ᴘᴇʀꜱᴏɴᴀʟ ᴅᴀɪʀʏ

ᴘᴇʀꜱᴏɴᴀʟ ᴅᴀɪʀʏ __ 𝗢𝗡𝗲 𝗱𝗮𝘆 𝗔𝗹𝗹 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝘄𝗶𝗹𝗹 𝗕𝗲 𝗙𝘂𝗹𝗳𝗶𝗹𝗹𝗲𝗱 !� �

__একদিন সব ইচ্ছা পূর্ণতা পাবে ! ��
(5)

27/10/2023

ফিতনাময় এই মরুভূমির মতো যুগে,

একজন দ্বীনদার বন্ধু পাওয়ার অর্থ হলো, মরুভূমিতে এমন এক গাছের সন্ধান পাওয়া যার পাশে বসে স্বস্তির নিশ্বাস ফেলা যায়।🖤

‘যদি আপনার এমন কোন বন্ধু থাকে যে আপনাকে দ্বীনের পথে অটল থাকতে সাহায্য করে— তাহলে সেই বন্ধুটাকে কখনোই হাতছাড়া করবেন না’।🤍

23/09/2023

একজন মা যেমন দীনের রাহবার জন্ম দেন আবার জন্ম দেন মু'জা'হি'দদের সিপাহসালার। অন্যদিকে একজন মা-ই জন্ম দেয় সময়ের কুলাঙ্গার। সিদ্ধান্ত আপনার—কেমন মা হবেন আর জীবনে কেমন সন্তানের মা আনবেন।

~আদিব সালেহ।

মানুষেরা পক্ষপাত করে—হয় মেয়েদের খোলামেলা চলতে বলে ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদে...
22/09/2023

মানুষেরা পক্ষপাত করে—হয় মেয়েদের খোলামেলা চলতে বলে ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর।

কিন্তু ইসলাম কোন ধরণের পক্ষপাত করে না। রোগের ওষুধ বাতলিয়েই ইসলাম ক্ষ্যান্ত হয়নি, দিয়ে রেখেছে তার প্রতিষেধকও। সেই প্রতিষেধক হলো একটা দেয়াল যার একপাশে থাকবে পুরুষেরা আর অন্যপাশে নারী। মাহরাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত ঘেঁষতে পারবে না কোন নারীর পাশে, আর কোন নারী পাবে না পুরুষের সংস্পর্শ।

যখনই মানুষেরা এই দেয়াল টপকে ফেলে, যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর, তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে। সৃষ্টির শুরু থেকে আজ অবধি—দুনিয়াজুড়ে অশ্লীলতা, বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ একটাই—সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা।

🖤💝

24/07/2023

Wake up, Turn back before It's too late 💔🥺

03/07/2023

সব আযান একই কিন্তু "ফজরের আযান" touches our heart differently.❤️📿

03/07/2023

আল্লাহ তায়ালা নারীকে একথা বলেনি যে তুমি হিজাব পড়ও ........

02/07/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/07/2023

😊

**যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে,****সে নারী দুর্বল নয়,****বরং বিনয়ী, বুদ্ধিমতী একজন উত্তম নারী।**🌸❤️
02/07/2023

**যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে,**
**সে নারী দুর্বল নয়,**
**বরং বিনয়ী, বুদ্ধিমতী একজন উত্তম নারী।**🌸❤️

রাব্বিগফিরলী!🥺❤️
02/07/2023

রাব্বিগফিরলী!🥺❤️

01/07/2023

দুই টাকার চকলেটও পুরো একটা পর্দা থাকে- এত সহজে ছেড়া যায় না।
ওহে খোলামেলা পোষাকের নারী, তুমি কি তার চেয়েও সস্তা নাকি ??? 🙏

🥺

01/07/2023

কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর! নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে! ইনশাআল্লাহ! 🖤🌸

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضٰىٓ

অর্থঃ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে, আপনি খুশী হয়ে যাবেন।

