17/10/2025
আজ পর্যন্ত দেশের কোথায় দেখলাম না বড় ধরনের কোন অগ্নিকাণ্ডে ২/১ঘন্টার পরে মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে; কোথায় আগুন লাগা মানেই যেন অসংখ্য লা*শ আর পুরো বিল্ডিং ধংষ, উন্নত দেশের মত নাই কোন উন্নত প্রযুক্তি নাই প্রশিক্ষণ।
অনেক সময় তো ফায়ার ফাইটাররা আগুন নিভানো বাদ দিয়ে ভিডিও করে, তারপর ১০/১৫ ঘন্টা পর নিউজ আসে ফায়ার ফাইটারের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার ১০/১৫ ঘন্টা পর সেখানে নিয়ন্ত্রণ করার আর কি থাকে?
নিচে ঘটনা টা আজকের বিকেলে আগুম লাগছে চট্টগ্রাম ইপিজেড এ আগুন এখনো নিয়ন্ত্রণে আসে নাই।