আজব পৃথিবী

  • Home
  • আজব পৃথিবী

আজব পৃথিবী my YouTube Channel subscriptions please
(3)

ইন্নালিল্লাহ, এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লাগছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷ কি শুরু হলো দেশে...
23/07/2025

ইন্নালিল্লাহ, এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লাগছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷ কি শুরু হলো দেশে 😭😭

যাচ্ছ কোথা?স্বর্গ যেথা।কিসের জন্য? পৃথিবী জঘন্য।নিষ্ঠুর মৃত্যু বুঝি?হ্যা, বাবুজি।কেমন মৃত্যু তবে?পুড়ে মরেছে সবে।মরলো কজ...
23/07/2025

যাচ্ছ কোথা?
স্বর্গ যেথা।
কিসের জন্য?
পৃথিবী জঘন্য।
নিষ্ঠুর মৃত্যু বুঝি?
হ্যা, বাবুজি।
কেমন মৃত্যু তবে?
পুড়ে মরেছে সবে।
মরলো কজন?
শিশুরা অনেকজন।
কেমনে হলো?
কারণ স্কুলে গেল।
কী বলো ভাই?
সত্যি- দেখতে এসেছিল সবাই।
কী হল কি কেমন করে?
মাথার উপর প্লেন পড়ে।
আঃ বল কি।
পুরো শরীর পুড়েছে বৈকি।
এই কেবলি?
হলো মায়ের বুকও খালি।
বাঃ কী দেশ!
বাংলা শেষ।
এবার থামো।
মরে যেন বাঁচলাম আমিও।
আমিও যাই?
তৈরী থেকো রোজ, মশাই।

(সংগ্রহীত)

লেফটেন্যান্ট তৌকির তার প্রিয়তমা স্ত্রীকে বলে গিয়েছিল। আজ আমার প্রশিক্ষণের শেষ দিন, খুব দ্রুতই বাসায় ফিরে আসবো । তুমি ...
22/07/2025

লেফটেন্যান্ট তৌকির তার প্রিয়তমা স্ত্রীকে বলে গিয়েছিল। আজ আমার প্রশিক্ষণের শেষ দিন, খুব দ্রুতই বাসায় ফিরে আসবো ।

তুমি রেডি থাকিও আমি তোমাকে নিয়ে
দিয়া বাড়িতে ঘুরতে যাব কিন্তু সেই তৌকির ফিরে আসলো কিন্তু লাশ হয়ে ন।সবাই তার জন্য দোয়া করবেন সে যেন জান্নাত বাসি হন। 🤲🤲

”ভাই,আমার বাচ্চা গুলোর  ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের ক'ষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিলেন আর কা'ন্না করছিলেন।😭 "নিজের পো'...
22/07/2025

”ভাই,আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের ক'ষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিলেন আর কা'ন্না করছিলেন।😭
"নিজের পো'ড়া দেহের ক'ষ্টে'র কথা একটুও ভাবছেন না"
শুধু তাঁর শিক্ষার্থীদের কথা ভেবেই ক'ষ্ট পাচ্ছেন এই আ'হ'ত শিক্ষক!

তিনি যেই ওয়ার্ড এ আছেন বা'র্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।

তিনি ব্যা'থা'র থেকে বেশি তার স্টুডেন্টদের জন্য কা'ত'রা'চ্ছি'লে'ন।

এই অবস্থায় নিজেকে সাম'লানো অনেক কঠিন।
নাম: আশরাফুল ইসলাম।
মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।
বাড়ি: ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ, রংপুর।
মহান আল্লাহ তায়ালা আ'হ'ত সকলকে দীর্ঘায়ু ও সুস্থতা দান করুন। আমিন।

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বা*র্ন) প্লা*স্টিক সা র্জা রি সা র্জ ন পাঠিয়েছেন ডা. শফিক।ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮...
22/07/2025

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বা*র্ন) প্লা*স্টিক সা র্জা রি সা র্জ ন পাঠিয়েছেন ডা. শফিক।
ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার এবং ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভু'ক্তভো'গী যেকোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।

💚ভাল কাজকে ভাল না বলে থাকতে পারি না 💚
ভালো মানুষেরা সবসময় ভালো কাজে পাশে থাকে

তিনি ছিলেন বিমানের পাইলট। বাঁচতে চাইলে অনেক আগে সেফটি নিয়ে নামতে পারতো। নিজের কথা চিন্তা করে নাইইজেক্ট করলে বাঁচতে পারত...
21/07/2025

তিনি ছিলেন বিমানের পাইলট। বাঁচতে চাইলে অনেক আগে সেফটি নিয়ে নামতে পারতো। নিজের কথা চিন্তা করে নাই
ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৯০ সালের ও আগের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া....

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।

কেউ চিনে থাকলে অনুগ্রহ করে বাচ্চাটার বাবা-মাকে জানান। বাচ্চাটি বর্তমানে বাংলাদেশ মেডিক্যালে ভর্তি আছে।  সবাই বেশি করে শে...
21/07/2025

কেউ চিনে থাকলে অনুগ্রহ করে বাচ্চাটার বাবা-মাকে জানান। বাচ্চাটি বর্তমানে বাংলাদেশ মেডিক্যালে ভর্তি আছে। সবাই বেশি করে শেয়ার করুন

এই বাচ্চাটি আর অভিভাবক কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন🙏
21/07/2025

এই বাচ্চাটি আর অভিভাবক কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন🙏

অফার অফার অফার বাংলালিংক গ্রাহকদের ১ জিবি ফ্রি অফার যারা যারা পাননি তাড়াতাড়ি ডায়াল করুন *121*1807 #  যারা পাবেন অবশ্য...
18/07/2025

অফার অফার অফার বাংলালিংক গ্রাহকদের ১ জিবি ফ্রি অফার যারা যারা পাননি তাড়াতাড়ি ডায়াল করুন *121*1807 #
যারা পাবেন অবশ্যই দয়া করে কমেন্ট করবেন আর পোস্টটি শেয়ার করবেন।

মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়াই একজন ব্যবসায়ীকে প্রায় উল/ঙ্গ করে পাথর মেরে হ/ত্যা করে তার লা/শ ঘিরে চলছে একদ...
12/07/2025

মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়াই একজন ব্যবসায়ীকে প্রায় উল/ঙ্গ করে পাথর মেরে হ/ত্যা করে তার লা/শ ঘিরে চলছে একদল নর পি/শাচের বুনো উল্লাস !! এই দৃশ্য আই/য়ামে জাহে/লিয়াতের যুগের বর্বর/তার কথা স্মরণ করায়! অতি দ্রুত তাঁদের আটক করে বিচারের আওতায় আনা হোক 🥲

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আজব পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share