21/10/2025
খুব সহসাই আওয়ামীলীগের ফিরে আসার একটা ডিজাইন তৈরি হতে পারতো। কিন্তু কেন জানি তা সম্ভব নয়। আওয়ামীলীগের গত ১৬ বছরে বাংলাদেশে খুব বড় একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল , যারা হতে পারতো শেখ হাসিনার আবার দেশে ফিরে আসার একমাত্র সিঁড়ি । কিন্তু কেন তা এখনও হয়নি তা কি একবারও ভেবে দেখেছেন?
দুই হাজার ৭৬৫ কোটি টাকা ব্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যুগে প্রবেশ করা বাংলাদেশের মানুষ সামান্য একটা চাকরির জন্য " আমি কে তুমি কে রাজাকার রাজাকার" স্লোগান দিয়েছে? আমি অন্তত তা বিশ্বাস করি না।এর পেছনে দেশী ও বিদেশী শক্তি জড়িত ছিলো তা এখন একটি প্রমাণিত সত্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট মাত্র তিন বছরে ৩০০ কোটি টাকা আয় করলেও শেখ হাসিনা মানুষের মনে জায়গা করে নিতে পারেননি।
৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যায়ে ২১ টি জেলার মানুষকে সংযুক্ত করতে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় যে পদ্মা সেতু তৈরি করলেন , সেই জেলার উপকারভোগীরা কি শেখ হাসিনার দেশে ফিরে আসার সেতু তৈরি করছেন?
শেখ হাসিনা ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে যে মেট্রোরেল করলেন , সেই মেট্রোরেলে চড়তে গিয়ে কি দেশের মানুষ শেখ হাসিনার অবদানকে স্বীকার করছে?
প্রতি বছর মেট্রোরেল থেকে গড়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা আয়ের যে ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের জন্য করে দিলেন , তারা কি বঙ্গবন্ধু কন্যার সেই ঋণের কথা স্মরণ রেখেছে ?
১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যায়ে ৯ দশমিক ৪২ কিলোমিটার দীর্ঘ যে বঙ্গবন্ধু টানেল শেখ হাসিনা চট্টগ্রাম বাসীর জন্য করে দিলেন, চট্রগ্রামের মানুষ তা মনে রেখেছে তো?
২২ হাজার ৪৭৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ, ৪ হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক , ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক ও একদিনে একশো সেতু উদ্বোধন করা শেখ হাসিনার জন্য আপনাদের কষ্ট হয়? দেশের জনগণ কি আজও অনুতপ্ত হয়েছেন?
ইউনূস একশো বছর ক্ষমতায় থাকলেও এত কাজ জীবনেও করতে পারবে না। শেখ হাসিনার মত দূরদর্শী ও বিচক্ষণ নেতা পুরো দক্ষিণ এশিয়ায় আরেকজন নেই।এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েও তিনি ১৬ হাজার ৯০১ কোটি টাকা ব্যায়ে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছেন। চোখ বন্ধ করে এয়ার পোর্ট যাচ্ছেন, অথচ শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পর্যন্ত জানাতে ভুলে গেছেন? ২১ হাজার কোটি টাকা ব্যায়ে এশিয়ার বুকে দৃষ্টিনন্দন তৃতীয় বিমানবন্দর টার্মিনাল করে দিয়েছেন। যাওয়ার সময় কিছুই নিয়ে যাননি।সব আপনাদের জন্য রেখে গেছেন।অথচ যারা রাষ্ট্রের ৮৪ হাজার কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতা দখল করেছে আজ তাদের বাহবা দিচ্ছেন । ১৫ লক্ষ কোটি টাকা ঋণের গল্প শোনান? দেশের ঘরে ঘরে বিদ্যুৎ কি ইউনূস পৌঁছে দিয়েছেন? এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা তথা ১৩.২০ বিলিয়ন ডলার খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন ।ঋণতো শেখ হাসিনার থেকে তিনগুণ বেশি এখন ইউনূস করছেন।কি করেছেন ইউনূস দেড় বছরে?
এরপরও একটুও কি লজ্জা হয় না আপনাদের ?
