25/05/2025
পাশের মানুষগুলো কি ভাববে এইটা ভেবে কখনো আমি স্রেট ফরওয়ার্ড হতে পারিনি।একটা কথা বলার আগে ১০ বার ভাবি, তাদের সিচুয়েসন বুঝার চেষ্টা করি, তাদের খারাপ লাগবে কি না ভাবি। অথচ পূরো জীবন জুড়ে বেশিরভাগ মানুষই আমার সাথে স্রেঠ ফরওয়ার্ড ছিল। যারা কিছু করার আগে একবার ও ভাবেনি যে আমার কেমন লাগবে😅