Sayeed Hasan Shahed

  • Home
  • Sayeed Hasan Shahed

Sayeed Hasan Shahed Hello viewers,assalamualaykum
I am Sayeed Hasan this is my page I always try to be with you.

পুরুষের হাজারো মাথা ভর্তি টেনশন দূর করতে পারে, তার শখের নারী!💚💫
08/06/2024

পুরুষের হাজারো মাথা ভর্তি টেনশন দূর করতে পারে, তার শখের নারী!💚💫

পুরুষ মানুষকে ঠকিয়ে নারী তুমি নিজেকেই নিজে ঠকাও! কি'ন্তু আফসোস, যখন ঠকাও তখন তোমরা বুঝনা..!!তোমরা নারী;- পুরুষ মানুষের র...
08/06/2024

পুরুষ মানুষকে ঠকিয়ে নারী তুমি নিজেকেই নিজে ঠকাও! কি'ন্তু আফসোস, যখন ঠকাও তখন তোমরা বুঝনা..!!

তোমরা নারী;- পুরুষ মানুষের রাগটাই দেখতে পাও কি'ন্তু পুরুষ মানুষের ভালোবাসা ভ'য়ং'কর রকম সুন্দর তা তোমরা দেখার ক্ষ'মতা রাখো না!...

পুরুষ মানুষ ভালোবেসে পথের ফকিরও,পথের প্রবাসীও হয় পাগল হয়ে! পুরুষ মানুষের জ'ন্ম'ই হয় প্রিয়জনদের আগলে রেখে বাঁ'চার জন্য..!! পৃথিবীতে কজন নারী আছে প্রিয়জনদের দায়ি'ত্ব নিয়ে থাকে? নেই বললেই চলে!!

নারী তোমাকেই বলছি,কোন পুরুষ হৃদয় উজার করে ভালোবাসলে সেই পুরুষকে কখনো তুমি ঠকিয়ো না!
যদি তুমি তোমাকে ভালোবাসা মানুষটিকে ঠকাও
তাহলে তুমি নিজের স'র্বো'চ্চ ক্ষ'তিটাই করলে..!!

ভালোবেসে তুমি হাজার পুরুষ, টাকাওয়ালা পুরুষ, সু'ন্দ'র পুরুষ,স্মা'র্ট পুরুষ খুঁজে পেলেও,খাঁ'টি ভালোবাসবে এমন পুরুষ অহরহ পাবে না! যে পায় সে ভাগ্য গুণে পায়!

হাজারো শেয়াল শকুন ওতপেতে আছে তোমাকে মি'থ্যে ভালোবাসার নামে ঠকানোর জন্য! সুতরাং প্রিয়জনকে ঠকানোর আগে শতবার ভেবে নিও! ক্ষ'তি কি'ন্তু তোমারি হ'চ্ছে..!!

04/06/2024

একজন সুদর্শন পুরুষ পাওয়ার চেয়ে,একজন যত্নবান পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার!🖤

01/06/2024

পুরুষের ভালবাসা যে কতটা গভীরতা
নারী কখনো বোঝার চেষ্টাই করে নাই..!! 😥💔

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁ...
27/05/2024

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবেনিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।
(Collected

ভালোবাসার জন্য কোন নিদিষ্ট দিনের প্রয়োজন হয় না তোমার জন‍্য আমার ভালোবাসা চিরকাল অবিরাম!🖤🌸
20/05/2024

ভালোবাসার জন্য কোন নিদিষ্ট দিনের প্রয়োজন হয় না তোমার জন‍্য আমার ভালোবাসা চিরকাল অবিরাম!🖤🌸

সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই; যতই ভুল বোঝাবুঝি হোক, সেটা মিটিয়ে নিতে হবে। কারন ইগোটা নয়, সম্পর্কটাই বেশি দামি।🖤🥀
20/05/2024

সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই; যতই ভুল বোঝাবুঝি হোক, সেটা মিটিয়ে নিতে হবে। কারন ইগোটা নয়, সম্পর্কটাই বেশি দামি।🖤🥀

তুমি কষ্ট পাবে বলে; আমি কত শত রাগ, অভিমান আকাশে উড়িয়ে দিয়েছি, তা তুমি বুঝতেও পারোনি..🖤🥀😌
20/05/2024

তুমি কষ্ট পাবে বলে; আমি কত শত রাগ, অভিমান আকাশে উড়িয়ে দিয়েছি, তা তুমি বুঝতেও পারোনি..🖤🥀😌

আমি আর কোনোকিছু চাইনা। বিশ্বাস করো, আমার আর চাওয়ার কিছুই নেই।নশ্বর এই পৃথিবীর কোনো অবয়ব সৌন্দর্যই আমাকে আর ডুবাতে পারে ন...
18/05/2024

আমি আর কোনোকিছু চাইনা।
বিশ্বাস করো, আমার আর চাওয়ার কিছুই নেই।

নশ্বর এই পৃথিবীর কোনো অবয়ব সৌন্দর্যই আমাকে আর ডুবাতে পারে না। সুখ, শান্তি, টাকা-পয়সা, কোনোকিছুই আমি চাইনা আর।

শুধু একবার তোমার বুকের উপর আমার এই ক্লান্ত-পরিশ্রান্ত মাথাটা রাখতে দিবে প্লিজ? আমি আর কিছু চাইবো না তোমার কাছে, প্রমিস।

শুধু একবার, একটিবার তোমাকে জড়িয়ে ধরতে চাই। এভাবে দিনের পর দিন নিজের সাথে যুদ্ধ করা, বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়া, মন খারাপ, একাকিত্ব আমার আর ভাল্লাগে না!

আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ?
খুব বেশি না, এই ধরো ৫ মিনিট, তাও যদি না হয় তবে ১ মিনিট? আচ্ছা যাও যদি সম্ভব না হয়, তবে ১০ সেকেন্ড শুধু তোমার বুকে মাথা রাখতে দিবে? বলো না, দিবে তো?

ঠিক যেমন দম বন্ধ হয়ে আসে, তেমন শক্ত করে জড়িয়ে ধরবে একটিবার?

আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না।
শুধু আমাকে এই অশান্তির অনল থেকে বাঁচাও, আমি আর একা একা এভাবে পরিস্থিতি আর সময়ের সাথে নিজেকে সামলাতে পারছি না–একদমই পারছি না!

15/05/2024

ভালোবাসলে আপনি আপনি করে বলতে হয় না।

একটা সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে; ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত...
03/05/2024

একটা সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে; ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত্নশীল হয়।❤️🥰🥀

যে তোমাকে ছাড়াই ভালো আছে..🌸- তুমিও তাকে ছাড়া বাঁচতে শিখো..!!🌿
29/04/2024

যে তোমাকে ছাড়াই ভালো আছে..🌸
- তুমিও তাকে ছাড়া বাঁচতে শিখো..!!🌿

ভালোবাসি কথাটা শোনার থেকে বেশি আনন্দ হয় তখন, যখন মানুষটার ব্যাবহারে ভালোবাসা প্রকাশ পায়। ❤️🥰🥀
28/04/2024

ভালোবাসি কথাটা শোনার থেকে বেশি আনন্দ হয় তখন, যখন মানুষটার ব্যাবহারে ভালোবাসা প্রকাশ পায়। ❤️🥰🥀

ভালোবাসা শুধু মুখে বলে নয়,যাকে ছাড়া পুরো পৃথিবী শূন্য লাগে সত্যিকারের ভালোবাসা তারে কয় >❣️🌼
28/04/2024

ভালোবাসা শুধু মুখে বলে নয়,যাকে ছাড়া পুরো পৃথিবী শূন্য লাগে সত্যিকারের ভালোবাসা তারে কয় >❣️🌼

জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেল...
19/04/2024

জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো।

মন থেকে ভালোবেসে দেখো, নিদিষ্ট মানুষ ছাড়া আর অন্য কাউকে ভালো লাগবে না!🖤🌸
15/04/2024

মন থেকে ভালোবেসে দেখো, নিদিষ্ট মানুষ ছাড়া আর অন্য কাউকে ভালো লাগবে না!🖤🌸

না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবু আজ সবার থেকে তুমিই বেশি চেনা...।😌🖇️❤️‍🩹
14/04/2024

না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবু আজ সবার থেকে তুমিই বেশি চেনা...।😌🖇️❤️‍🩹

বুঝবা, বুঝবা।তুমিও একদিন বুঝবা।তুমি শুধু আমারেই হারাও নাই। তুমি হারাইছো এমন একখান বুক যে বুকে তোমার জন্য ভালবাসার ফুল ফু...
14/04/2024

বুঝবা, বুঝবা।
তুমিও একদিন বুঝবা।
তুমি শুধু আমারেই হারাও নাই। তুমি হারাইছো এমন একখান বুক যে বুকে তোমার জন্য ভালবাসার ফুল ফুটতো। যে বুকে তুমি ইচ্ছে মতো ফুল ফুটাতে পারতে।

তুমি হারাইছো এমন একজোড়া হাত যে হাত তোমারে যত্নের কাছে জড়াইয়া ধরা মায়ায় আগলাইয়া রাখতো। যে হাত জোড়া ভরসার জায়গা ক্লান্তিতে শান্তির পতাকা উড়াইয়া দিতো বুকে টাইনা। যে হাত তোমার জন্য প্রার্থনা উঠতো।

তুমিও একদিন বুঝবা, ভালবাসা আর ভালো রাখার পার্থক্য। ভালবাসাই কেবল ভালো থাকা যায়। ভালো থাকার জন্য সাত তলার এসি রুমের বিলাসবহুল ফ্ল্যাট দরকার হয় না। ভালো থাকার জন্য ভালবাসার বুক লাগে।ভালবাসাহীন এসি রুমের ফ্ল্যাটয়ের চেয়ে ভালবাসাময় টিনের চালের রিমঝিম বৃষ্টির শব্দেও সুখ।

বুঝবা, বুঝবা,তুমিও একদিন বুঝবা।
তুমি হারাইছো এমন একজনকে,
যাকে বলতে চাইলে সে মনোযোগী গুণ হতো।
বসতে চাইলে কোল পেতে হতো উঠোন।
শুইতে চাইলে বুকে পেতে দেওয়া বালিশ।
অভিমানে চিঠির ভাজে ফুল রাখতো,
চোখে জল আসার আগেই যে কপালে চুমু এঁকে দিতো,
দুঃখ মুছে ফেলার প্রেমময় পোলিশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sayeed Hasan Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayeed Hasan Shahed:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share