Medi In Dewngong

Medi In Dewngong আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই
সবাই এই পেজটিকে লাইক কমেন্টও ফলো করবেন
(5)

খোলাবাড়ী ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসা আমাদের গর্বের প্রতিষ্ঠান।এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়—জনগণের দান ও ভালোবাসায় দাঁ...
12/09/2025

খোলাবাড়ী ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসা আমাদের গর্বের প্রতিষ্ঠান।
এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়—জনগণের দান ও ভালোবাসায় দাঁড়িয়ে আছে, জনগণের কল্যাণেই টিকে থাকবে।
প্রিয় উস্তাদ ক্বারী মোহাম্মদ জহির উদ্দিন (দাঃবাঃ)-এর অক্লান্ত পরিশ্রম, মানুষের দান-খয়রাত আর আল্লাহর রহমতেই আজ এ মাদ্রাসা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে অসংখ্য আলেম তৈরি হয়ে দুনিয়ার নানা প্রান্তে ইসলামের খেদমতে নিয়োজিত হয়েছেন।

আমি এই মাদ্রাসায় আমার জীবেনর শুরু থেকে প্রায় আট নয় বছর লেখাপড়া করেছি এবং এখনো আমাদের মহল্লার শত শত ছাত্র-ছাত্রী লেখাপড়া করতেছে , তাই ভেতরের অবস্থা আমরা ভালোভাবেই জানি।

⚠️ স্পষ্ট কথা হলো—মাদ্রাসা তার নিজ গতিতে চলবে।
কারো বাড়ি বা ব্যক্তিগত স্বার্থের জন্য মাদ্রাসার উন্নয়নমূলক কাজ থেমে থাকবে না।

যারা দলীয় পদকে ব্যবহার করে উস্তাদকে অসম্মান করছেন, মিথ্যা সংবাদ ছড়াচ্ছেন—তাদের মনে রাখা উচিত, জনগণ কাউকে ছাড় দেবে না। এর কঠিন শাস্তি হবেই।

৫ই আগস্টে জনগণ কীভাবে জবাব দিছে, তোমরা তার প্রমাণ পেয়েছো।
তাই অহংকার ছেড়ে জনগণের পাশে থাকেন, নইলে সম্মান রেখে সরে দাঁড়ান।

👉 খোলাবাড়ী ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসা আমার, তোমার, আমাদের সবার।
এসো—সব ষড়যন্ত্র ব্যর্থ করে, ঐক্যবদ্ধভাবে মাদ্রাসাকে রক্ষা করি।

সত্য কখনো জুলুমের কাছে হার মানে না, সময় তাকে জয়ী করবেই।”

ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللهِ عَلَى الْكَاذِبِيْنَ»

‘‘অতঃপর আমরা সবাই (আল্লাহ্ তা‘আলার নিকট) এ মর্মে প্রার্থনা করি যে, মিথ্যুকদের উপর আল্লাহ্ তা‘আলার লা’নত পতিত হোক’’।

(আ’লি ’ইমরান : ৬১)

30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

24/03/2025

•—জীবনটা খুবই সংক্ষিপ্ত'—🩷🪽

22/03/2025

পৃথিবীটা সুন্দর কিন্তু আপন না...!

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Medi In Dewngong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medi In Dewngong:

Share