গত ৫৪ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যা করে দেখাতে পারেননি , শেখ হাসিনা তা মাত্র ১৪ বছরে করে দেখিয়েছেন। দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নিয়ে এসেছেন। দেশের মানুষের মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে ২ হাজার ৮২৪ ডলার তথা প্রায় ছয় গুণ বৃদ্ধি করে দিয়েছেন। তবুও শেখ হাসিনা খারাপ! একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েও শেখ হাসিনা আপনাদের মন পাননি।আজ দেড় বছরে ইউনূস একটা অর্থনৈতিক অঞ্চল করতে পেরেছেন? আজ যারা ডিপি ওয়ার্ল্ডকে চট্রগ্রাম বন্দর বিক্রি করে দিয়ে আপনাদের দেশটা সিঙ্গাপুর করে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, এরা শেষ পর্যন্ত আপনাদের বঙ্গোপসাগরে ডুবিয়ে মারবে এটাই সত্য।
শেখ হাসিনা দশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছিলেন।আজ তারাই তার বুকে কুঠারাঘাত করেছে।যে ১৪ লাখ ভুমিহীন মানুষকে শেখ হাসিনা একটি গরুর দিয়েছেন , আজ শেখ হাসিনার জন্য তাদের আওয়াজ কোথায়?
দেশের ১৪ লাখ মানুষ এক হয়ে রাস্তায় নামলেই তো ইউনূসের যমুনা পাকিস্তানর করাচি চলে যায়। কেন তা হচ্ছে না ?
গত ১৬ বছরে শেখ হাসিনার উন্নয়ন ঘিরে দেশে লাখ লাখ চাটুকার ও ধর্মব্যবসায়ীদের জন্ম হয়েছে।অলিতে গলিতে এরা ধর্মীয় প্রতিষ্ঠান খুলে ব্যাবসা ও রাজনীতি করেছেন। পরাজিত বিএনপি ও জামায়াতকে বুকে নিয়ে আওয়ামীলীগের লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীদের নির্যাতন করেছেন। নেতা থেকে বস হয়ে গেছেন।এরা সবাই অমুক ভাই তমুক ভাইয়ের রাজনীতি করেছে।এই চাটুকাররাই শেখ হাসিনাকে ডুবিয়েছে।এরা এখনও শেখ হাসিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কয়দিন পর পর শেখ হাসিনা ফিরে আসার নাটক সাজায়।অথচ শেখ হাসিনা কোনকালেই এই চাটুকারদের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেত্রী।
প্রিয় শেখ হাসিনা,
বাংলাদেশের এখনও পাঁচ কোটি মানুষ আপনাকে মায়ের মতই ভালোবাসে।আপনি এখনও লক্ষ লক্ষ তরুণের প্রিয় আপা। এখনও শেখ হাসিনা শব্দটি উচ্চারিত হতে লক্ষ লক্ষ তরুণ তরুণীর গায়ের পশম দাঁড়িয়ে যায়। আপনি সেই কৃষক ও শ্রমিকের জন্য রাজনীতি করুন।এই ভাইয়া লীগকে চির জীবনের জন্য ত্যাগ দেওয়ার প্রস্তুতি নিন।দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন।এতেই আপনার মঙ্গল। লক্ষ লক্ষ নারীদের আপনি কর্মসংস্থান করেছেন । তাদের জন্য রাজনীতি করুন। কৃষক ও শ্রমিকের মুখে আপনি হাসি ফুটিয়েছেন ।আপনি তাদের জন্য রাজনীতি করুন।বাংলার নারীরা , বাংলার কৃষক ও শ্রমিক কোনদিনও আপনার অবদান ভুলতে পারবে না। দেশের এখনও ৫১ শতাংশ নারী।এরাই আবার আমাদের স্বপ্নের সোনার বাংলা ফিরিয়ে আনতে পারে। ভুল রাজনীতি পরিহার করে সবাই সঠিক জায়গায় ফোকাস করুন। আমি বলছি , " আলো আসবেই 💚।
ভুল রাজনীতি করলে কোনদিনও আলো আসবে না, সম্ভব নয়।
সত্য সবসময় সুন্দর
লুসিড ড্রিম
১৮-১০-২০২৫