রূপালি ডায়াগনস্টিক সেন্টার। Rupali Diagnostic Center

রূপালি ডায়াগনস্টিক সেন্টার। Rupali Diagnostic Center আমরা সব সময় মানুষের সেবায় নিয়োজিত

গর্ভাবস্থায় আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের জন্য বাম বা ডান পাশে কাত হয়ে ঘুমানো ভালো, কারণ এটি শিশুর সাথে রক্ত সঞ্চালন বৃ...
14/09/2025

গর্ভাবস্থায় আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের জন্য বাম বা ডান পাশে কাত হয়ে ঘুমানো ভালো, কারণ এটি শিশুর সাথে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। আরামের জন্য বালিশ ব্যবহার করা যেতে পারে এবং অতিরিক্ত চাপ ও ক্লান্তি এড়াতে কিছু নির্দিষ্ট ঘুমের অবস্থান এড়িয়ে চলা উচিত।

💧সঠিক ঘুমের অবস্থান

💧পাশে কাত হয়ে ঘুমানো:

গর্ভাবস্থায় বাম বা ডান পাশে কাত হয়ে ঘুমানো সবচেয়ে ভালো। এটি শিশুর কাছে রক্ত ও পুষ্টির সরবরাহ বাড়াতে সাহায্য করে।

✅বালিশ ব্যবহার করা:

আরামের জন্য পেটের নিচে, পিঠের পেছনে বা দুই পায়ের মাঝে বালিশ ব্যবহার করা যেতে পারে।
যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

❌চিৎ হয়ে ঘুমানো

গর্ভাবস্থায় চিৎ হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত, কারণ এতে শিশুর উপর চাপ পড়তে পারে এবং রক্ত ​​সঞ্চালনে বাধা সৃষ্টি হতে পারে।

❌পেটের উপর ভর দিয়ে ঘুমানো:

ক্রমবর্ধমান পেটের কারণে এটি অসম্ভব এবং ক্ষতিকর।

💧অন্যান্য টিপস

✅আরামদায়ক পরিবেশ:

একটি আরামদায়ক ও নিরিবিলি পরিবেশে ঘুমানোর চেষ্টা করুন।

✔️হরমোনের প্রভাব:

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ঘুমের সমস্যা হতে পারে, যা স্বাভাবিক।

✅চিকিৎসকের পরামর্শ:

ঘুমের কোনো সমস্যা হলে বা কোনো ধরনের উদ্বেগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। Baby care

৪৮তম বিসিএসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ডা. মোহাম্মদ তামিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে রূপালি ডায়াগনস্টিক সেন্টার পরিবা...
11/09/2025

৪৮তম বিসিএসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ডা. মোহাম্মদ তামিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে রূপালি ডায়াগনস্টিক সেন্টার পরিবার। 🎉 আমরা আপনার এই অর্জনে গর্বিত এবং আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করি। 🌟

‼️👉 গর্ভাবস্থার শেষের দিকে যদি বাচ্চা উল্টো (ব্রিচ) বা আড়াআড়ি অবস্থায় থাকে, তখন ডাক্তার মায়ের পেটের ওপর থেকে হাত দিয়ে আস...
11/09/2025

‼️👉 গর্ভাবস্থার শেষের দিকে যদি বাচ্চা উল্টো (ব্রিচ) বা আড়াআড়ি অবস্থায় থাকে, তখন ডাক্তার মায়ের পেটের ওপর থেকে হাত দিয়ে আস্তে আস্তে বাচ্চাকে ঘুরিয়ে মাথা নিচে আনার চেষ্টা করেন। একে ECV (External Cephalic Version) বলা হয়।

📌 সাধারণত গর্ভাবস্থার ৩৬–৩৭ সপ্তাহে করা হয়
📌 আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার অবস্থা ও প্লাসেন্টার অবস্থান দেখা হয়
📌 এতে সিজার (সিজারিয়ান) কমানোর সুযোগ থাকে
📌 সবসময় সফল হয় না এবং সামান্য ঝুঁকি থাকতে পারে
📌 প্রয়োজনে মা’কে ওষুধ দিয়ে জরায়ু শিথিল করা হয়
📌 পুরো প্রক্রিয়া হাসপাতাল ও অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে করা উচিত

গর্ভাবস্থা সত্যিই একটা চমৎকার এবং একই সাথে চমকপ্রদ জার্নি …নিচের ছবিগুলোতে বয়স অনুসারে বাচ্চা কেমন দেখতে হয়, ওজন কেমন হ...
05/09/2025

গর্ভাবস্থা সত্যিই একটা চমৎকার এবং একই সাথে চমকপ্রদ জার্নি …

নিচের ছবিগুলোতে বয়স অনুসারে বাচ্চা কেমন দেখতে হয়, ওজন কেমন হয়, কোন বয়সে কি তৈরি হয় সব বিস্তারিত দিয়ে দিলাম ।

আশা করি সবার উপকার হবে …..😊

এই ছবিতে একটি কলা ব্যবহার করে  সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখান...
02/09/2025

এই ছবিতে একটি কলা ব্যবহার করে সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখানোর ক্ষেত্রে একে অপরের থেকে ভিন্ন।

X-ray ছবিতে শুধুমাত্র কলার বাইরের একটি সাধারণ ছায়া দেখা যায়। এটি বোঝায়, এক্স-রে মূলত হাড় বা ঘন বস্তুর গঠন দেখতে ব্যবহৃত হয়।

CT স্ক্যান ছবিতে কলার কিছু অভ্যন্তরীণ স্তর দেখা যায়, যা দেখায় এটি শরীরের ভেতরের টিস্যুর সূক্ষ্ম পার্থক্য বা রক্তপাতের মতো বিষয়ও শনাক্ত করতে পারে।

MRI ছবিতে কলার ভেতরের সূক্ষ্ম আঁশ ও টেক্সচার পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। এটি বোঝায়, MRI নরম টিস্যু যেমন মাংসপেশি, অঙ্গপ্রত্যঙ্গ বা স্নায়ুর বিস্তারিত চিত্র দেখাতে সবচেয়ে দক্ষ।

02/09/2025

🏥 রূপালী ডায়াগনস্টিক সেন্টার – নিয়োগ বিজ্ঞপ্তি

পদবী: পার্ট টাইম স্টাফ
যোগ্যতা: এসএসসি পাশ
বেতন: আলোচনা সাপেক্ষে

📍 কর্মস্থল: রূপালী ডায়াগনস্টিক সেন্টার, [বাট্টাজোড় নতুন বাজার, বকশিগঞ্জ]

👉 আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন:
📱 01963-158597

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarc...
25/08/2025

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্

জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
25/08/2025

জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

20/08/2025

প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৯ টা পযন্ত রোগী দেখেন

প্রতি শুক্রবারের ন্যায় আগামী শুক্রবার রোগী দেখবেন এবং আল্ট্রাসনোগ্রাফী করবেন
20/08/2025

প্রতি শুক্রবারের ন্যায় আগামী শুক্রবার রোগী দেখবেন এবং আল্ট্রাসনোগ্রাফী করবেন

20/08/2025

সারা দেশে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এখন ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রকোপ চলছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সী মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন।

20/08/2025

Address

বাট্টাজোড় নতুন বাজার, বকশিগঞ্জ, জামালপুর
Jamalpur Sadar Upazila

Telephone

+8801996627475

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূপালি ডায়াগনস্টিক সেন্টার। Rupali Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপালি ডায়াগনস্টিক সেন্টার। Rupali Diagnostic Center:

Share