02/08/2025
📜 আয়নায় দেখা এক টুকরো প্রেম আমার
আজ অনেক দিন পর আয়নার সামনে বসেছিলাম। সাজগোজ করিনি, তবুও কেমন একটা আবেশ ছুঁয়ে যাচ্ছিল নিজের কাছেই । হঠাৎ আয়নার প্রতিচ্ছবিতে চোখে পড়ল কানের দুলটা তোমার পছন্দের, তুমি কিনে দিয়েছিলে।
সেদিন তুমি বলেছিলে,
“তোমার কানে এই দুলটা এমনভাবে দুলবে, যেন আমি প্রতিটা মুহূর্তে পাশে আছি।”
আজ তোমার কথাটাই ফিরে ফিরে আসছে।
আয়নার ভেতরে আমি যেন নিজেকে নয়, আমাদের স্মৃতিগুলো দেখছিলাম।
সেই হাঁটতে হাঁটতে হাত ধরে গল্প বলা সন্ধ্যাগুলো,
অকারণে অভিমান করে চুপ করে থাকা দুপুরগুলো,
আর রাতভর তোমার ভালোবাসায় ভেজা বার্তাগুলো।
তুমি নেই, তবু তুমি আছো —
এই দুলে, এই আয়নায়, আর আমার প্রতিটি নিঃশ্বাসে।
ভালোবাসা ঠিক এমনই হয়… চলে যায় মানুষ, থেকে যায় অনুভব।
❤️ ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার প্রতিচ্ছবি আয়নাতেও হারায় না..."
#গল্প