Sumon's Team

Sumon's Team Success is No Accident!

কম টাকায় কার্ডের ঝামেলা ছাড়া ফেসবুক স্টার কিনুন! 😊👀কত স্টারের দাম কত টাকা এক নজরে দেখে নিন।যদি প্রথমবার কিনেন তবে,👉 ২৯ স...
18/09/2025

কম টাকায় কার্ডের ঝামেলা ছাড়া ফেসবুক স্টার কিনুন! 😊👀

কত স্টারের দাম কত টাকা এক নজরে দেখে নিন।

যদি প্রথমবার কিনেন তবে,
👉 ২৯ স্টার🌟 ১০০ টাকা
👉 ১৮ স্টার🌟 ১০০ টাকা
👉 ৫৫ স্টার🌟১৯০ টাকা
👉 ৮৫ স্টার🌟 ২৬০ টাকা
👉 ১৭৪ স্টার🌟৪৭৫ টাকা
👉 ২৫০ স্টার🌟৯০০ টাকা
👉 ৫৯০ স্টার🌟১৪৫০ টাকা

একবার কিনে ফেললে পরেরবার থেকে,
👉 ৪৫ স্টার🌟 ১৯০ টাকা
👉 ১৪৫ স্টার🌟৪৭৫ টাকা
👉 ৩১০ স্টার🌟৯০০ টাকা
👉 ৫৩০ স্টার🌟১৪৬০ টাকা
👉 ১২০০ স্টার🌟 ২৮৮০ টাকা
👉 ৩০০০ স্টার🌟৭১৩০ টাকা
👉 ৬৪০০ স্টার🌟১৪২৩০ টাকা

➡️ দাম কিভাবে নির্ধারণ করা হয়েছে?
ডলার রেট = ১২৩.৪৮ টাকা
১৫% VAT = ১৮.৫২ টাকা
মোট = ১৪২ টাকা
প্রতিবার কেনার জন্য চার্জ = ৫০ টাকা

❓কিনতে কি কি লাগবে?
যে আইডিতে কিনতে চান সেই
ফেসবুক আই'ডির ই'মেইল অথবা নাম্বার সাথে পা'সওয়ার্ড।

➡️ আইডি দিবো ভেগে পালাবেন না?
ট্রাস্ট করতে না পারলে নেওয়ার দরকার নেই। অন্য কোনো উপায় আপাতত নেই। 😥
পার্সনাল আইডি ছাড়া আলাদা আইডি থাকলে সেটায় নিন।

🏧 পেমেন্ট মাধ্যম?
বিকাশ, নগদ

👀 কন্টাক্ট ইনফরমেশনঃ
Website: https://oboshesh.com/shop/
Messenger: https://m.me/sumonsteam/
WhatsApp: https://wa.me/+8801902296411/

16/09/2025

আপনি কত রাত জেগে Strategy বানাইছেন, সেটা কেউ দেখবে না, কতবার Rejection খাইছেন, কেউ Count করবে না।

Skill কপি করা যায়
Template কপি করা যায়
Plan ও কপি করা যায়
- কিন্তু Passion কপি করা যায় না
- Discipline কপি করা যায় না
- Belief কপি করা যায় না
- Ethics কপি করা যায় না

15/09/2025

বাংলাদেশের ১ নাম্বার হ্যাকার দাবি করা Cyber 71 এর পেইজই হ্যাক হয়ে গেছে।

Daily Care এপ্লিকেশনের ভার্সন ১.১.০ আপলোড করলাম। ৩-৪ ঘন্টার মধ্যে এপ্রুভ হওয়ার কথা। আগের থেকে এপ সাইজ কমেছে। কোড আরো ক্ল...
15/09/2025

Daily Care এপ্লিকেশনের ভার্সন ১.১.০ আপলোড করলাম। ৩-৪ ঘন্টার মধ্যে এপ্রুভ হওয়ার কথা। আগের থেকে এপ সাইজ কমেছে। কোড আরো ক্লিন করেছি। আপনাদের বলা আগের বাগ সল্ভ করে দিয়েছি। এছাড়া আরো ফিচার এড করেছি। সাথে UI এ কাজ করেছি বিশেষ করে Sleep Mode এ।

