30/06/2023
প্রতিবছরই কুরবানি এলে আপনাদের আমার একটা স্বপ্নের কথা বলি। আজ একটু গুছিয়ে লিখছি।
আল্লাহ যদি কখনো আমাকে দয়া করে জান্নাত দান করেন, তাহলে আমি আমার মায়ের হাতে রান্না করা গরুর মাংস আর চালের রুটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করবো।
জান্নাতে বয়ে চলা নদীর পাশে হেঁটে হেঁটে পছন্দ করব সবচেয়ে সুন্দর গরু। তারপর তাকে ডাকবো। বলব, ”তোমাকে রাসুলুল্লাহর জন্য পছন্দ করা হয়েছে।” এটা শুনে গরুটি দ্রুতগতিতে ছুটে আসবে। পাশে থাকা গরু, বকরিরাও প্রতিযোগিতা করবে। সেই গরু নিজ হাতে জবাই করে গোশত নিয়ে আম্মুর কাছে যাবো।
আম্মুকে বলব সুন্দর করে হালকা ঝাল করে গরুর মাংস রান্না করতে। আর চালের রুটি যতটা তুলতুলে সম্ভব ততটা তুলতুলে করে বানাতে। আমার রাসূল তাঁর জীবদ্দশায় একটু নরম রুটি খেতে পারেননি।
রান্না হলে সেই রুটি নিয়ে রাসুলুল্লাহর (সা.) কাছে যাবো। তিনি তখন আবু বকর, উমর, উসমান, আলীসহ সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। আমি একপাশে রুটি আর গোস্ত নিয়ে ইতস্তত দাঁড়িয়ে থাকবো। কথার ফাঁকে আমার দিকে চোখ পড়তেই রাসুলুল্লাহ (সা.) আমাকে নাম ধরে ডাক দেবেন।
“আসিফ, এসো। কিছু বলবে?”
আমি মাথা নিচু করে বলব,
“ইয়া রাসুলুল্লাহ, আপনার জন্য আমার মায়ের হাতের রান্না করা গরুর গোস্ত আর চালের রুটি এনেছি।”
তখন তিনি মৃদু হাসবেন। বলবেন, “নিয়ে আসো।”
এরপর আশেপাশে থাকা সাহাবাদের ডাকবেন,
“এই তোমরা এদিকে আসো। আসিফ তার মায়ের হাতে রান্না করা গরুর গোস্ত আর চালের রুটি এনেছে।”
এরপর সবাই মিলে তৃপ্তি করে সে খাবার খাবেন। আমি দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখ জুড়াবো।
আল্লাহ যেন আমাকে একটু দয়া করেন। দয়া করে যেন আমায় জান্নাত দান করেন। সবাই দুআ করবেন।
..
লিখা: আসিফ মাহমুদ
(আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদের জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। রাসূলের (ﷺ) সাথে একত্রিত করুন। আ-মীন।)