Waz Media Jamalpur

Waz Media Jamalpur কুরআন ও সহিহ সুন্নাহর আলো পৌঁছাতে আমরা সদা সচেস্ট।

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দি...
23/06/2025

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দিয়ে, ক্ষতির জন্য চিৎকার করার বদলে তিনি পানি চাইলেন, ওযু করলেন এবং ২ রাকাত নফল নামাজ আদায় করলেন।
পরবর্তীতে তিনি বললেন, "আমি যদি কাঁদতেই চাই, তাহলে আল্লাহর সামনেই কাঁদব—যিনি আমার হারানো সম্পদের চেয়েও বেশি ফিরিয়ে দিতে সক্ষম।"
➡️"এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এটি বিনয়ী ছাড়া সবার জন্য কঠিন।" — সূরা আল-বাকারা ২:৪৫
➡️"নবী মুহাম্মদ ﷺ-কে যখনই কোনো বিষয় চিন্তিত করত, তিনি নামাজে মগ্ন হতেন।" — সুনান আবু দাউদ ১৩১৯

সালাফ সালেহীনগণ তাক্বওয়া অবলম্বন করার পরেও কাঁদতেন। আর তুমি গুনাহ করেও হেসে-খেলে সময় ব্যয় করো!- ইমাম ইবনুল জাওযী রাহিমাহ...
21/11/2024

সালাফ সালেহীনগণ তাক্বওয়া অবলম্বন করার পরেও কাঁদতেন। আর তুমি গুনাহ করেও হেসে-খেলে সময় ব্যয় করো!
- ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ

18/11/2024

নফস বড্ড বেঈমান হয়ে গেছে........
❝এখন আর রাতে তেলওয়াত না করলে মন কাঁদে না, নামাজ কাযা হলেও অন্তর কাঁদে না। এখন আর নিয়ম করে নফল আদায় হয়না! বারবার কেমন হেদায়েত পেয়েও হারিয়ে ফেলি! অন্তর আজ বড্ড বেঈমান! হেদায়েত আজকাল চেয়েও কেমন পাওয়া যায় না, নফসের দুর্গন্ধে আত্মা ক্লান্ত। তবুও সেই হেদায়েত হারিয়ে যায়, আল্লাহুম্মাগফিরলি!❞😞
❝সময় যে কিভাবে ফুরিয়ে যায়- কি রকম অপচয় হয়, কোনো কাজেই লাগাতে পারছি না, আফসোস! যদি হেদায়েত হারিয়ে ফেলা অবস্থায় মৃত্যু হয়ে যায়!
আস্তাগফিরুল্লাহ!❞😭

12/11/2024
03/11/2024

আমি অনেক পাপ করেছি অনেক গুনাহ করেছি এখন আমার কি করনীয়?

21/04/2024

জীবনে কতজনের স্বরণে কেঁদেছো কিন্তু যেই রবের দয়ায় সবাইকে পেয়েছো তাঁর স্বরণে কখনো কেঁদেছো কি?

16/04/2024

মাত্র ১০ মিনিটের ওয়াজটি শুনুন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।

#বাংলা ওয়াজ
#হেদায়েত
Mahfil
#নজরুল ইসলাম কাসেমী

05/04/2024

হেদায়েতের জন্য এই একটি বয়ানই যথেষ্ট।

পৃথিবীতে কোন কিছুই success নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,যখন হাটত...
19/03/2024

পৃথিবীতে কোন কিছুই success নয়
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,
ভুল ভাঙল,
এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,
এখানেই শেষ নয়,
এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,
পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,
আবার ভুল ভাঙল,
এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,
বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,
এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...
এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল, তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,
পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।
(সংগৃহিত)

07/03/2024
আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান বা জীবনে কোন পর্যায়ে যেতে চান তা নির্ভর করে আপনি কার সাথে মিশছেন, কার সাথে চলাফেরা করছেন...
05/02/2024

আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান বা জীবনে কোন পর্যায়ে যেতে চান তা নির্ভর করে আপনি কার সাথে মিশছেন, কার সাথে চলাফেরা করছেন তার উপর 💯
আপনি লাইফে সফল হতে চাইলে আপনাকে মিশতেও হবে সফল আর পজিটিভ মানুষদের সাথে যারা আপনাকে সঠিক গাইডলাইন দিবে, হেল্প করবে 🙏
আর যদি নেগেটিভ গ্রুপের সাথে থাকেন তবে ফলাফলও নেগেটিভ হবে, আপনিও হতাশ হতে থাকবেন লাইফের প্রতিটা স্টেপে 🙁
সো ডিসিশন আপনার হাতে 🫵

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801861808182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waz Media Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waz Media Jamalpur:

Share