Sonar Bangla

Sonar Bangla আমার এই পেজে আপনাকে স্বাগতম দয়া করে ফলো দিয়ে পাশে থাকুন,ধন্যবাদ https://youtube.com/channel/UCqNYQkK7crV0uXHNC43u_FA

21/11/2025
17/11/2025

প্রকৃতি মাঝে দারুচিনি দীপ,
゚viralfbreelsfypシ゚viral

15/11/2025

গ্রামের দৃশ্যমানের অপরূপ সৌন্দর্য ゚viralfbreelsfypシ゚viral

14/11/2025

স্বার্থের জন্য মি: কর্নেল অলি সাহেব হয়তো নিজের জন্মদাতার নামও পরিবর্তন করতেও দিধাবোধ করবেননা। ゚viralfbreelsfypシ゚viral

খুব সহসাই আওয়ামীলীগের ফিরে আসার একটা ডিজাইন তৈরি হতে পারতো। কিন্তু কেন জানি তা সম্ভব নয়। আওয়ামীলীগের গত ১৬ বছরে বাংলা...
21/10/2025

খুব সহসাই আওয়ামীলীগের ফিরে আসার একটা ডিজাইন তৈরি হতে পারতো। কিন্তু কেন জানি তা সম্ভব নয়। আওয়ামীলীগের গত ১৬ বছরে বাংলাদেশে খুব বড় একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল , যারা হতে পারতো শেখ হাসিনার আবার দেশে ফিরে আসার একমাত্র সিঁড়ি । কিন্তু কেন তা এখনও হয়নি তা কি একবারও ভেবে দেখেছেন?

দুই হাজার ৭৬৫ কোটি টাকা ব্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যুগে প্রবেশ করা বাংলাদেশের মানুষ সামান্য একটা চাকরির জন্য " আমি কে তুমি কে রাজাকার রাজাকার" স্লোগান দিয়েছে? আমি অন্তত তা বিশ্বাস করি না।এর পেছনে দেশী ও বিদেশী শক্তি জড়িত ছিলো তা এখন একটি প্রমাণিত সত্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট মাত্র তিন বছরে ৩০০ কোটি টাকা আয় করলেও শেখ হাসিনা মানুষের মনে জায়গা করে নিতে পারেননি।

৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যায়ে ২১ টি জেলার মানুষকে সংযুক্ত করতে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় যে পদ্মা সেতু তৈরি করলেন , সেই জেলার উপকারভোগীরা কি শেখ হাসিনার দেশে ফিরে আসার সেতু তৈরি করছেন?

শেখ হাসিনা ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে যে মেট্রোরেল করলেন , সেই মেট্রোরেলে চড়তে গিয়ে কি দেশের মানুষ শেখ হাসিনার অবদানকে স্বীকার করছে?
প্রতি বছর মেট্রোরেল থেকে গড়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা আয়ের যে ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের জন্য করে দিলেন , তারা কি বঙ্গবন্ধু কন্যার সেই ঋণের কথা স্মরণ রেখেছে ?

১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যায়ে ৯ দশমিক ৪২ কিলোমিটার দীর্ঘ যে বঙ্গবন্ধু টানেল শেখ হাসিনা চট্টগ্রাম বাসীর জন্য করে দিলেন, চট্রগ্রামের মানুষ তা মনে রেখেছে তো?

২২ হাজার ৪৭৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ, ৪ হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক , ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক ও একদিনে একশো সেতু উদ্বোধন করা শেখ হাসিনার জন্য আপনাদের কষ্ট হয়? দেশের জনগণ কি আজও অনুতপ্ত হয়েছেন?
ইউনূস একশো বছর ক্ষমতায় থাকলেও এত কাজ জীবনেও করতে পারবে না। শেখ হাসিনার মত দূরদর্শী ও বিচক্ষণ নেতা পুরো দক্ষিণ এশিয়ায় আরেকজন নেই।এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েও তিনি ১৬ হাজার ৯০১ কোটি টাকা ব্যায়ে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছেন। চোখ বন্ধ করে এয়ার পোর্ট যাচ্ছেন, অথচ শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পর্যন্ত জানাতে ভুলে গেছেন? ২১ হাজার কোটি টাকা ব্যায়ে এশিয়ার বুকে দৃষ্টিনন্দন তৃতীয় বিমানবন্দর টার্মিনাল করে দিয়েছেন। যাওয়ার সময় কিছুই নিয়ে যাননি।সব আপনাদের জন্য রেখে গেছেন।অথচ যারা রাষ্ট্রের ৮৪ হাজার কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতা দখল করেছে আজ তাদের বাহবা দিচ্ছেন । ১৫ লক্ষ কোটি টাকা ঋণের গল্প শোনান? দেশের ঘরে ঘরে বিদ্যুৎ কি ইউনূস পৌঁছে দিয়েছেন? এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা তথা ১৩.২০ বিলিয়ন ডলার খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন ।ঋণতো শেখ হাসিনার থেকে তিনগুণ বেশি এখন ইউনূস করছেন।কি করেছেন ইউনূস দেড় বছরে?
এরপরও একটুও কি লজ্জা হয় না আপনাদের ?

