Vorer alo

Vorer alo কথা, কবিতা, রান্নাবান্না, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের নানা বিষয়

04/08/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

ফুলের মত রঙিন হোক সারাটা দিন।শুভ সকাল ❤️💐
04/08/2025

ফুলের মত রঙিন হোক সারাটা দিন।
শুভ সকাল ❤️💐

03/08/2025

゚viralfbreelsfypシ゚viral

Good night🖤
03/08/2025

Good night🖤

Good evening 🙂
03/08/2025

Good evening 🙂

শুভ সকাল☕
03/08/2025

শুভ সকাল☕

Good evening🍝☕
02/08/2025

Good evening🍝☕

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে,অঝোরে নামবে বুঝি শ্রাবনে ঝরায়ে ☁️🌧️শুভ বিকেল🥰
02/08/2025

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝোরে নামবে বুঝি শ্রাবনে ঝরায়ে ☁️🌧️
শুভ বিকেল🥰

শুভ দুপুর 🥰
02/08/2025

শুভ দুপুর 🥰

বর্ষার প্রথম বৃষ্টি ধারামনটাকে করে বাঁধনহারাছুটে চলে যায় কার আশায়ভিজে যেতে চায় তার ভালোবাসায়
15/06/2023

বর্ষার প্রথম বৃষ্টি ধারা
মনটাকে করে বাঁধনহারা
ছুটে চলে যায় কার আশায়
ভিজে যেতে চায় তার ভালোবাসায়

14/06/2023

চলে যাব দূরে কোথাও
কোন এক গোধূলি বেলায়।
কেউ খুঁজে পাবে না আমায়।
সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে
হারিয়ে যাব অন্ধকারে।
সবকিছু চলবে আগের মতই
থাকবে না আর কিছু পরে।
যে দায়িত্বের বোঁঝা কাঁধে ছিল
জীবনের বেলা অবেলায়।
মৃত্যু এসে মুক্তি দেবে
রবে না তখন আর কোন দায়।
যেখানে ছিল আমার
সর্বদা বিচরণ
সে জায়গা আর রবে না খালি
অন্য কেউ এসে করবে পূরণ।
তবুও করি জীবনের জন্য
কত আয়োজন।
অনেক কিছু করার পরও
আরও কিছু প্রয়োজন।

-- রাবেয়া আক্তার লাকী

14/06/2023

মানুষের কোথাও শান্তি নেই!
অশান্তির অনলে পুড়ে ছারখার হয়ে যে ঘরে শান্তির আশায় আশ্রয় নিতে চায়,
সে ঘরেও মানুষের শান্তি মিলে না!

মানুষ কতকিছুই না করে একটু শান্তি পেতে।
ঘর ছেড়ে বনে যায়,
সে বনেও যে বাঘের ভয়!
শান্তির খোঁজে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সে ক্লান্ত,
তখন সে বিশ্রাম নিতে চায়।
বিশ্রাম নিতে দুচোখ বন্ধ করতেই
শুরু হয় কাল বৈশাখী ঝড়,
ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়!
আবার মানুষ শান্তি চায়,
ঘর ছেড়ে দেশান্তরি হয়েও মানুষ শান্তি পায় না।

মানুষ ভাবে টাকায় শান্তি।
তারপর অনেক টাকা হয়,
তবু শান্তি মিলে না!
লক্ষ-কোটি টাকাওয়ালা মানুষের ঘরেও
আজ শান্তি নেই।
ধন-সম্পদ আর টাকায় মানুষের অশান্তি বাড়ায়!স্বার্থ,প্রয়োজনে প্রিয়জন,লোভ-লালসার জন্ম দেয়।

অতঃপর আমি দেখেছি শান্তি কেবল ভালোবাসায়।
যে ভালোবাসা মিথ্যা নয়,
যে ভালোবাসা কোনো স্বার্থে নয়,যে ভালোবাসা মানুষকে ভালো রাখতে শেখায়,
মানুষের অনুভূতির মূল্য দেয়।

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Vorer alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share