Md.Sohel Rana

Md.Sohel Rana Madergonj.jamalpur
(2)

17/05/2025
প্রিয় মানুষের দেওয়া গিফট।
16/05/2025

প্রিয় মানুষের দেওয়া গিফট।

04/05/2025

আজ থেকে শুরু হতে যাচ্ছে টানা ৩০ তম ব্যাচ – বিনামূল্যে উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা

আজ আরেকটি মাইলস্টোন হতে যাচ্ছে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের – চলছে টানা ২৬৭৮ দিন অনলাইন প্রশিক্ষণ ৩০ টা ব্যাচে – এটা একটা বিশ্ব রেকর্ড।

গত ৭ বছর ৫ মাসে ধারাবাহিক ভাবে দেশের ও প্রবাসের ২১ লাখ তরুণ-তরুণীদের বিনামূল্য উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ্‌।

৩০ তম ব্যাচে সবাইকে স্বাগত !

প্রতিদিন ক্লাস ও প্রতিদিন শেখা

“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন একটি “উদ্যোক্তা তৈরির কারখানা”।
এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, ১৭টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশীপ ও ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্লাটফর্ম।

এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ গুলো দেয়া হয়।

বাংলাদেশের ৬৪ জেলায়, ৪৯২ টি উপজেলায় ও ৫০ টি দেশের প্রায় ২.১ মিলিয়ন তরুণ-তরুণীদের প্লাটফর্ম "নিজের বলার মত একটা গল্প" টানা ৯০ দিনের উদ্যোক্তা বিষয়ক অনলাইন কর্মশালা।

“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” কেন এটা অনন্য ও ব্যতিক্রম এবং সবার চাইতে আলাদা?
১। এটা নিঃস্বার্থভাবে দেশের জন্য আমার একটা কাজ, দেশের বেকারত্ব দূর করতে ও তরুণ- তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন”
২। “প্রতিদিন” উদ্যোক্তা, দক্ষতা ও মূল্যবোধ বিষয়ে ৪৬০ টা কন্টেন্ট দিয়ে টানা ৯০ দিনের এক একটা ব্যাচে ‘বিনামূল্য” এ প্রশিক্ষণ দেয়া হয় এখানে – যা বাংলাদেশে আর কোথাও হয় না।
৩। গত ২৬৭৮ দিনে ১ দিনের জন্যও এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ছিল না – এটা একটা বিশ্ব রেকর্ড!
৪। গত ৭ বছর ৪ মাসে ২৯ টা ব্যাচে ২১ লাখ তরুণদের প্রশিক্ষণ দিয়েছি এবং কোন ফি ছাড়া অর্থাৎ বিনামূল্যে – এটা বাংলাদেশে এর আগে কেউ করেনি।
৫। দেশের ৬৪ জেলায়, ঢাকা ও চট্রগ্রামের ১৬ টা জোনে ও ৩২ টি দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশান চর্চা ক্লাস হয়, যা বাংলাদেশে আর কোথাও হয় না।
৬। দেশের ৬৪ জেলায়, ৩২ টা দেশে ও ৪৯২ টি উপজেলায় আমাদের ৫০০০ দায়িত্বশীল সাংগঠনিক টীম আছে।
৭। উদ্যোক্তা হবার পর তাঁদের সেল বাড়ানোর জন্য আমাদের প্লাটফর্মে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার ১২ ঘণ্টার অনলাইন হাট বসে, যেখানে প্রতি মাসে প্রায় কোটি টাকা সেল হয়, যার জন্য উদ্যোক্তাদের ১ টাকাও মার্কেটিং খরচ করতে হয় না।

এখানে শিখানো ও দক্ষতা উন্নয়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয় এবং পুরো ৯০ দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটি হয় বিনামূল্য অর্থাৎ কোন ফি ছাড়া।

এই প্লাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণ-তরুণীদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত প্রায় ৭ বছর ৫ মাসে এখন ২১ লাখ। আমি নিজেও ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইটি উদ্যোক্তা। এই ফাউন্ডেশান এখন বাংলাদেশের সম্পদ।

আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে।

প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪৬০ টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এই প্রশিক্ষণ নেয়ার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সময় ব্যয় করেই ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণী। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরীতে ভালো করছেন, চাকরী করেও পার্টটাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্রবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তাঁরা।

শুধু তাই নয়, বদলে গেছে এই সব তরুণদের জীবন – তাঁরা এখন এক একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী ও মানবিক মানুষ। প্রতিদিন সেশান চর্চা ও প্রতি মাসে ৬৪ জেলায় ও ৫০ টি দেশে অনলাইন ও প্রতি ৩ মাসে অফলাইন মিটআপের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক, পার্সোনাল ব্র্যান্ডিং, সেলস হাব ও নেটওয়ার্কিং।

ইতিমধ্যে সারা দেশে প্রায় ৬১০০ অনলাইন ও অফলাইন মিটআপ, উদ্যোক্তা সম্মেলন, ভলান্টিয়ার সম্মেলন ও ৫০০০ উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় উদ্যোক্তা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৩ বার।

“চাকরী করবো না চাকরী দেবো” – এই ব্রত সামনে রেখে গত টানা ২৬৭৮ দিন ধরে চলছে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ২৬৭৮ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।

৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কিভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বাঁচে থাকতে হয়, কিভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।

প্রায় ১ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন তাঁরা আবার শুরু করেছেন, যারা আগে শুরু করা বিজনেসে ভাল করছিলেন না তাঁরা এখন আলোর মুখ দেখতে শুরু করেছেন এবং অনেকে ভেবেছিলেন জীবনে চাকরী করা ছাড়া তাঁকে দিয়ে আর কিছু সম্ভব নয়, তিনিও চাকরী ছেড়ে উদ্যোক্তা হবার কথা ভাবছেন, কেউ কেউ শুরু করে দিয়েছেন।

যে কোন বয়সে যে উদ্যোক্তা হওয়া যায় ও ব্যবসা শুরু করা যায় – এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন।

যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।

আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।

পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইন ও অফলাইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য আমার একটা সামাজিক কাজ।

তরুণদের এই প্লাটফর্মটি তাঁদের জন্য ছেড়ে দিয়েছি। তাঁদেরকে যুক্ত রেখেছি তাঁদের ৯০ দিনের এক একটা ব্যাচ শেষ হবার পরও। কারণ শুরু করা অনেক সহজ কিন্তু বিজনেস ধরে রাখা অনেক কঠিন।
তারা তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছে, বিজ্ঞাপন দিচ্ছে, একে অন্যের ক্রেতা/বিক্রেতা হচ্ছে, একে অন্যের বিজনেস পার্টনার হচ্ছেন, হচ্ছেন বন্ধু। খুব সহজেই তাঁদের সেল বেড়ে যাচ্ছে "সাপ্তাহিক অনলাইন হাট" এর মাধ্যমে। চলছে ব্যাপক নেটওয়ার্কিং কার্যক্রম।

৫টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প”
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায়, ৪৯২ টি উপজেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১৭টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। “বেকার থাকবো না একদিনও” এই শ্লোগানকে ধারণ করে দেশের ১০০০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে প্রতিটি ক্যাম্পাসে “উদ্যোক্তা ক্লাব” গঠনের মধ্য দিয়ে।
৪। ভলান্টিয়ারিং শেখা ও চর্চা এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম
৫। এই বিশাল নেটওয়ার্কে একজনের সাথে অন্য জনের ম্যাচ মাকিং করে দেয়া, যাতে ইনভেস্টর পেতে পারে, পার্টনার হতে পারে, সেল পেতে পারে ও সম্পর্ক তৈরি করতে পারে।

এই কর্মশালার মধ্য দিয়ে সবাই উদ্যোক্তা হবে না, তবে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে এই ২১ লাখ তরুণদের সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পেয়েছে এবং শুরু হয়েছে বদলে যাওয়া একজন মানুষ।

সবাইকে অনুরুধ করছি আপনারা আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে নিন।