📱 "Daily Care" App Problem:"Start Sleep" বাটনে কিল্ক করে ঘুমিয়ে গেলে সকালে উঠে দেখেন ঘুম হয়েছে মাত্র ২-৩ ঘন্টা। এদিকে Wa...
14/09/2025

📱 "Daily Care" App Problem:
"Start Sleep" বাটনে কিল্ক করে ঘুমিয়ে গেলে সকালে উঠে দেখেন ঘুম হয়েছে মাত্র ২-৩ ঘন্টা। এদিকে Wake Up বাটনের বদলে আবার Start Sleep বাটন এসেছে।

⚒ Troubleshooting:
মূলত রাত ১২ টায় এপ নতুন দিন শুরু করে। এতে রাত ১২ টায় আপনার ঘুমের ডাটা কাউন্ট করে, বাটন রিসেট করে দেয়। এটি বাদ দিয়ে ম্যানুয়াল করতে হবে।

⚙️ Update:
পরবর্তী আপডেটে এই সমস্যা সমাধান করা হবে। এছাড়া আরো কিছু বাগ সলভ করা হবে।

যারা আমাদের এপ ব্যবহার করে ফিডব্যাক দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

13/09/2025

নিয়মিত স্বপ্ন দেখছেন তো?

আমার বানানো এপটি আপনি টেস্ট করে দেখছেন তো? ☺️
13/09/2025

আমার বানানো এপটি আপনি টেস্ট করে দেখছেন তো? ☺️

আমাদের "Expense Tracker" এপের আপডেট চলে এসেছে। Version: 1.1.1 (Testing)🏷️ নতুন ফিচার:১. Sorting by Recent : রিসেন্ট সেভ ...
13/09/2025

আমাদের "Expense Tracker" এপের আপডেট চলে এসেছে।
Version: 1.1.1 (Testing)

🏷️ নতুন ফিচার:
১. Sorting by Recent : রিসেন্ট সেভ করা ডাটা সকল ডাটার উপরে থাকবে।
২. In App Update: এপের আপডেট আসলে এপের ভেতরে আপডেট করা যাবে।
৩. Update Notification: এপের নতুন ভার্সন আসলে নোটিফিকেশন পাওয়া যাবে।

আপডেট করুন কমেন্টে থাকা লিংক থেকে।
আপডেট সমস্যা হলে "Uninstall" করে আবার "Install" করুন।
ভয় পাওয়ার কিছু নেই আপনার কোনো ডাটা হারাবে না। 😇😇

12/09/2025

যার টাকা যত বেশি।
তার সম্মান তত বেশি!

12/09/2025

💰 Take Control of Your Money with Expense Tracker

Easily track your daily expense and see where your money goes. Stay organized, save more, and reach your financial goals—all in one app. 🚀

প্রতারনার দারুন কৌশল।চাহিদা বেশি না মাত্র ৩২০ টাকা!! এমাউন্টটা এমন যে অনেকে দূর গেলে ৩২০ টাকা যাবে মনে করে দিয়ে দিবে।অথচ...
10/09/2025

প্রতারনার দারুন কৌশল।
চাহিদা বেশি না মাত্র ৩২০ টাকা!!

এমাউন্টটা এমন যে অনেকে দূর গেলে ৩২০ টাকা যাবে মনে করে দিয়ে দিবে।
অথচ এটা পরিষ্কার প্রতারনা।

যার হাতে এন্ড্রয়েড ফোন আছে এবং সে ফোনে এমবি আছে তার নিশ্চয় ২/৪ টা বন্ধু বা আত্নীয়স্বজন আছে আর এই অল্প পরিমান টাকা সে তাদের থেকেই নিবে।এটা স্বাভাবিক।
কিন্তু যখন অপরিচিত কাউকে এইভাবে ম্যাসেজ করা হয় বুঝে নিতে হবে ফেইকের পাল্লায় পড়ছেন।

⚠ সাবধান এই সব চক্র থেকে।

09/09/2025

নিজের পরিক্ষার রেজাল্টের জন্যেও এতো অপেক্ষা করি না ভাই! 😐

Address

Islampur, Jamalpur
Jamalpur Sadar Upazila
2031

Alerts

Be the first to know and let us send you an email when Sumon's Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon's Team:

Share