11/08/2025
ট্যুর ট্যুর ট্যুর!
একদিনে নিকলি হাওর ভ্রমণ।
◼️আয়োজনে : Jamalpur Bikers Zone (JBZ)
◻️ ভ্রমণ স্থান: নিকলি হাওর, কিশোরগঞ্জ।
◼️ভ্রমনপরিকল্পনা:
➡️ যাত্রার তারিখ: ১৫-০৮-২০২৫ (শুক্রবার) - সকাল ৫:০০ (আর্মি টাইম)।
আমরা জামালপুর-শেরপুর ব্রিজের নিচে সকাল ৫:০০ এর মধ্যে উপস্থিত থাকবো, পরে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ৫:০০ টার আগেই উপস্থিত থাকতে হবে (কেউ দেরিতে আসলে পরবর্তীতে আমাদের সাথে রাস্তায় একত্রিত হতে পারবেন)।
সঠিক সময়ে উপস্থিত থাকার অনুরুধ রইলো।
◼️ট্যুর খরচঃ ট্যুরে নিজের যাবতীয় খরচ নিজেকে বহন করতে হতে। টিম JBZ কোনো প্রকার খরচ বহন করবে না।
[ বিঃদ্রঃ ট্যুর চলাকালীন সময়ে কেউ কারো কাছে টাকা ধার দিবো না এবং নিবো না। আপনি যদি টাকা তার পরেও কোনো লেনদেন করে থাকেন তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার আপনার, এতে টিম JBZ কোন প্রকার দায়ভার বহন করবে না। ]
⭕ যে সকল বাইকার ভাইয়েরা উক্ত ট্যুর এ অংশগ্রহণ করতে ইচ্ছুক অনুগ্রহ করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুণ :
01876-921454 ( ফজলে রাব্বি )
01712-124995 ( উজ্জ্বল )
অথবা কমেন্ট করুণ।
◼️ট্যুর পরিকল্পনা ও নিয়মাবলী :-
আমাদের Front Line এ একজন ও Back Line এ একজন কভার দিবে। চিন্তার কোন কারন নাই First Rider সহ অন্যান্যরা খুব সাবধানে চালাবেন । আশা করি আপনাদের কোন অসুবিধা হবে না । কিন্তু দয়া করে পেছনের জনদের কথা ভেবে চালাবেন । আমরা অনেকেই বাউলি দেই, কিন্তু আপনার পাশে বাইকারটি হয়তো আপনার বাউলিতে ভয় পেয়ে যেতে পারে বা পরে যেতে পারে । মনে রাখবেন আপনার ছোট একটা ভুলের জন্য আমাদের এতো সুন্দর Program টা নষ্ট হয়ে যেতে পারে। সাবধান এ ধরনের কোন কাজ করা যাবে না। বিষয়টা মাথায় রেখে চালাবেন অনুগ্রহ করে । একে অপরের মধ্যে যথেষ্ঠ গ্যাপ রেখে চালাবেন ।
◼️যা যা নিতে হবে:
বাইক ও বাইকের পেপারস, ড্রাইভিং লাইসেন্স | সবাই অবশ্যই ফুল ফেস হেলমেট পরবেন। পিলিয়ন থাকলে তাকেও অবশ্যই হেলমেট পরতে হবে। বডি আরমার, রিফ্লেটিং জ্যাকেট,জুতা, ক্যামেরা, গোপ্রো থাকলে নিয়ে নিবেন অনুগ্রহ করে ।
বি.দ্র: ট্যুরে কোন প্রকার দূর্ঘটনার জন্য Jamalpur Bikers Zone (JBZ) কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না। আপনাদের নিরাপত্তা আপনাদের, আমরা আপনাদের সাথেই থাকবো ।