
26/05/2025
"আমি পারব!" — আর ঠিক সেটাই করে দেখালেন সিকান্দার রাজা!
মাত্র একদিন আগেও ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের হয়ে খেলছিলেন টেস্ট ম্যাচ। ইনিংস পরাজয় এড়াতে খেলেছিলেন ৬৮ বলে ৬০ রানের লড়াকু ইনিংস। সেই ম্যাচ শেষ করেই শুরু হয় তার যাত্রা—নটিংহাম থেকে বার্মিংহাম, সেখান থেকে আবুধাবি হয়ে শেষমেশ পাকিস্তানের লাহোর।
বিকেল ৬:৫০-এ বিমান ল্যান্ড করে লাহোরে। আর ফাইনালের টস ঠিক ৭টায়! দলের মালিক সামিন রানা বলেন, "বিজনেস ক্লাসের কোনো টিকিটই পাওয়া যায়নি, তাই রাজা ইকোনমি ক্লাসেই এসেছেন। ওর এতটাই ইচ্ছা ছিল খেলবে, যে কোনোভাবেই হোক সময়মতো পৌঁছে গেছে।"
যাত্রার ক্লান্তি?
সময়ের চাপ?
দ্বিধা?
"না"
সিকান্দার রাজা শুধু একটাই কথা বলেছিলেন—"আমি পারব।"
আর তিনিই শেষমেশ মাঠে নেমে লাহোর কালান্দার্সকে এনে দিলেন শিরোপা। ম্যাচের শেষ জয়সূচক রানটিও এল তার ব্যাট থেকেই।
এই গল্পটা শুধু ক্রিকেটের না, এটা প্যাশনের, দায়বদ্ধতার, আর অদম্য মানসিকতার প্রতিচ্ছবি।।