19/06/2025
💥💥তোমার কিছুই হচ্ছে না — এই কথাটাই কি বারবার মনে হয়?
✅ ক্যারিয়ার তৈরিতে ব্যর্থ?
✅ যোগ্য মানুষ হয়ে উঠতে পারোনি?
✅ নিজের শরীর-মন কিছুই নিয়ন্ত্রণে নেই?
✅ সামান্য বিষয়েও অসহনীয় দুশ্চিন্তা হয়?
✅ যাদের নিজের ভেবেছিলে, তারা সবাই দূরে সরে গেছে?
✅ কোথাও সেভাবে সম্মান, ভালোবাসা পাও না?
✅ যাকে ভালোবেসেছিলে, সেও তোমায় অযোগ্য মনে করেছে?
✅ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছো?
✅ কী করবে, কোথায় যাবে— কিছুই স্পষ্ট নয়?
✅ মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, আর কিছু করে ওঠা যাবে না?
✅ ঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকাতেই যেন একটু শান্তি?
তাহলে শোনো, তুমি একা নও। এমন অনুভূতি অনেকেই পায়। কিন্তু এখানেই শেষ নয়।
🔻 এখন দুটি রাস্তা তোমার সামনে:
১. হতাশা ও পরাজয়ের পথ — নিজেকে দোষ দেওয়া, অন্যদের এগিয়ে যেতে দেখা আর নিজের দিকে অবহেলার দৃষ্টি ছুঁড়ে দেওয়া।
২. সংগ্রামের পথ — নিজের জীবন, ব্যর্থতা, অপূর্ণতা—সবকিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। নিজের ভিতরের ভাঙা অংশগুলো জোড়া লাগানো। নতুন করে শেখা, প্রতিদিন একটু একটু করে বদলানো।
💡 মনে রেখো:
তুমি এখনো শেষ হয়ে যাওনি।
আজ অবধি পারোনি মানে চেষ্টাটাই ঠিকঠাক শুরু করোনি।
কেউ এসে তোমার জন্য জীবন সাজিয়ে দেবে না। সবকিছু তোমাকেই করতে হবে।
✅ এখনই করণীয়: 🔸 নিজের প্রতি কঠোর হও
🔸 স্কিল শিখো
🔸 সময় নষ্ট করা বন্ধ করো
🔸 প্রতিদিন নিজেকে উন্নত করো
🔸 ব্যর্থতা থেকে শিক্ষা নাও
🔸 নিজের সম্মান, সাফল্য, মর্যাদা—সবকিছু অর্জন করো
✍️একটা কথা মনে রেখো: "আজ যদি বদলাতে শুরু না করো, তাহলে আজকের এই হতাশা আগামী ১০ বছরেও তোমার সঙ্গেই থাকবে।"
🔥 তাই ওঠো!
নিজেকে জাগিয়ে তোলো।
জীবনটা কেড়ে নাও।
নিজেকে তৈরি করো এমনভাবে যেন কেউ আর অবহেলা করতে না পারে।
📌তুমি পারবে।
শুধু দরকার একটুখানি জেদ আর অবিরাম চেষ্টা।