29/10/2025
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ খ্রিষ্টাব্দের এপ্রিলের শেষে শুরু হতে পারে। বিভাগ বিভাজন ফিরিয়ে এনে যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং মাঝখানে শিক্ষার্থীদের পড়াশোনায় একটা ঘাটতি ছিল, তাই কিছুটা দেরি হতে পারে বলে জানা গেছে। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনটাও মাথায় রেখেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। নতুন সিলেবাসে এসএসসি শুরু হতে পারে এপ্রিলের শেষে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরুতে বিলম্ব হচ্ছে কিনা, প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার।