
29/07/2025
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী তীরের পাশে আখ খেতে অজ্ঞাত আনুমানিক (৫৩) বছর বয়সী এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার নৌকা ঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখ খেতের মালিক আখ বাঁধানোর কাজে লোক পাঠায় আখ খেতে, বাঁধানোর সময় আখ খেতে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সম্ভবত লাশটি একদিন আগের হতে পারে । ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।