Kanon RannaGhor

Kanon RannaGhor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanon RannaGhor, Digital creator, Jamalpur Sadar Upazila.

আসসালামু আলাইকুম বন্ধু 🥰আমার পেজে ঘুরতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ❤️ আপনাদের জন্যই ভিডিও বানাই তাই আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে 💝
চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
Link: https://www.youtube.com/channel/UCTUTXV12qTWGmY3bl5ZFYfg?view_as=

11/09/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? সবার জন্য অনেক দোয়া আর ভালবাসা রইল মনেই গভীর থেকে ❤️ আল্লাহ সবার মনের আশা পূরণ করুন। ভালো থাকবেন সবাই,শুভরাত্রি আল্লাহ হাফেজ

❤️❤️
11/09/2025

❤️❤️

পিতা-মাতা ও সকল মুমিনের জন্য দোয়াকুরআনুল কারিমে এসেছে-আরবি:رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَق...
11/09/2025

পিতা-মাতা ও সকল মুমিনের জন্য দোয়া

কুরআনুল কারিমে এসেছে-

আরবি:

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ (তালফিজ):

রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

অর্থ:

"হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং সকল মুমিনকে ক্ষমা করুন, সেদিন যখন হিসাব কায়েম হবে।”

সূরা ইবরাহিম: ৪১

দিনে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ুন।

নিজের জন্য, পিতামাতার জন্য এবং সব মুমিন ভাই-বোনের জন্য মাগফিরাত কামনা করুন।

#দোআ #দোয়া

নবজাতকের জন্য তাহনিক করারসুন্নততাহনিক করার পদ্ধতি১ প্রথমে খেজুর নিয়ে তা ভালোভাবে চিবিয়ে নরম করতে হবে বা পেস্ট বানাতে হবে...
10/09/2025

নবজাতকের জন্য তাহনিক করার

সুন্নত

তাহনিক করার পদ্ধতি

১ প্রথমে খেজুর নিয়ে তা ভালোভাবে চিবিয়ে নরম করতে হবে বা পেস্ট বানাতে হবে।

২ তারপর সেই খেজুর থেকে অল্প অংশ নবজাতকের তালু/মাড়িতে হালকা করে ঘষে দিতে হবে।

৩ খেজুর না পেলে অন্য কিছু দেওয়া জরুরি নয়। শুধু খেজুরই উত্তম।

৪ কোনো নেককার ও ধার্মিক ব্যক্তির মাধ্যমে তাহনিক করানো মুস্তাহাব।

* তাহনিক করার উপকারিতা

নবজাতকের জন্য বরকত ও সুন্নতের আমল।

মুখ ও হজম প্রক্রিয়ার জন্য উপকারী।

নবজাতকের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণের দোয়া।

তাই নবজাতকের জন্মের পর তাহনিক করানো একটি মুবারক সুন্নত।

#তাহনিক #শিশু

ভালোবাসা হলো WiFi-এর মতো...কানেকশন ঠিক থাকলে সবই মিষ্টি লাগে, আর কানেকশন কেটে গেলে "Password দাও না প্লিজ!" অবস্থায় চলে ...
09/09/2025

ভালোবাসা হলো WiFi-এর মতো...

কানেকশন ঠিক থাকলে সবই মিষ্টি লাগে, আর কানেকশন কেটে গেলে "Password দাও না প্লিজ!" অবস্থায় চলে যায়!

মেথির উপকারিতা ও সতর্কতাউপকারিতা:রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করেহজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়চুল ও ত্বকের যত্নে...
09/09/2025

মেথির উপকারিতা ও সতর্কতা

উপকারিতা:

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে

হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়

চুল ও ত্বকের যত্নে উপকারী

বুকের দুধ বাড়াতে সহায়ক

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

সতর্কতা:

* অতিরিক্ত খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা গ্যাস হতে পারে

X গর্ভবতী নারীরা নিয়মিত মেথি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন

* যাদের রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ চলছে, তারা সাবধানে খাবেন

মনে রাখবেন: মেথি একটি ভেষজ, এটি কোনো রোগের বিকল্প চিকিৎসা নয়।
#মেথি

আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়।আল্লাহ সবার দোয়া কবুল করেন আমিন।
09/09/2025

আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়।

আল্লাহ সবার দোয়া কবুল করেন আমিন।

অভাব দূর করার দোয়াআরবি:لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُউচ্চারণ (বাংলায়):লা-ইলাহা ইল্লাল্লাহুল মাল...
09/09/2025

অভাব দূর করার দোয়া

আরবি:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ

উচ্চারণ (বাংলায়):

লা-ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবীন

অর্থ:

"আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি হচ্ছেন সত্যিকার মালিক, প্রকাশ্য সত্য।"

কাজ সহজ হওয়ার দোয়া

আরবি:

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيتُ

উচ্চারণ (বাংলায়):

ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়ূমু বিরাহমাতিকা আস্তাগীছ

অর্থ:

"হে চিরঞ্জীব, হে সর্বাবলম্বী! আমি তোমার রহমতের সাহায্য চাই।”

এই দোয়াগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ অভাব

দূর হবে এবং কাজ সহজ হবে।

আর একটা কথা ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই টাইম মত পড়তে হবে। কারণ নামাজ দোয়া কবুলের মাধ্যম
#দোয়া #সুরা

যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে, সে আমার কেউ না!Good night
08/09/2025

যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে, সে আমার কেউ না!
Good night

08/09/2025

একদম জিভে জল আনা জাম্বুরা ভর্তা রেসিপি | Jambura makha | জাম্বুরা মাখা #জাম্বুরা

তাশাহুদ (আত্তাহিয়াতউচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়...
08/09/2025

তাশাহুদ (আত্তাহিয়াত

উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-

সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

আবদুহু ওয়া রাসুলুহু।
#দোয়া #দোআ

ভালবাসলে তাকে মুক্ত করে দাও যে তোমার সে ঠিক তোমার কাছেই ফিরে আসবে Good night all friend 💞💞
07/09/2025

ভালবাসলে তাকে মুক্ত করে দাও যে তোমার সে ঠিক তোমার কাছেই ফিরে আসবে
Good night all friend 💞💞

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanon RannaGhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share