Saliency 9003

Saliency 9003 ���������

16/08/2025
📖 গল্প: "রুবিনার নতুন শুরু"রুবিনা দুই সন্তানের মা। স্বামী বাইরে কাজ করে, কিন্তু সংসারের খরচে টান পড়ে যায় মাঝেমাঝেই। নিজে...
15/08/2025

📖 গল্প: "রুবিনার নতুন শুরু"

রুবিনা দুই সন্তানের মা। স্বামী বাইরে কাজ করে, কিন্তু সংসারের খরচে টান পড়ে যায় মাঝেমাঝেই। নিজের কিছু করার ইচ্ছে তার অনেকদিনের। কিন্তু বাইরে গিয়ে চাকরি করা তার পক্ষে সম্ভব ছিল না।

একদিন এক পরিচিতা তাকে বলল—
"আপনি কি জানেন? ঘরে বসেই পাইকারি দামে বোরকা কিনে বিক্রি করে ভালো আয় করা যায়। শুধু মোবাইল আর একটু সময় হলেই হবে!"

রুবিনা প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু সাহস করল। ১০টা সুন্দর ডিজাইনের বোরকা নিল পাইকারি দামে। ছবি তুলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিল, পাশের বাসার ভাবীকে দেখাল। প্রথম সপ্তাহেই ৮টা বোরকা বিক্রি হয়ে গেল।

প্রতি বোরকায় ৪০০ টাকা করে লাভ—মানে প্রথম সপ্তাহেই ৩,২০০ টাকা হাতে পেল। রুবিনার চোখে আনন্দের জল। এখন সে শুধু আয় করছে না, নিজের আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে।

রুবিনা এখন অন্য মহিলাদেরও বলছে—
"আপনার ঘরের কাজের ফাঁকেই নিজের জন্য কিছু করুন। আজ শুরু করলে আগামীকাল বদলে যাবে। আমি যেমন পারছি, আপনিও পারবেন!"

---

💡 শেষে কল টু অ্যাকশন:
"আপনিও যদি নিজের আয়ের রাস্তা খুলতে চান, পাইকারি দামে সুন্দর ডিজাইনের বোরকা নিতে এখনই ইনবক্স করুন। শুরু হোক আপনার নতুন গল্প…"
01755-872383
যোগাযোগ করলে আশাকরি লাভবান হবেন

"সময় ও কথা—দুটোই মূল্যবান। সময় চলে গেলে ফিরে আসে না, আর একবার বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই সময়কে সঠিকভাবে ব্যবহা...
07/03/2025

"সময় ও কথা—দুটোই মূল্যবান।
সময় চলে গেলে ফিরে আসে না,
আর একবার বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না।
তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন
এবং কথা বলার আগে ভাবুন।"

07/03/2025

তোমার শক্তি, তোমার স্বপ্ন, আর তোমার লক্ষ্যের প্রতি তোমার একাগ্রতা—এটাই তোমার আসল পরিচয়। জীবন তোমাকে যতবারই ফেলতে চাইবে, তুমি ততবার উঠে দাঁড়াবে!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা—তুমি যদি একবার শুরু করো, তাহলে থামতে পারবে না। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু সেগুলো তোমাকে গড়ে তুলবে আরও শক্তিশালী করে। যারা জিতেছে, তারা কখনোই হাল ছাড়েনি—তারা বারবার চেষ্টা করেছে, নিজেদের উন্নত করেছে, এবং একদিন তারা সফল হয়েছে।

তোমার স্বপ্নগুলো ছোট হতে পারে, বড় হতে পারে—কিন্তু এগুলো তোমার। অন্য কেউ এগুলো পূরণ করে দেবে না। তুমি যদি নিজেই নিজের পাশে না থাকো, তাহলে আর কে থাকবে? প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো, শেখো, অনুপ্রাণিত হও, এবং কাজ করো।

হয় তুমি এখনই শুরু করবে, নয়তো তোমাকে সারাজীবন আফসোস করতে হবে! মনে রেখো, তুমি পারবে!

14/02/2025


30/12/2024

19/08/2024

“যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা।হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে
পারে।”
— — আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু)

Address

Eroiu
Jamalpur Sadar Upazila
MILONBAJAR

Alerts

Be the first to know and let us send you an email when Saliency 9003 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saliency 9003:

Share