HRM মানুষ মানুষের জন্য
(2)

22/07/2025

নাম: আশরাফুল ইসলাম।
মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।
বাড়ি: ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ, রংপুর।

তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।

তিনি বার বার বলছিল,”ভাই,আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের কষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিল আর কান্না করছিল।

মহান আল্লাহর কাছে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষণ করেন

২০জন স্টুডেন্ট কে বাঁচিয়ে একজন শিক্ষিকা নিজেই চলে গেলেন😢আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক। আমিন।
21/07/2025

২০জন স্টুডেন্ট কে বাঁচিয়ে একজন শিক্ষিকা নিজেই চলে গেলেন😢
আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক। আমিন।

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পো/ ড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আ*গু*নের ফু"লকিতে ঝ"লসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যু"দ্ধ বিমানটি দু'র্ঘ'টনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মা*রা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।🥲🥲

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুল ছুটির সময় শিশুদের গেট পার করাচ্ছিলেন মাহরিন। এ সময় হঠাৎই বিমানটি স্কুল ভবনের একটি...
21/07/2025

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুল ছুটির সময় শিশুদের গেট পার করাচ্ছিলেন মাহরিন। এ সময় হঠাৎই বিমানটি স্কুল ভবনের একটি অংশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দ*/*গ্ধ অবস্থাতেও তিনি শিশুদের নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন।

মাহরিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউস...
21/07/2025

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।
অভিভাবকরা অন্য কোথাও না খুঁজে সরাসরি ঢাকা মেডিকেলের পাশে বার্ন ইউনিটে চলে যান।

তথ্যটি ছড়িয়ে দিন

17/06/2025

সবসময় সবকিছু পরিকল্পনা মতো হয় না।
কখনো হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দেয় মন, আবার কখনো একটা ছোট্ট ফুলও এনে দেয় বিশাল শান্তি।

জীবনটা আসলে ক্যালেন্ডার নয়—ওটা একটা অনুভব।
যেখানে প্রতিটা দিনই নতুন, প্রতিটা মুহূর্তেই লুকিয়ে থাকে অজানা কিছু সুখ।

যে দেখেছে পাতার নড়াচড়া, সে জানে বাতাস কেমন করে কথা বলে।
যে একটুখানি সময় নিয়ে দাঁড়িয়েছে সূর্যাস্তের সামনে, সে জানে—নীরবতাও অনেক কিছু বলে।

আসলে, থেমে যাওয়াটাও একধরনের এগিয়ে যাওয়া।
তাই মাঝে মাঝে থেমে দাঁড়াও... নিজের সাথে একটু কথা বলো। 💚

#জীবন #প্রকৃতি #শান্তি #ভাবনা #নিজেকে_চেনা

21/04/2024
13/12/2023

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্য নষ্ট করছে মামুন এবং তার মা লায়লা

25/11/2023

আর মাত্র ৪৫।

21/11/2023

কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে
সেটা শুধু সময়
বলে দেয়।

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when HRM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share