Md Farhad Ali

Md Farhad Ali Digital Creator

14/07/2025






30/06/2025

টার্নেল

30/06/2025

বঙ্গোপসাগর!



💥💥তোমার কিছুই হচ্ছে না — এই কথাটাই কি বারবার মনে হয়?✅ ক্যারিয়ার তৈরিতে ব্যর্থ?✅ যোগ্য মানুষ হয়ে উঠতে পারোনি?✅ নিজের শ...
19/06/2025

💥💥তোমার কিছুই হচ্ছে না — এই কথাটাই কি বারবার মনে হয়?

✅ ক্যারিয়ার তৈরিতে ব্যর্থ?
✅ যোগ্য মানুষ হয়ে উঠতে পারোনি?
✅ নিজের শরীর-মন কিছুই নিয়ন্ত্রণে নেই?
✅ সামান্য বিষয়েও অসহনীয় দুশ্চিন্তা হয়?
✅ যাদের নিজের ভেবেছিলে, তারা সবাই দূরে সরে গেছে?
✅ কোথাও সেভাবে সম্মান, ভালোবাসা পাও না?
✅ যাকে ভালোবেসেছিলে, সেও তোমায় অযোগ্য মনে করেছে?
✅ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছো?
✅ কী করবে, কোথায় যাবে— কিছুই স্পষ্ট নয়?
✅ মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, আর কিছু করে ওঠা যাবে না?
✅ ঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকাতেই যেন একটু শান্তি?

তাহলে শোনো, তুমি একা নও। এমন অনুভূতি অনেকেই পায়। কিন্তু এখানেই শেষ নয়।

🔻 এখন দুটি রাস্তা তোমার সামনে:

১. হতাশা ও পরাজয়ের পথ — নিজেকে দোষ দেওয়া, অন্যদের এগিয়ে যেতে দেখা আর নিজের দিকে অবহেলার দৃষ্টি ছুঁড়ে দেওয়া।

২. সংগ্রামের পথ — নিজের জীবন, ব্যর্থতা, অপূর্ণতা—সবকিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। নিজের ভিতরের ভাঙা অংশগুলো জোড়া লাগানো। নতুন করে শেখা, প্রতিদিন একটু একটু করে বদলানো।

💡 মনে রেখো:

তুমি এখনো শেষ হয়ে যাওনি।

আজ অবধি পারোনি মানে চেষ্টাটাই ঠিকঠাক শুরু করোনি।

কেউ এসে তোমার জন্য জীবন সাজিয়ে দেবে না। সবকিছু তোমাকেই করতে হবে।

✅ এখনই করণীয়: 🔸 নিজের প্রতি কঠোর হও
🔸 স্কিল শিখো
🔸 সময় নষ্ট করা বন্ধ করো
🔸 প্রতিদিন নিজেকে উন্নত করো
🔸 ব্যর্থতা থেকে শিক্ষা নাও
🔸 নিজের সম্মান, সাফল্য, মর্যাদা—সবকিছু অর্জন করো

✍️একটা কথা মনে রেখো: "আজ যদি বদলাতে শুরু না করো, তাহলে আজকের এই হতাশা আগামী ১০ বছরেও তোমার সঙ্গেই থাকবে।"

🔥 তাই ওঠো!
নিজেকে জাগিয়ে তোলো।
জীবনটা কেড়ে নাও।
নিজেকে তৈরি করো এমনভাবে যেন কেউ আর অবহেলা করতে না পারে।

📌তুমি পারবে।
শুধু দরকার একটুখানি জেদ আর অবিরাম চেষ্টা।










❚█══জাম══█❚জামের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ত্বকের জ্বালাপোড়া, ব্রনের মত সমস্যা দূর করতে সাহায্য করে এবং ত্বক মসৃণ ...
14/06/2025

❚█══জাম══█❚

জামের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ত্বকের জ্বালাপোড়া, ব্রনের মত সমস্যা দূর করতে সাহায্য করে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। জামে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রো ও ম্যাক্রো মিনারেলস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ফলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি।

#জাম

#কালোজাম


#দেশিফল








টাইটানিক যখন ডুবতে বসেছিল, তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।একটির নাম ছিল স্যাম্পসন। মাত্র ৭ মাইল দূরে ছিল এর অবস্থান, বেআইন...
13/06/2025

টাইটানিক যখন ডুবতে বসেছিল, তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।

একটির নাম ছিল স্যাম্পসন। মাত্র ৭ মাইল দূরে ছিল এর অবস্থান, বেআইনিভাবে সিল মাছ ধরায় ব্যস্ত ছিল জাহাজটি। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে দূরে চলে যায়।

এই জাহাজটির কথা একবার ভাবুন। দেখবেন আপনার আশেপাশের অনেকের সাথেই মিল আছে এর! এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে। অন্যের জীবন কি ঘটল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাদের।

দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান, মাত্র চৌদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকূল নয় এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্যসব নাবিকরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটা গুরুতর নয়।

এই জাহাজটিও অনেকের মনের কথা বলে! কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি, পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে। আসলে দায়িত্ব এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত খোঁজ এরা।

শেষ জাহাজটির নাম ছিল কারপাথিয়ান্স। এই জাহাজ যাচ্ছিল উল্টোদিকে, ছিল প্রায় আটান্ন মাইল দূরে। সেই মুহূর্তে তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার।

জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের ৭০৫ যাত্রী প্রাণে বেঁচে যান।

১০০০ কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো মনে রাখে না তাদের, কিন্ত যুগে যুগে তারা বন্দিত হয় খেটে খাওয়া মানুষের মুখে মুখে বলা লোকগাঁথায়!

💥কঠিন সময়ে টিকে থাকুন!✍️জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও ...
09/06/2025

💥কঠিন সময়ে টিকে থাকুন!

✍️জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও চাকরির অনিশ্চয়তা, কখনও নিজের ভিতরের একাকীত্ব—এইসব কষ্ট যেন আমাদের ভেঙে দেয়ার জন্য আসে। কিন্তু মনে রাখুন, সবচেয়ে অন্ধকার সময়টাই নতুন ভোরের ঠিক আগে আসে।

✍️কঠিন সময় মানেই শেষ না, বরং এটাই আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ।

✍️আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া—সব কিছুই স্বাভাবিক। তবে সেই কষ্টের মাঝেও প্রতিটি মুহূর্তে আপনি বেঁচে আছেন, হাঁটছেন, লড়ছেন—এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ।

📌আপনার কষ্টের মূল্য আছে। আপনার চেষ্টার গুরুত্ব আছে।
হয়তো আজ কেউ বুঝবে না, কিন্তু আপনি নিজেই নিজের গল্পের নায়ক/নায়িকা।

👉 নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজন হলে সাহায্য নিন।
একটা সময় আসবে, আপনি পেছনে তাকিয়ে দেখবেন—এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে।

✍️হাল ছাড়বেন না। টিকে থাকুন। আপনি একা নন।

26/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

25/05/2025









#নান্দিনা
#জামালপুর
#বাংলাদেশ

গেটপার ওভার ব্রীজ, জামালপুর।       ゚
10/01/2025

গেটপার ওভার ব্রীজ, জামালপুর।

08/06/2024

বাঘায়ল্লে..!

08/10/2023

অভিনন্দন টীম টাইগার্স! 🇧🇩🏏
জয়ের ধারা অব্যাহত থাকুক।

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Md Farhad Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Farhad Ali:

Share