Jakiul islam-জাকিউল ইসলাম

Jakiul islam-জাকিউল ইসলাম পৃথিবীটা রঙ্গ মঞ্চ
আমরা সবাই অভিনেতা🤠🤠🤠

New video,,,
25/04/2022

New video,,,

21/04/2022

ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়িকরা কি ভাবে কাস্টমারদের মুরগী বানায়,,,

20/04/2022

যমুনা নদীর রুপ,,,

17/04/2022

কাঁচা বাদাম,,,,

16/04/2022

নিরব অনুভূতি,,, 🤠🤠

15/04/2022

গরিবের সি বিচ,,

prom: video

Memorable photos collection,,,
13/04/2022

Memorable photos collection,,,

মন টানে সেই ছেলেবেলার দুষ্ট দুষ্টি কর্যকলাইচ্ছে হলে যেমন তেমন আমার  জীবন  চলা,,,~জাকিউল ইসলাম
12/04/2022

মন টানে সেই ছেলেবেলার দুষ্ট দুষ্টি কর্যকলা
ইচ্ছে হলে যেমন তেমন আমার জীবন চলা,,,

~জাকিউল ইসলাম

অজানাকে জানার জন্য অদেখাকে দেখার জন্য মন খুব ব্যাকুল,, ,,
08/04/2022

অজানাকে জানার জন্য
অদেখাকে দেখার জন্য
মন খুব ব্যাকুল,, ,,

04/04/2022

গ্রামের ছেলেমেয়ে তো গ্রামেই মন টানে
শহরে থাকলেও হাতছানি দিয়ে ডাকে,,
প্রকৃতির মাঝে হাঁটতে, নদীর তীরে বসে থাকতে, আর কত কি,,,

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না,কোলাহল করি সারা দিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশচুপ,,আপনার মনে পুড়িব এক...
30/03/2022

তোমাদের পানে চাহিয়া বন্ধু
আর আমি জাগিব না,
কোলাহল করি সারা দিন মান
কারো ধ্যান ভাঙিব না।

নিশ্চল নিশচুপ,,
আপনার মনে
পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।,,,

প্রকৃতিতে হাঁটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু,,
27/03/2022

প্রকৃতিতে হাঁটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু,,

27/03/2022

চলো প্রকৃতি দেখি,,,

27/03/2022

জেগেছিল বাঙালী দুর্বার গতিতে
জোয়ান বৃদ্ধ জনতারা,
যত লাঞ্ছনা আর অবহেলা
মৃত্যুর সাথে পান্জা লড়া।

যারা ছিনিয়ে এনেছিল
বাঙালী জাতির স্বাধীনতা,
দিকে দিকে ফুল ফুটে কি
তাদের তরে মম স্মৃতি পাতা।,,

~ জাকিউল ইসলাম

জামালপুর এক্সপ্রেস,, জামালপুর থেকে জয়দেবপুর  🛣️🛣️
24/03/2022

জামালপুর এক্সপ্রেস,,
জামালপুর থেকে জয়দেবপুর 🛣️🛣️

20/03/2022

স্বপ্ন গুলো কি চুরি হয় বা ঝরে পড়ে,,,

20/03/2022

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ

12/03/2022

আল্লাহ আকবার,,

সিলেট জাফলং,,,
12/03/2022

সিলেট জাফলং,,,

না বুঝার শোকে ছবি রংহীন,  রুপরস অকালে ঝরা পাতা মলিন ,,,,~ জাকিউল ইসলাম
09/03/2022

না বুঝার শোকে ছবি রংহীন,
রুপরস অকালে ঝরা পাতা মলিন ,,,,

~ জাকিউল ইসলাম

09/03/2022
"৮ এ মার্চ  বিশ্ব নারী দিবস "আজ  আমি বাসায় বসে আছি আর আমার স্ত্রী অফিসে,,   বাসায় বসে আছি তো ভাত, তরিতরকারি রান্না করা য...
08/03/2022

"৮ এ মার্চ বিশ্ব নারী দিবস "