গত ৫৪ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যা করে দেখাতে পারেননি , শেখ হাসিনা তা মাত্র ১৪ বছরে করে দেখিয়েছেন। দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নিয়ে এসেছেন। দেশের মানুষের মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে ২ হাজার ৮২৪ ডলার তথা প্রায় ছয় গুণ বৃদ্ধি করে দিয়েছেন। তবুও শেখ হাসিনা খারাপ! একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েও শেখ হাসিনা আপনাদের মন পাননি।আজ দেড় বছরে ইউনূস একটা অর্থনৈতিক অঞ্চল করতে পেরেছেন? আজ যারা ডিপি ওয়ার্ল্ডকে চট্রগ্রাম বন্দর বিক্রি করে দিয়ে আপনাদের দেশটা সিঙ্গাপুর করে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, এরা শেষ পর্যন্ত আপনাদের বঙ্গোপসাগরে ডুবিয়ে মারবে এটাই সত্য।

শেখ হাসিনা দশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছিলেন।আজ তারাই তার বুকে কুঠারাঘাত করেছে।যে ১৪ লাখ ভুমিহীন মানুষকে শেখ হাসিনা একটি গরুর দিয়েছেন , আজ শেখ হাসিনার জন্য তাদের আওয়াজ কোথায়?
দেশের ১৪ লাখ মানুষ এক হয়ে রাস্তায় নামলেই তো ইউনূসের যমুনা পাকিস্তানর করাচি চলে যায়। কেন তা হচ্ছে না ?

গত ১৬ বছরে শেখ হাসিনার উন্নয়ন ঘিরে দেশে লাখ লাখ চাটুকার ও ধর্মব্যবসায়ীদের জন্ম হয়েছে।অলিতে গলিতে এরা ধর্মীয় প্রতিষ্ঠান খুলে ব্যাবসা ও রাজনীতি করেছেন। পরাজিত বিএনপি ও জামায়াতকে বুকে নিয়ে আওয়ামীলীগের লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীদের নির্যাতন করেছেন। নেতা থেকে বস হয়ে গেছেন।এরা সবাই অমুক ভাই তমুক ভাইয়ের রাজনীতি করেছে।এই চাটুকাররাই শেখ হাসিনাকে ডুবিয়েছে।এরা এখনও শেখ হাসিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কয়দিন পর পর শেখ হাসিনা ফিরে আসার নাটক সাজায়।অথচ শেখ হাসিনা কোনকালেই এই চাটুকারদের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেত্রী।

প্রিয় শেখ হাসিনা,
বাংলাদেশের এখনও পাঁচ কোটি মানুষ আপনাকে মায়ের মতই ভালোবাসে।আপনি এখনও লক্ষ লক্ষ তরুণের প্রিয় আপা। এখনও শেখ হাসিনা শব্দটি উচ্চারিত হতে লক্ষ লক্ষ তরুণ তরুণীর গায়ের পশম দাঁড়িয়ে যায়। আপনি সেই কৃষক ও শ্রমিকের জন্য রাজনীতি করুন।এই ভাইয়া লীগকে চির জীবনের জন্য ত্যাগ দেওয়ার প্রস্তুতি নিন।দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন।এতেই আপনার মঙ্গল। লক্ষ লক্ষ নারীদের আপনি কর্মসংস্থান করেছেন । তাদের জন্য রাজনীতি করুন। কৃষক ও শ্রমিকের মুখে আপনি হাসি ফুটিয়েছেন ।আপনি তাদের জন্য রাজনীতি করুন।বাংলার নারীরা , বাংলার কৃষক ও শ্রমিক কোনদিনও আপনার অবদান ভুলতে পারবে না। দেশের এখনও ৫১ শতাংশ নারী।এরাই আবার আমাদের স্বপ্নের সোনার বাংলা ফিরিয়ে আনতে পারে। ভুল রাজনীতি পরিহার করে সবাই সঠিক জায়গায় ফোকাস করুন। আমি বলছি , " আলো আসবেই 💚।

ভুল রাজনীতি করলে কোনদিনও আলো আসবে না, সম্ভব নয়।

সত্য সবসময় সুন্দর
লুসিড ড্রিম
১৮-১০-২০২৫

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??--হুমভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??--হুমসৌদি আরবের জাতির পিতা ইবনে সৌ...
19/10/2025

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??
--হুম
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??
--হুম
সৌদি আরবের জাতির পিতা ইবনে সৌদ ??
--হুম
তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক ??
--হুম
ইরানের জাতির পিতা হযরত আল্লামা
আয়াতুল্লাহ খোমেনী ??
--হুম
ফিলিস্তিনের জাতির পিতা ইয়াসির আরাফাত ??
--হুম
সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ
জায়েদ বীন সুলতান নাহিয়ান ??
--হুম
ইন্দোনেশিয়ার জাতির পিতা সূকর্ণ ?
-- হুম
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ??
-- না না এইটা কেম্নে ??! ইব্রাহিম (আঃ) আমাদের
জাতির পিতা। তুই একটা নাস্তিক। তুই
আওয়ামীলীগ!! তুই একটা বিধর্মী!!

হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বারো
জাতিতে পরিপূর্ণ জনগোষ্ঠীর শত রাজনৈতিক
দল থাকলেও জাতির পিতা নিয়ে তাদের মধ্যে
কোন দ্বিধা বা বিভক্তি নাই। সিংগাপুরেও
লিকুয়ান ইয়ো হচ্ছেন জাতির পিতা। এখানেও
চাইনিজ, মালে এবং তামিল সম্প্রদায়ের
লোকজন বিনা দ্বিধায় লিকুয়ান ইয়োকেই তাদের
জাতির পিতা মনে করেন। সাউথ আফ্রিকার
লোকজন নেলসন ম্যান্ডেলাকে তাদের জাতির
পিতা বলেন। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য
লোকজনের মধ্যেও তাদের জাতির পিতা নিয়ে
সংশয় নাই।
কিন্তু পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা
তাদের জাতির পিতা নিয়া দ্বিধাবিভক্ত।
আমরাই একমাত্র মহান জাতি যারা জাতির জনক
নিয়ে প্রশ্ন করলেই বঙ্গবন্ধুর সাথে আল্লাহর
নবী ইব্রাহিম (আঃ) এর তুলনা করি।
জাতি বলতে কী বুঝায় ?
জাতি বলতে কোন একক অংশকে বুঝায় না।
জাতির বহুরূপতা আছে। যেমনঃ দেশ জাতি, ভাষা
জাতি, ধর্ম জাতি, বর্ণ জাতি, গোত্র জাতি,
প্রভৃতি। আমরা এক এক জন মানুষ একই সাথে
বহুজাতির মধ্যে অন্তর্ভুক্ত।
যেমনঃ আমি দেশ জাতি হিসেবে একজন
বাংলাদেশি, ভাষা জাতি হিসেবে একজন বাঙ্গালি,
ধর্ম জাতি হিসেবে একজন মুসলিম বা হিন্দু, বর্ণ
জাতি হিসেবে একজন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ
ইত্যাদি।
এতগুলো বিভাজিত জাতির মধ্যে যে যে অংশে যে
নেতার অবদান সে সে অংশে বা গন্ডিতে তিনিই
জাতির পিতা।
পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী
জিন্নাহ, সৌদি আরবের জাতির পিতা ইবনে
সৌদ, তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক উপরের সবই ঠিক!
কিন্তু আমাদের বেলায় আমরা বঙ্গবন্ধুকে
জাতির পিতা হিসেবে মানতে চাইনা জাতীয়তা
বাদ দিয়ে আমরা তখন ধর্মের দিকে চলে যাই।
আর তাই কিছু না পেয়ে তখনই টেনে আনি মুসলিম
জাতির পিতাকে !!

দেশের জন্য বঙ্গবন্ধুর জেল জীবনঃ
১। ১৯৩৮- ৭ দিন
২। ১৯৪৮ - ৪ মাস
৩। ১৯৪৯- ৯ মাস
৪। ১৯৫০- ১ বছর
৫। ১৯৫১- ১ বছর
৬। ১৯৫২- ২ মাস
৭। ১৯৫৪- ৮ মাস
৮। ১৯৫৮- ৩ মাস
৯। ১৯৫৯- ১ বছর
১০। ১৯৬০- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১১। ১৯৬১- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১২। ১৯৬২- ৬ মাস
১৩। ১৯৬৪- ১০ মাস
১৪। ১৯৬৫- ১ বছর
১৫। ১৯৬৬- ১১ মাস
১৬। ১৯৬৭- ১ বছর
১৭। ১৯৬৮- ১ বছর
১৮। ১৯৬৯- ২ মাস
১৯। ১৯৭১- ১০ মাস
২০। ১৯৭২- ৮ দিন
কার জন্য ছিলো এই ত্যাগ ??জাতির বিবেকের কাছে প্রশ্ন ....

28/09/2025

সময়ের সাক্ষী এই দেশের উন্নয়নের রোল মডেল আওয়ামী লীগ সরকার
#উত্তরবঙ্গ

22/09/2025

প্রিয় মাতৃভূমি ঢাকা বাংলাদেশ... 🥀

বাঙালির বুদ্ধির কাছে বিশ্ব বিজ্ঞানী নাসারাও ফেল মারবো🤣
09/09/2025

বাঙালির বুদ্ধির কাছে বিশ্ব বিজ্ঞানী নাসারাও ফেল মারবো🤣

18/08/2025

পদ্মা রেলওয়ে স্টেশন, নওডোবা জাজিরা পয়েন্ট 🥀

Address

Jamalpur Sadar Upazila

Telephone

0578639978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonar Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share