[আদ দুহাঃ আয়াত নং ৫]💙🤍

30/06/2023

রাসূল (সাঃ) বলেন,ফজর ও এশা এই দুই সালাত,
মুনা*ফিকদের জন্যে ভারী..!😢💔

~ [ সহীহ বুখারি : ৬৫৭ ]

𝐈𝐧𝐬𝐡𝐚𝐥𝐥𝐚𝐡🌺🖤
30/06/2023

𝐈𝐧𝐬𝐡𝐚𝐥𝐥𝐚𝐡🌺🖤

প্রতিবছরই কুরবানি এলে আপনাদের আমার একটা স্বপ্নের কথা বলি। আজ একটু গুছিয়ে লিখছি। আল্লাহ যদি কখনো আমাকে দয়া করে জান্নাত দা...
30/06/2023

প্রতিবছরই কুরবানি এলে আপনাদের আমার একটা স্বপ্নের কথা বলি। আজ একটু গুছিয়ে লিখছি।

আল্লাহ যদি কখনো আমাকে দয়া করে জান্নাত দান করেন, তাহলে আমি আমার মায়ের হাতে রান্না করা গরুর মাংস আর চালের রুটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করবো।

জান্নাতে বয়ে চলা নদীর পাশে হেঁটে হেঁটে পছন্দ করব সবচেয়ে সুন্দর গরু। তারপর তাকে ডাকবো। বলব, ”তোমাকে রাসুলুল্লাহর জন্য পছন্দ করা হয়েছে।” এটা শুনে গরুটি দ্রুতগতিতে ছুটে আসবে। পাশে থাকা গরু, বকরিরাও প্রতিযোগিতা করবে। সেই গরু নিজ হাতে জবাই করে গোশত নিয়ে আম্মুর কাছে যাবো।

আম্মুকে বলব সুন্দর করে হালকা ঝাল করে গরুর মাংস রান্না করতে। আর চালের রুটি যতটা তুলতুলে সম্ভব ততটা তুলতুলে করে বানাতে। আমার রাসূল তাঁর জীবদ্দশায় একটু নরম রুটি খেতে পারেননি।

রান্না হলে সেই রুটি নিয়ে রাসুলুল্লাহর (সা.) কাছে যাবো। তিনি তখন আবু বকর, উমর, উসমান, আলীসহ সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। আমি একপাশে রুটি আর গোস্ত নিয়ে ইতস্তত দাঁড়িয়ে থাকবো। কথার ফাঁকে আমার দিকে চোখ পড়তেই রাসুলুল্লাহ (সা.) আমাকে নাম ধরে ডাক দেবেন।

“আসিফ, এসো। কিছু বলবে?”

আমি মাথা নিচু করে বলব,

“ইয়া রাসুলুল্লাহ, আপনার জন্য আমার মায়ের হাতের রান্না করা গরুর গোস্ত আর চালের রুটি এনেছি।”

তখন তিনি মৃদু হাসবেন। বলবেন, “নিয়ে আসো।”

এরপর আশেপাশে থাকা সাহাবাদের ডাকবেন,

“এই তোমরা এদিকে আসো। আসিফ তার মায়ের হাতে রান্না করা গরুর গোস্ত আর চালের রুটি এনেছে।”

এরপর সবাই মিলে তৃপ্তি করে সে খাবার খাবেন। আমি দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখ জুড়াবো।

আল্লাহ যেন আমাকে একটু দয়া করেন। দয়া করে যেন আমায় জান্নাত দান করেন। সবাই দুআ করবেন।
..
লিখা: আসিফ মাহমুদ

(আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদের জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। রাসূলের (ﷺ) সাথে একত্রিত করুন। আ-মীন।)

02/06/2023

সার্টিফিকেট পু'ড়ানো শেষ করে ফুরফুরে মেজাজে ফোন হাতে নিয়ে দেখি ভিডিও হয়নাই, ক্লিক করতেই মনে নাই! 🫠

Address

Jamalpur-madarganj
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴘᴇʀꜱᴏɴᴀʟ ᴅᴀɪʀʏ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share