জীবনে বলার মত একটা গল্প থাকা দরকার।

#উদ্যোক্তা

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

03/05/2025

সেশান ১০১
ব্যাচ ৩০

১। একজন মানুষ হিসেবে নিজের ৪ টা গুণের কথা লিখুন ঃ
১।
২।
৩।
৪।
ধরুন আপনি লিখলেন
“আমি একজন ভালোমানুষ” – এবার চোখ বন্ধ করে নিজের সাথে কথা বলেন
আপনি কারো কোন ক্ষতি করেছেন?
আপনি মানুষের পারলে উপকার করেন?
আপনি মানুষকে সম্মান করেন?
আপনি কাউকে ঠকিয়েছেন?
এই সব প্রশ্নের উত্তর কোন টা ‘হ্যাঁ’ হতে পারে আবার কোনোটা ‘না’ তবে একজন আমরা তো ১০০% পারফেক্ট না, কিছু কিছু ছোট ছোট ভুল ও অন্যায় হয়ে যেতে পারে। তার জন্য আপনি কি অনুতপ্ত? যদি অনুতপ্ত হউন এবং তা সংশোধন করতে চাইন - তবে আপনি একজন ভালোমানুষ।

ভালোমানুষ হলে খুশী থাকা যায়, আনন্দে থাকা যায়, ফুরফুরে থাকা যায়। ভালোমানুষ সেই যে

- যে নিজেকে সুন্দর রাখে এবং যে অন্যকে ভাল রাখে, অন্যের ভালো দেখলে খুশী হয়।
- যে সবসময় পজিটিভ চিন্তা করে, নেগেটিভিটি যাকে স্পর্শ করে না।
- যে সততার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং কমিটমেন্ট ঠিক রাখে।
- যে কখনো অন্যের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় না। যে অন্যদেরকে সম্মানের চোখে দেখে, বিশেষ করে নারীদেরকে।
- যে মানুষের উপকার করতে ভালবাসে, উপকার করতে না পারলে নীরব থাকে কিন্তু কখনো কারো ক্ষতি করে না
- যে কখনো নিজে একা বড় হবার চিন্তা করে না, সবাইকে নিয়ে একসাথে থাকার যোগ্যতা রাখে।
- যার মাঝে পারিবারিক এবং সামাজিক কিছু দায়িত্ববোধ আছে।

আপনি লিখলেন ‘আমি একজন পজিটিভ মানুষ”
জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই। যত পজিটিভ থাকবেন, তত স্পোর্টি হবেন এবং তত কাজের গত বাড়বে। নেগেটিভিটি শুধুই নেগেটিভের জন্ম দেয়। আপনি যত নেগেটিভ ভাববেন তত বেশী নেগেটিভ জিনিস আপনার সামনে এসে দাঁড়াবে বার বার। আপনার মন খারাপ করে দেবে ও কাজের গতি কমাবে। এগিয়ে যেতে হলে ও ভালো থাকতে হলে আপনাকে পজিটিভ ই হতে হবে।

আপনি লিখলেন “আমি একজন পরিশ্রমী মানুষ ও যে কোন কাজে লেগে থাকা মানুষ”
সফল হতে হলে এটার কোন বিকল্প নেই।
তবে উপরের এই গুণ গুলো থাকা দরকার সফল হতে হলে, ভালো থাকতে হলে ও সুখী হতে হলে। এই গুলো নিয়ে শুরু করুন নিজের সাথে কথা বলা ও বোঝাপড়া।

এবার আপনার ৪ টা দোষের কথা লিখুন (নিজের ডাইরিতে) ঃ
১।
২।
৩।
৪।
এবার পরের সেশান গুলো পড়তে থাকুন ও তা চর্চা করুন, আপনার এই খারাপ দিক গুলো আর থাকবে না।

- ইকবাল বাহার

#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

16/02/2024
21/09/2023
02/08/2023

আমি এগিয়ে যাবো আপনার
সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার
সহযোগিতায়
Follow back to back
Follow deya Done Lekhun.

Thanks

26/07/2023
12/07/2023

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801957321852

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sohel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share