08/03/2022
"৮ এ মার্চ বিশ্ব নারী দিবস "
আজ আমি বাসায় বসে আছি আর
আমার স্ত্রী অফিসে,,
বাসায় বসে আছি তো ভাত, তরিতরকারি রান্না করা যেতে পারে?
একটু চিন্তা করলাম?
বাসার অন্য মহিলারা কি জানি বলে? বা পুরুষরাও মাগে ভারু বলে না'কি!
এমন হেজিটেশনে আছি।
যে যেটা বলুক আজ আমি ভাত, তরিতরকারি ও বাসার সকল খুটিনাটি কাজগুলো করব?
যাই,,
আর চিন্তা না করে কাজ করি,,
রান্না শুরু করছি
প্রথমে চাউল গুলো ভালো ভাবে পরিষ্কার করে গ্যাসের চুলায় রান্না বসালাম।
পানি কতটুকু দিতে হয় তাও জানি না?
এক পর্যায়ে পানি ফেন হয়ে পাতিল থেকে পড়তে শুরু করল তার পর চুলায় জ্বাল একটু কমিয়ে দিলাম,
কখন যে ভাত হয়েছে তা টের পায়লাম না।
পাশের রুমগুলো থেকে নারী, পুরুষ বের হয়ে দেখতেছে বাসায় কি আগুন লেগেছে,,
ধোঁয়াশে গন্ধ,,
তারা সবাই বলা বলি করছে ভাত পুড়ে ছাই হয়ে গেল!
আমি টের পায় নি
হয়ত পাশ দিয়ে কোন খুকা সুগন্ধি জাতীয় খাবার খেয়ে যাচ্ছে তার ঘ্রাণ পাচ্ছি।
কিন্তু না তারা বলছে এটা ভাত পুড়া গন্ধ,,
এই ভাবে নিরানন্দে মনোক্ষুণ্ণ করে ভাত টুকু রান্না সেরে ফেলা হলো।
এবার তরকারি রান্না করার পালা
আলু, বেগুন আর মোরগির মাংস দিয়ে তরকারি রান্না করব,,
আমার দৃষ্টি সব কিছু সঠিক ভাবে তরকারি রান্না করার উপাদান দিয়ে রান্না করা হলো।
তরকারি দেখতে অনেটা ভালো মনে হলো
একটু চাহিয়া দেখব তা আর হলো না কারণ হাতে তখন ময়লা ছিল।
আর চাহিয়া দেখার মনে নাই। বাসার অন্য টুকিটাকি কাজগুলো করার চেষ্টা করছি
তবুও যা পারি তাই করছি।
এই কাজগুলো করতে অনেকটা বিব্রত,রাগ আর অসহ্য বোধ হয়েছে,,
প্রথমে মনে করেছি এই সোজা কাজগুলো কি করতে জোরের কাজ?
মনে মনে ভাবি তারা কি ভাবে এই কাজ গুলো করে
দেখতে অনেক সহজ, সোজা হলেও আসলে অনেক কঠিন।
রাতের খাবার বসেছি,,
ভাত, তরকারি মেখে খাওয়া শুরু করছি
ভাত মুখে নিয়ে মুখটা হয়ে গেল বিকৃতি
তরকারির মাঝে অনেক লবণ হয়েছে,,
সে রাগ, মনোক্ষুণ্ণ না হয়ে ভালোবাসার ছোঁয়ায় বুঝানোর চেষ্টা করল।
আর তার চোখের কোণায় জল।
এ জল সে জল না
এ জল ভালোবাসার জল।
বুঝতে বাকি রইল না
তারা ছেলেমেয়ে, ঘরের কাজ আর অফিসের কাজকাম সেরে জীবন চলায়।
তা অন্তর চক্ষু দিয়ে অবলোকন করলে আসল ঘটনা কতটুকু কঠিন তা উপলব্ধি করতে পারবে?
তুমি যেমন প্রাণী তেমনি
নারীও প্রাণী
তাঁদের সাথে অত্যাচার, টর্চার আর বৈষম্য আচরণ না করে সৌহার্দপূর্ণ ব্যবহার করা এগিয়ে চলাই কাম্য।
সত্যি, কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার চরণটি অমোঘ সত্য,,
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
সকল নারীদের প্রতি রইল অফুরন্ত শুভকামনা আর ভালোবাসা।
নারী পুরুষের বৈষম্যহীন বিশ্ব হোক,,,,