আজ আমি বাসায় বসে আছি আর
আমার স্ত্রী অফিসে,,
বাসায় বসে আছি তো ভাত, তরিতরকারি রান্না করা যেতে পারে?
একটু চিন্তা করলাম?
বাসার অন্য মহিলারা কি জানি বলে? বা পুরুষরাও মাগে ভারু বলে না'কি!
এমন হেজিটেশনে আছি।
যে যেটা বলুক আজ আমি ভাত, তরিতরকারি ও বাসার সকল খুটিনাটি কাজগুলো করব?
যাই,,
আর চিন্তা না করে কাজ করি,,
রান্না শুরু করছি
প্রথমে চাউল গুলো ভালো ভাবে পরিষ্কার করে গ্যাসের চুলায় রান্না বসালাম।
পানি কতটুকু দিতে হয় তাও জানি না?
এক পর্যায়ে পানি ফেন হয়ে পাতিল থেকে পড়তে শুরু করল তার পর চুলায় জ্বাল একটু কমিয়ে দিলাম,
কখন যে ভাত হয়েছে তা টের পায়লাম না।
পাশের রুমগুলো থেকে নারী, পুরুষ বের হয়ে দেখতেছে বাসায় কি আগুন লেগেছে,,
ধোঁয়াশে গন্ধ,,
তারা সবাই বলা বলি করছে ভাত পুড়ে ছাই হয়ে গেল!
আমি টের পায় নি
হয়ত পাশ দিয়ে কোন খুকা সুগন্ধি জাতীয় খাবার খেয়ে যাচ্ছে তার ঘ্রাণ পাচ্ছি।
কিন্তু না তারা বলছে এটা ভাত পুড়া গন্ধ,,
এই ভাবে নিরানন্দে মনোক্ষুণ্ণ করে ভাত টুকু রান্না সেরে ফেলা হলো।
এবার তরকারি রান্না করার পালা
আলু, বেগুন আর মোরগির মাংস দিয়ে তরকারি রান্না করব,,
আমার দৃষ্টি সব কিছু সঠিক ভাবে তরকারি রান্না করার উপাদান দিয়ে রান্না করা হলো।
তরকারি দেখতে অনেটা ভালো মনে হলো
একটু চাহিয়া দেখব তা আর হলো না কারণ হাতে তখন ময়লা ছিল।
আর চাহিয়া দেখার মনে নাই। বাসার অন্য টুকিটাকি কাজগুলো করার চেষ্টা করছি
তবুও যা পারি তাই করছি।
এই কাজগুলো করতে অনেকটা বিব্রত,রাগ আর অসহ্য বোধ হয়েছে,,
প্রথমে মনে করেছি এই সোজা কাজগুলো কি করতে জোরের কাজ?
মনে মনে ভাবি তারা কি ভাবে এই কাজ গুলো করে
দেখতে অনেক সহজ, সোজা হলেও আসলে অনেক কঠিন।
রাতের খাবার বসেছি,,
ভাত, তরকারি মেখে খাওয়া শুরু করছি
ভাত মুখে নিয়ে মুখটা হয়ে গেল বিকৃতি
তরকারির মাঝে অনেক লবণ হয়েছে,,
সে রাগ, মনোক্ষুণ্ণ না হয়ে ভালোবাসার ছোঁয়ায় বুঝানোর চেষ্টা করল।
আর তার চোখের কোণায় জল।
এ জল সে জল না
এ জল ভালোবাসার জল।

বুঝতে বাকি রইল না
তারা ছেলেমেয়ে, ঘরের কাজ আর অফিসের কাজকাম সেরে জীবন চলায়।
তা অন্তর চক্ষু দিয়ে অবলোকন করলে আসল ঘটনা কতটুকু কঠিন তা উপলব্ধি করতে পারবে?
তুমি যেমন প্রাণী তেমনি
নারীও প্রাণী
তাঁদের সাথে অত্যাচার, টর্চার আর বৈষম্য আচরণ না করে সৌহার্দপূর্ণ ব্যবহার করা এগিয়ে চলাই কাম্য।

সত্যি, কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার চরণটি অমোঘ সত্য,,

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

সকল নারীদের প্রতি রইল অফুরন্ত শুভকামনা আর ভালোবাসা।
নারী পুরুষের বৈষম্যহীন বিশ্ব হোক,,,,

জাম ধরা সমাজ ডিটারজেন্টের অভাব, বাহিরে চকচকে মানুষ দিলে পাষন্ডে স্বভাব।  ঐ চামড়ার  মুখোশ খোল রে এ তরুণ সমাজ,দিকেদিকে আওয...
05/03/2022

জাম ধরা সমাজ ডিটারজেন্টের অভাব,
বাহিরে চকচকে মানুষ দিলে পাষন্ডে স্বভাব।
ঐ চামড়ার মুখোশ খোল রে এ তরুণ সমাজ,
দিকেদিকে আওয়াজ ওঠুক ন্যার্যতার ঝাঁজ ,,,

28/02/2022

ইউক্রেনের ন্যাশনাল গার্ড মুসলিম রাশিয়ান যোদ্ধাদের লক্ষ্য করে একটি বিদ্বেষমূলক ভিডিও পোস্ট করে ক্ষোভের জন্ম দি...

