Tanvir BD

Tanvir BD My Name is Tanvir

ফ্রিতে ১ বছরের জন্য ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক!! সম্প্রতি, বেশি ফলোয়ারের অনেক পেইজেই ফ্রিতে ১ বছরের জন্য Meta Subscr...
19/06/2025

ফ্রিতে ১ বছরের জন্য ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক!!
সম্প্রতি, বেশি ফলোয়ারের অনেক পেইজেই ফ্রিতে ১ বছরের জন্য Meta Subscription দিচ্ছে ফেসবুক। 🤝

06/06/2025

সমাজে এখন সত্য কথা বলাটা যেনো, অপরাধ হয়ে গেছে, হয়তো ঝগড়া সৃষ্টি হয়, নয়তো সম্পর্ক নষ্ট হয়-!

06/06/2025

জ্ঞানহীনরা যখন পথপ্রদর্শক হয়, গন্তব্য হয় অন্ধকার।

06/06/2025

টাকা কামানো জরুরি
টাকা কথা বলতেনা
পারলেও
কথা বলা বন্ধ করাতে পারে

06/06/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

#সংগৃহীত

05/06/2025

বাজারে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম ছবি পোস্ট করেছেন। তাড়াহুড়া করে বাড়ি এসে মোবাইল নিয়ে বসলাম। আপনার ছবিতে লাইক কমেন্ট করবো বলে, কিন্তু ভাগ্যের কি পরিহাস গ্রামে থাকি বলে নেটওয়ার্ক ছিল না। তাই শহরের দিকে চলতে শুরু করলাম প্রায় 5 কিলোমিটার চলার পর মোবাইলে নেটওয়ার্ক আসলো। বসে পড়ে সেইখানে কারণ আমি হার মানতে শিখিনি। ছবি দারুন ঝকঝকে হয়েছে, এই ছবি আগামী দিনের ইতিহাস সৃষ্টি করবে। অসাধারণ ভাব ভঙ্গি দিয়ে ছবি তুলেছেন আপনি। আমাদের এত সুন্দর ছবি দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। অপেক্ষা করব আগামী দিন যেন আপনাকে এভাবেই দেখতে পারি। অসাধারণ ভালো ছবি। এক কথায় অনবদ্য। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম। 💝

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই ক...
05/06/2025

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনমতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন:

১. National (টিভি)
২. Raledy (ক্যাসেট প্লেয়ার)
৩. Casio (ঘড়ি)
৪. Ambassador (গাড়ি)
৫. Nokia (মোবাইল)
৬. Murphy (রেডিও)
৭. Compaq (পিসি ব্র্যান্ড)
৮. Oldsmobile (গাড়ি নির্মাতা)
৯. Pan Am (বিমান সংস্থা)
১০. Blockbuster (ভিডিও চেইন)
১১. Borders (বই বিক্রেতা)
১২. Toys "R" Us (খেলনা বিক্রেতা)
১৩. Enron (বৈশ্বিক জ্বালানি কোম্পানি)
১৪. Woolworth's (বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা)
১৫. Tower Records (মিউজিক স্টোর)

এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এরা উঠে গেল কেন? কারণ, সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! আজকের ৭০ থেকে ৯০% চাকরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে।

আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান।

Uber কেবলমাত্র একটি software এর নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সিভাড়ার কোম্পানি।

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cabs, Oyo rooms ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ Clio, My Case, Practice Partner নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Medscape, Merative, Telemedicine, eClinicalWorks, Doctor on Demand নামের অ্যাপগুলো মানুষের থেকে ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে।

পরের ১০ বছরে ৯০% মানুষের কোনো চাকরি থাকবে না। বাকি থাকবে কেবল ১০%। এই ১০% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। ২০৩০ সালের মধ্যে AI এর বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে।

সামনের ২০ বছরে আজকের ৯০% গাড়িই রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে।

তখন গাড়ি লাগলে, উবারের মত কোনো software এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালক বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। কারণ Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ। bKash, Nagad, Paytm, GoodLeap, Brex, Plaid এর রমরমা বাজার — মোবাইলের এক টিপে টাকা এপার ওপার।

যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন।

03/06/2025

কালোজামের পুষ্টিগুণ

কালোজামে রয়েছে:

ভিটামিন C, A, B1, B2

ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন

অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও ট্যানিন

---

✅ কালোজাম খাওয়ার ৮টি প্রধান উপকারিতা:

১. 🩸 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

কালোজামে আছে "জাম্বোলিন" ও "জাম্বোসিন" নামক উপাদান, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

> 🔹 ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।

---

২. 🌿 হজমশক্তি বাড়ায়

কালোজাম খেলে হজম ভালো হয়, গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা কমে।

ডায়রিয়া ও বদহজমে উপকারী।

---

৩. ❤️ হৃদরোগ প্রতিরোধে সহায়ক

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাসিয়াম হার্ট সুস্থ রাখে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।

---

৪. 💪 ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কালোজামে থাকা ভিটামিন C ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।

---

৫. 🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

নিয়মিত খেলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মানসিক চাপ কমে।

---

৬. 🌞 ত্বক ও চুলের জন্য ভালো

কালোজাম ত্বককে উজ্জ্বল ও ব্রণমুক্ত রাখে।

এতে থাকা আয়রন ও মিনারেলস চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়।

---

৭. 🩺 রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক

কালোজামে উচ্চমাত্রার আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়।

---

৮. 🦷 মুখ ও দাঁতের যত্নে উপকারী

কালোজামের ছাল বা বীজ দিয়ে তৈরি গার্গল মুখের দুর্গন্ধ ও মাড়ির রোগ দূর করে।

---

⚠️ সতর্কতা:

অতিরিক্ত খেলে পেটের গণ্ডগোল বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।

ডায়াবেটিস রোগীরা বেশি না খেয়ে নিয়ন্ত্রিতভাবে খাবেন।

02/06/2025

নিম গাছের উপকারিতা:

🩺 ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাংগাল উপাদান শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।

🦷 ২. দাঁত ও মাড়ির যত্নে:

নিম ডাঁটা দিয়ে দাঁত মাজলে দাঁতের পোকা, মাড়ির রোগ ও দুর্গন্ধ কমে। এখনো গ্রামাঞ্চলে এটি জনপ্রিয়।

🧼 ৩. ত্বকের যত্নে:

নিম পাতা বাটার রস ব্রণ, ফুসকুড়ি, চুলকানি এবং একজিমার মতো ত্বকের সমস্যায় দারুণ কার্যকর। নিম সাবান বা নিমের পানিও ভালো কাজ করে।

🧠 ৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:

নিমের রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তবে নিয়মিত ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

🦟 ৫. পোকা-মাকড় তাড়াতে:

নিমের গন্ধে মশা, মাছি ও অন্যান্য পোকা পালায়। নিম তেল প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহৃত হয়।

🧪 ৬. রক্ত পরিশোধক হিসেবে:

নিম পাতা সিদ্ধ করে খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রক্ত পরিষ্কার থাকে।

🧴 ৭. চুল পড়া ও খুশকি প্রতিরোধে:

নিম পাতা সিদ্ধ করা পানিতে চুল ধুলে খুশকি কমে ও চুল পড়া বন্ধ হয়। চুলে নিম তেলও খুব উপকারী।

🌾 ৮. ফসলের কীটনাশক:

কৃষিকাজে প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিম তেল ব্যবহৃত হয়। এটি মাটি ও পরিবেশবান্ধব।

---

⚠️ সতর্কতা:

নিমের রস অতিরিক্ত খাওয়া গেলে লিভারে সমস্যা বা বিষক্রিয়া দেখা দিতে পারে। তাই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা উচিত, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে।

15/05/2025

কি পইড়া ফুঁ দিলে শখের ব্যাডি আমারে ছাড়া কিছু বুঝবে না?🙂

15/05/2025

dear money, please come to me.

15/05/2025

- একা আছো,ভালো আছো!💔

- কারোর ভালোবাসার মিথ্যে নাটকের অংশ হওয়ার থেকে একা থাকাই ভালো.!🙂🥀

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801799579529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir BD:

Share