Kanon RannaGhor

Kanon RannaGhor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanon RannaGhor, Digital creator, Jamalpur Sadar Upazila.

আসসালামু আলাইকুম বন্ধু 🥰আমার পেজে ঘুরতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ❤️ আপনাদের জন্যই ভিডিও বানাই তাই আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে 💝
চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
Link: https://www.youtube.com/channel/UCTUTXV12qTWGmY3bl5ZFYfg?view_as=

05/08/2025

সূরা ইয়াসিনের গোপন আয়াত

'সালামুন কাওলাম মীর রাব্বির বাহিম

রাতে ঘুমানোর আগে এই ছোট আয়াত ৪১ বার পাঠ করে ঘুমালে তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না।

অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। দোয়া কবুলের অন্যতম মাধ্যম নামাজ ❤️

05/08/2025

কচুর বড়া রেসিপি
#বড়া #রেসিপি

05/08/2025

ইবাদত কবুল হওয়ার দোয়া

'রাব্বানা আতিনা ফিদ্দুনিইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান্নার ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইর খালকিহী মুহাম্মাদিও ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন বিরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন'

নামাজ শেষে মোনাজাতে এই দোয়াটি পাঠ করবেন

নারিকেল কুড়ানো হলে ছোট পলিতে কার ডিপে রেখে ৬ মাসের বেশি সংরক্ষণ করা যায়।
04/08/2025

নারিকেল কুড়ানো হলে ছোট পলিতে কার ডিপে রেখে ৬ মাসের বেশি সংরক্ষণ করা যায়।

প্রেশার কুকারে মাংস রান্না করাল মাংসের স্বাদ কিছুটা কমে যায় তাই মাংস রান্নার জন্য মশলা প্রথমেৎকষিয়ে নিয়ে তারপর মাংস দেওয়...
04/08/2025

প্রেশার কুকারে মাংস রান্না করাল মাংসের স্বাদ কিছুটা কমে যায় তাই মাংস রান্নার জন্য মশলা প্রথমেৎকষিয়ে নিয়ে তারপর মাংস দেওয়ার পর কুকারের ঢাকনা দিয়ে রান্না করুন মাংসের স্বাদ অটুট থাকাব।

১ চা-চামচ ময়দা বা চালের গুঁড়া সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন তরকারিতে ঝোল ঘন হবে, স্বাদও ভালো হবে
04/08/2025

১ চা-চামচ ময়দা বা চালের গুঁড়া সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন তরকারিতে ঝোল ঘন হবে, স্বাদও ভালো হবে

04/08/2025

৫টি সংক্ষিপ্ত দরুদ

১. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

২. আছ ছালাতু আস সালামু আলা রাসূলিল্লাহ

৩. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ

৪. আল্লাহুম্মা ছাল্লি আলা মোহাম্মদ 13K আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ

৫. আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ.

ডিমের বড়া
03/08/2025

ডিমের বড়া

জীবন জীবন যুদ্ধে আমরা বারবার হেরে যায় | কেউ খুব কম যুদ্ধ করে জিতে যায়,আবার কেউ অনেক যুদ্ধ করার পরে জিতে যাওয়ার সুখটা ...
03/08/2025

জীবন জীবন যুদ্ধে আমরা বারবার হেরে যায় | কেউ খুব কম যুদ্ধ করে জিতে যায়,আবার কেউ অনেক যুদ্ধ করার পরে জিতে যাওয়ার সুখটা পায়।কিন্তু কথা হলো,জিততে হলে হারতে হবে, আর হারতে চাইলে যুদ্ধ করতে হবে।

03/08/2025

যাদের মৃত্যু হবে ঈমানের সাথে ❤️

১. নিয়মিত তওবা করা 🤲

২. পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া

৩. "লা ইলাহা ইল্লাল্লাহ" জিকিরে অভ্যস্ত হওয়া।

৪. অন্তরে হালাল-হারামের ভয় রাখা (তাকওয়া অবলম্বন করা)

৫. মাতা-পিতার খেদমত করা ও তাদের দোয়া পাওয়া।

৬. আল্লাহর রাস্তায় দান-সদকা করা।

৭. সুন্দর চরিত্র গঠন করা।

📜 আয়নায় দেখা এক টুকরো প্রেম আমারআজ অনেক দিন পর আয়নার সামনে বসেছিলাম। সাজগোজ করিনি, তবুও কেমন একটা আবেশ ছুঁয়ে যাচ্ছিল নিজ...
02/08/2025

📜 আয়নায় দেখা এক টুকরো প্রেম আমার

আজ অনেক দিন পর আয়নার সামনে বসেছিলাম। সাজগোজ করিনি, তবুও কেমন একটা আবেশ ছুঁয়ে যাচ্ছিল নিজের কাছেই । হঠাৎ আয়নার প্রতিচ্ছবিতে চোখে পড়ল কানের দুলটা তোমার পছন্দের, তুমি কিনে দিয়েছিলে।

সেদিন তুমি বলেছিলে,
“তোমার কানে এই দুলটা এমনভাবে দুলবে, যেন আমি প্রতিটা মুহূর্তে পাশে আছি।”
আজ তোমার কথাটাই ফিরে ফিরে আসছে।

আয়নার ভেতরে আমি যেন নিজেকে নয়, আমাদের স্মৃতিগুলো দেখছিলাম।
সেই হাঁটতে হাঁটতে হাত ধরে গল্প বলা সন্ধ্যাগুলো,
অকারণে অভিমান করে চুপ করে থাকা দুপুরগুলো,
আর রাতভর তোমার ভালোবাসায় ভেজা বার্তাগুলো।

তুমি নেই, তবু তুমি আছো —
এই দুলে, এই আয়নায়, আর আমার প্রতিটি নিঃশ্বাসে।
ভালোবাসা ঠিক এমনই হয়… চলে যায় মানুষ, থেকে যায় অনুভব।

❤️ ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার প্রতিচ্ছবি আয়নাতেও হারায় না..."

#গল্প

02/08/2025

❤️এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে❤️

আল্লাহ বলেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর?? না। আমি আল্লাহ...!!

আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি ফিরে আসবে। তুমি বার বার, বার বার, হাজার বার, লক্ষ বার পথভ্রষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ...!!

আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার। তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবা, আমি লক্ষ্ম বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো। আমি আল্লাহ। তোমার সৃষ্টিকর্তা 💕

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanon RannaGhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share