"একটি বাংলাদেশ তুমি জাগ্রত অধিকার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।",,এই জনপ্রিয় দেশাত্মবোধক গানের স্রষ্টা,"নজরুল ইস...
25/02/2022

"একটি বাংলাদেশ তুমি জাগ্রত অধিকার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।",,

এই জনপ্রিয় দেশাত্মবোধক গানের স্রষ্টা,"নজরুল ইসলাম বাবু " তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
তিনি অসংখ্য স্বার্থক কবিতা, গান রচনা করেছেন অথচ নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না।
যারা তিলে তিলে পুড়ে নিজেকে বিলিয়ে অপরে সুখ, আনন্দ,অনুপ্রেরণা প্রভৃতি দেবার চেষ্টা করেছে অথচ তারা আজ অবহেলিত, অবঙ্গায় পড়ে আছে স্মৃতির কোন এক মলিন পৃষ্ঠায় বোধ হয় তার মধ্যে তিনিও একজন ।

গীতিকার নজরুল ইসলাম বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জন্ম গ্রহণ করেছিল।

আশার আলো জামালপুর জেলায় তার নামে শিল্পকলা
একাডেমি প্রতিষ্ঠা করছে কর্তৃপক্ষ। তাদের কে অসংখ্য ধন্যবাদ।
যারা মহান তাদের ক্রেডিট দেওয়া জাতির কর্তব্য তা না হলে নতুন প্রজন্ম সৃজনশীল কাজে আগ্রহ হারিয়ে যাবে ধীরে ধীরে,,

এই মহান ব্যক্তির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা,,,

~ জাকিউল ইসলাম

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ'  আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ। ...
22/02/2022

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি এটা কারও সহ্য হয় না।

এখন আবার বলবেন, আরে মিয়া ইংরেজি কমফোর্ট বলছ কেন? আরাম বল।
এদিকে আরাম আবার ফারসি শব্দ। কি মুসিবতে আছি কন তো! এদিকে মুসিবত আবার আরবি শব্দ😋

সকল ভাষা সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা,,,
21/02/2022

সকল ভাষা সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা,,,

বাবা কবে বাড়ি আসবে মা ? বাবা যে আমাকে বলেছিল ক’দিন পরেই আমাদের দূরে কোথা্ও ঘুরতে নিয়ে যাবে । আমরা কবে ঘুরতে যাবো?আজ তিন...
19/02/2022

বাবা কবে বাড়ি আসবে মা ? বাবা যে আমাকে বলেছিল ক’দিন পরেই আমাদের দূরে কোথা্ও ঘুরতে নিয়ে যাবে । আমরা কবে ঘুরতে যাবো?

আজ তিনদিন যাবত হলো করোনায় আক্রান্ত হয়ে স্বর্ণার বাবা মারা গেছে । পাঁচ বছরের মেয়ে স্বর্ণাকে কি ভাবে বলবে যে, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই । স্বর্ণার মা রেহেনা ভাষা খুজে না পেয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে অঝরে চখের জল ঝরছে ।
বাবা তো এখনো অসুস্থ, সোনামনি । সুস্থ হয়ে ঘরে ফিরে এলেই তোমাকে নিয়ে ঘুরতে যাবে ? স্বামী হারা রেহেনার চোখ মুখ ছল ছল করছে । আর কত মিথ্যা বলে শান্তনা দিবে ?

বাবা বলেছিল ,আমাকে নিয়ে ঢাকা শহরের শিশু পার্কে নিয়ে যাবে ?
হ্যাঁ
অনেক জায়গায় নিয়ে যাবে।
মা , সেখানে আর কি কি আছে ?
রেহেনার কোলে মাথা রেখে শুয়ে থাকা মেয়ে তার বাবাকে নিয়ে ছোট ছোট প্রশ্নের উত্তর আর একে একে ঢাকা শহরের গল্প শোনাতে থাকে ।,,

"দুরে কোথাও "

~ জাকিউল ইসলাম

Address

Patchrasta,Jamalpur
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Jakiul islam-জাকিউল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creators in Jamalpur Sadar Upazila

Show All