
10/08/2025
ীবন_হাজারো_কষ্ট; রোহিঙ্গা শরণার্থীদের কথা
বঙ্গোপসাগরের তীরে আমাদের দেশ, বাংলাদেশ। এই সবুজ ভূমিতে আজ আশ্রয় খুঁজেছে হাজারো রোহিঙ্গা পরিবার। ওরা শরণার্থী, ওদের পরিচয় এখন কেবলই এই শব্দে সীমাবদ্ধ। কিন্তু ওরা তো শুধু শরণার্থী নয়, ওরা বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে। ওদেরও ছিল সাজানো সংসার, ছিল সোনালী স্বপ্ন।
অগ্নি ও হিংসার মুখে নিজেদের ভিটামাটি ছেড়ে ওরা ছুটে এসেছে এক নতুন জীবনের খোঁজে। এই দীর্ঘ পথচলায় কত আপনজন হারিয়েছে, কত প্রিয় স্মৃতি বিলীন হয়েছে, তার হিসাব কেবল তাদের অন্তরেই লুকানো। কক্সবাজারের কুতুপালং বা বালুখালীর শরণার্থী শিবিরগুলো এখন তাদের ঠিকানা। বাঁশের খুঁটি আর পলিথিনের ছাউনিতে গড়া ছোট্ট একটি ঘরই এখন তাদের পৃথিবী।
আমরা হয়তো তাদের প্রতিদিনকার কষ্টগুলো দেখতে পাই না। কিন্তু একটু চোখ বন্ধ করলেই অনুভব করা যায়, কতটা অসহায়ত্ব নিয়ে প্রতিটি দিন কাটে তাদের। অনিশ্চিত ভবিষ্যৎ আর অজানা আশঙ্কার মাঝেই তাদের শিশুরা বেড়ে উঠছে। এই শিশুরা কি কখনো নিজেদের আসল ভিটেমাটি দেখতে পাবে?
আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। কেবল খাদ্য বা আশ্রয় দিয়ে নয়, বরং সহানুভূতি আর ভালোবাসা দিয়ে। মনে রাখি, তারাও মানুষ। তাদেরও অধিকার আছে শান্তিতে বাঁচার, ভালোবাসার উষ্ণতায় থাকার। আমাদের একটু সহানুভূতি হয়তো তাদের হৃদয়ের ক্ষতগুলো কিছুটা হলেও সারিয়ে তুলতে পারে।
#রোহিঙ্গা #শরণার্থী #সহানুভূতি #মানবতা #বাংলাদেশ