Rifat Rana

Rifat Rana আমার দঃখ বোঝার মতো কারো সময় নাই``

Râj Rîfât Râňâ (\_/)😉
Alhamdulillah good for everything
তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেরাই^^^

28/05/2025

চুপ করে সরে এসেছি,
কারণ তোমাকে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি।
যার মনেই জায়গা নেই,
তাকে জায়গা করে দিয়ে
নিজেকে আর কষ্ট দিতে ইচ্ছে করে না।

তুমি বুঝে নাওনি,আমি কিছু বলিনি-
এই না বলা কথাগুলোই
একদিন হয়তো ভেতর থেকে পোড়াবে।

তুমি ভুলে গিয়েছিলে,
ভালোবাসা শুধু পেতে নেই,
সামলাতে জানতে হয়।
তাই চলে এসেছি নীরব,
কিন্তু ভেঙে না পড়ে।

❐ চলে এসেছি, কারণ তুমি বুঝোনি
লেখক: Râj Rîfât Râňâ ✒️🗞️

বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊রাতে তিন জন যখন এক ...
27/05/2025

বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊
রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো-- তোর সাথে এই মেয়েটি কে রে ? 🤔

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ বলল- ঠিক আছে..! 😇

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল..!
এক সপ্তাহ পর...!😊

মেয়েটি ছেলেটিকে বলল --শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল-- শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না | কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব..!🙄

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো--আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি ... মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।

ইতি,
আপনার ছেলে..! 😊

এক ঘন্টা পরই বাবার জবাব এলো-- আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ....!!🙃
Plzz follow my page : Rifat Rana

27/05/2025

শোনো প্রিয়তমা..

সর্বকালের সেরা সুন্দর তুমি, তুমি চাঁদ নও তবুও চাঁদের চেয়ে জোছনা লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরন রূপে..!

প্রিয়তমা তুমি সর্বকালের শ্রেষ্ঠ সৌরভী, তুমি ফুল নয় তবুও ফুলের চেয়ে অধিক সুভাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুলে, প্রিয়তমা তুমিই আমার সর্বকালের শ্রেষ্ঠ রূপবতী..!

তুমি লাখে নয়, কোটিতে নয়, তুমি পুরো পৃথিবীতে একটাই প্রিয়তমা আমার..!!

পেইজ: Rifat Rana
কলমে: ✒️🗞️Râj Rîfât Räňã ✒️🗞️

😢😓বান্ধবী আমারে ইনভাইট দিছে আমিও খুশি মনে ইনভাইট খাইতে যাইতেছি। 😥🥲যাওয়ার সময় মনে পড়লো হঠাৎ নিমন্ত্রণ কেন দিলো?? আজকে তো ...
27/05/2025

😢😓বান্ধবী আমারে ইনভাইট দিছে আমিও খুশি মনে ইনভাইট খাইতে যাইতেছি। 😥🥲
যাওয়ার সময় মনে পড়লো হঠাৎ নিমন্ত্রণ কেন দিলো??
আজকে তো ওর জন্মদিন না।
গিয়ে যদি দেখি অন্য কোনো অনুষ্ঠানে তাহলে গিফ্ট ছাড়া গেলে মান সম্মান যাবো 🥲

বান্ধবীরে ফোন দিলাম জিজ্ঞেস করতে যে কিসের ইনভাইট করলি? বিশ্বাস করেন ভাই আমার বান্ধবী যা কইলো আমার নিমন্ত্রণ খাওয়ার স্বাদ মিটা গেছে।
ওর আব্বু নাকি ১৫ জন ফকির খাওয়াবো এখন এক জন ফকির কম পরছে তাই আমাকে যাইতে বলছে!🙂💔
Follow👉Rifat Rana

যারা যারা বরবাদ মুভিটি দেখতে চান তারা তারা আমার Profaile  এ নক দেন...!!❤️🥰Full HD MOVIE dibo....❤️🥰Profile a nok den ❤️🥰
02/05/2025

যারা যারা বরবাদ মুভিটি দেখতে চান তারা তারা আমার Profaile এ নক দেন...!!❤️🥰
Full HD MOVIE dibo....❤️🥰
Profile a nok den ❤️🥰

ভালো থাকবেন প্রিয় মানুষ! ভালোবাসতে এসে ছিলাম; ফিরে যাচ্ছি চোখভর্তি অশ্রু নিয়ে, মাথাভর্তি দুঃস্মৃতি আর হৃদয়ভর্তি বেদনা নি...
13/02/2025

ভালো থাকবেন প্রিয় মানুষ! ভালোবাসতে এসে ছিলাম; ফিরে যাচ্ছি চোখভর্তি অশ্রু নিয়ে, মাথাভর্তি দুঃস্মৃতি আর হৃদয়ভর্তি বেদনা নিয়ে।😢💔

ওপারে তো নেটওয়ার্ক থাকে না, তাই হয়তো মা কল ধরেনা 😅💔
09/02/2025

ওপারে তো নেটওয়ার্ক থাকে না, তাই হয়তো মা কল
ধরেনা 😅💔

🌺__মানুষ প্রেমে পড়ে বারে বার....... ☺️❤️😫__কিন্তু মায়ায় পড়ে এক বার....... 😅❤️‍🩹
08/02/2025

🌺__মানুষ প্রেমে পড়ে বারে বার....... ☺️❤️

😫__কিন্তু মায়ায় পড়ে এক বার....... 😅❤️‍🩹

30/01/2025

- ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার সৌভাগ্য সবার হোক..!!🥰🖤🥀

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category