07/02/2024
বেহায়াপনার মাস শুরু_________😪😪😪
পশ্চিমা বিশ্বের কি নিখুঁত ষড়যন্ত্র আপনি কি একটু ভেবে দেখেছে ???
একটু কষ্ট করে পোস্টটি পড়ে দেখেন,,, আমি আমার নিজের মত এর একটু ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলাম👇👇👇👇
🔲রোজ ডে ➡️ গোলাপ নিয়ে এসো,,,গার্লফ্রেন্ড খোঁজ
🔲প্রোপোজ ডে ➡️ গার্লফ্রেন্ড হিসেবে যাকে খোঁজে পেলে তাকে প্রোপোজ করো
🔲চকলেট ডে ➡️ গার্লফ্রেন্ড কে ইন্সপাইর করার জন্য তাকে চকলেট কিনে দাও
🔲টেডি ডে ➡️ গার্লফ্রেন্ড কে আরেকটুখানি পটানোর জন্য একটা টেডি কিনে দাও
🔲প্রমিজ ডে ➡️ এরপর সারাজীবন তুমি তোমার গার্লফ্রেন্ডের পাশে থাকবে বলে প্রমিজ করো
🔲হাগ ডে ➡️ প্রমিজ করার ঠিক পরেরদিনই গার্লফ্রেন্ডকে খুবই সুন্দর করে একটু হাগ করো
🔲কিস ডে ➡️ হাগ করার পরে সেই কাঙ্খিত মূহুর্তে কিছু কিস গার্লফ্রেন্ডকে উপহার দাও
🔲ভ্যালেন্সটাইন ডে ➡️ পটানো শেষ,, প্রমিজ শেষ,, হাগ শেষ,, কিস শেষ,,, এখন শুধু বেড শেয়ার বাকি,, অতএব প্রেগন্যান্ট টা করো দাও,,,,,
এভাবেই প্রতি বছরে আমাদের দেশের লক্ষ লক্ষ নারীরা প্রেগন্যান্ট হয়ে কোমলমতি শিশু বাচ্চাদের জন্ম দিয়ে কুকুরের খাবার বানিয়ে দেয়
কবে যে এই সমাজ ভালো হবে 😪😪😪