ISRAT JAHAN

ISRAT JAHAN সহকারী শিক্ষক (গণিত), নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর

22/08/2024

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

©

সবাই কপি পেস্ট করুন। কেউ না কেউ দেখবেই।

02/03/2024

দেশাত্মবোধক গানে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের দলগত নৃত্য পরিবেশন।
নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয় , জামালপুর

21/02/2024

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪
নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর।

19/02/2024

ঐতিহ্যবাহী নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪

19/02/2024

বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ
- লিগনোস্যাট

17/02/2024

জিআই হলো ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।


২০১৬ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি স্বীকৃতি পায়। বর্তমানে মোট জিআই পণ্য ৩১ টি।
সর্বশেষ জামালপুরের নকশীকাঁথাকে জিআই পণ্য হিসেবে অনুমোদন করেছে।

পার্শ্ববর্তী দেশ ভারতে এখন পর্যন্ত ৫৪৭ টি পণ্য জিআই সনদ পেয়েছে।

17/02/2024

পৃথিবীতে আজ পর্যন্ত পড়াশোনার থেকে বেশি ম্যাজিক্যাল এবং কুল কিছু আবিষ্কৃত হয়নি যা আপনার চিন্তা, মানসিকতা, অর্থনৈতিক অবস্থা জাদুর মতো বদলে দিতে পারে ।

পড়াশোনার শক্তি এতোটাই জাদুকরী যে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের মাঠে যে ছেলে বাবাকে সাহায্য করে আলু চাষে ,যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় , যাকে সমাজের মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে বড় স্বপ্ন দেখেছে বলে । এই ছেলেটা পড়াশোনা, শুধুই পড়াশোনার জাদুতে চলে আসতে পারেন জাপানের সবথেকে বড় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান "রিকেন" এ । চলে যেতে পারেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর পদে, শ্রেফ পড়াশোনার শক্তিতে ।

আমাদের জনপদে যখন একজন ডিভোর্সি মা তার একমাত্র মেয়েকে সম্বল ধরে জীবনটাকে কোনভাবে চালিয়ে নিচ্ছেন, সহ্য করে যাচ্ছেন তার চরিত্রের উপর ছোড়া সমাজ ও প্রতিবেশির নোংরা মাখা তীর । শুধুমাত্র পড়াশোনার জোরে এই মেয়েটি তার মা এবং তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। চলে যেতে পারেন বাংলাদেশ সরকারের কোন উচ্চপদস্থ কর্মকর্তার পদে, বা রাঙ্গাতে পারেন চাইনিজ একাডেমি অব সাইন্সের বিখ্যাত কোন বিজ্ঞানীর পদ ।

পড়াশোনা এতোটাই কুল যে এটা আপনার কথা বলার ধরনই বদলে দেবে, দেখবেন আপনার শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনছে । পড়াশোনা এতোটাই জাদুকরি যে এটা বদলে দেবে আপনার চিন্তার ধরন, আপনি পৃথিবীকে কখনই আর আগের মতো দেখবেন না । আপনি জীবনের হিসাবনিকাশ করবেন ভিন্ন সুত্রে ।
...

17/02/2024

👆জীবনে এতটুকু আত্মসম্মানবোধ অর্জন করেন যেন সস্তা সেলিব্রিটির সাথে ছবি তোলার আগ্রহ না জাগে।

👆এতটুকু আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হোন যে নিজের বেডরুমের রোমান্টিক মূহুর্তগুলো বিক্রি করে টাকা অর্জনের চিন্তা মাথায় না আসে।

👆এতটা মোহগ্রস্ত না হোন যে নেগেটিভ চরিত্র ব্যবহার করে জনপ্রিয় হওয়ার পরিকল্পনা মাথায় আসে।

👆নিজের যোগ্যতা ও পরিচয়ের প্রতি এতটুকু ইনফেরিওরিটি কমপ্লেক্সে না ভোগেন যেন, যে আপনাকে চেনেনা, ওউন করেনা, তাকে নিজের পরিচিত বলে সবার কাছে পরিচয় দিয়ে জাতে উঠার ইচ্ছা না জাগে।

👆এতটুকু ন্যায়বোধ সম্পন্ন হোন যে, অযোগ্য, বাটপার, দূর্নীতিবাজ লোকের পদ-পদবী অর্জনে অভিনন্দন জানাতে ইচ্ছা না হয়।
👆এতটুকু চিন্তাশীল হোন যে আপনি বুঝতে পারেন, হিরো আলম, মোস্তাক, সেলেব্রিটি ক্রিকেট লীগের ঐ মেয়ে, কিংবা লুবনাদের অধিকার নিয়ে কথা বলার চেয়ে সমাজের মৌলিক কাঠামো, ম্যাক্রো লেভেলের সামাজিক সমস্যা নিয়ে কথা বলা জরুরি। সামাজিক সমস্যায় সাধারণ মানুষকে দায় না দিয়ে দায়িত্বশীলদের দায় দেয়া, সে দায় নিয়ে কথা বলাই যে প্রকৃত এক্টিভিজম, এটা অন্তত বুঝেন।
©️

প্রাত্যহিক সমাবেশ
29/01/2024

প্রাত্যহিক সমাবেশ

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISRAT JAHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISRAT JAHAN:

Share