী হ্ বা ণী

স হী হ্ বা ণী This is educational page�

11/07/2025
08/07/2025

❝তাঁদের সাথে বন্ধুত্ব করো, যারা সকাল-সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে।❞
(সূরা ইব্রাহীম : ২৭)।

08/07/2025

❝ ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে”
---বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) ❞

😓😓

08/07/2025

“ফজর” কে প্রশ্ন করা হলো-ভোরের বাতাস কেনো এতো নির্মল?ফজর উত্তরে বললো, ভোরের বাতাসে কোনো কাফেরের নিঃশ্বাস থাকে না––আলহামদুলিল্লাহ–

06/07/2025

_ভয়ংকর একটি আয়াত!💔
আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না।
সুরা আল-মুমিনুন ৬৫

30/06/2025

রাসূল (সঃ) বলেছেনঃ যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতীত উঁকি মারে আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটা করে দাও, তাতে তোমার কোন গুনাহ্ হবে না। [ বুখারী শরীফ ৬৮৮৮ ]

29/06/2025

،،কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না, বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়''

— ইমাম ইবনু রজব {رحمه الله}
[সূত্র : রাসায়েলু ইবনে রজব, ১/১৬৩]

কত সুন্দরই না হয়েছে, কাজটি😍
27/06/2025

কত সুন্দরই না হয়েছে, কাজটি😍

🥰জুম্মা মোবারক🥰
27/06/2025

🥰জুম্মা মোবারক🥰

26/06/2025

রাসূল (সা.) বলেন:
"যার অন্তরে এক কণার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।"
📘 সহিহ মুসলিম, ৯১

26/06/2025

মারিয়াম (আ.) —
স্বামী ছাড়াই জীবন কাটালেন। অপবাদ সহ্য করেও ছিলেন ইমান ও লজ্জাশীলতার অনন্য দৃষ্টান্ত। আল্লাহর প্রিয় বান্দীদের একজন।

আয়েশা (রা.) —
সন্তান ছাড়াই ছিলেন রাসূল ﷺ-এর প্রিয়তমা। জ্ঞান, হাদীস ও উম্মাহর মা হয়ে গেলেন ইতিহাসে অমর।

ফাতিমা (রা.) —
দারিদ্র্য, কষ্ট আর সাদাসিধে জীবনেও ছিলেন ধৈর্যের পাহাড়। জান্নাতে নারীদের নেত্রী হবেন

আসিয়া (রা.) —
ফিরআউনের স্ত্রী, কিন্তু ঈমানের আলোয় উদ্ভাসিত। জুলুম সহ্য করে শাহাদাতের মহান মর্যাদা লাভ করলেন।

খাদিজা (রা.) —
সম্পদ, সম্মান, ভালোবাসা—সব কিছু রাসূল ﷺ-এর পাশে বিলিয়ে দিলেন। নারীদের মাঝে সেরা এক উদাহরণ।

রাবেয়া বসরী (রহ.) —
ইশকের আগুনে পুড়েই আল্লাহর সাথে সম্পর্ক গড়লেন। দুনিয়ার সব মোহ ত্যাগ করে ছিলেন ইবাদতের দীপ্ত আলো।

সুমাইয়া (রা.) —
ইসলামের প্রথম শহিদা নারী। কঠিন নির্যাতনে প্রাণ দিলেন, তবু ঈমান ছাড়লেন না।

দোয়া:
হে আল্লাহ! আমাদেরকেও এই মহিয়সী নারীদের মতো ধৈর্যশীল, সাহসী, ইবাদতগুজার ও ঈমানদার বানাও।

আমিন।

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when স হী হ্ বা ণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category