Jamalpur Bikers Zone - JBZ

Jamalpur Bikers Zone - JBZ We are more than bikers – we are a family.

25/08/2025

জার্সির আপডেট 💖

Jhenaidah Biker’s Club এর জামালপুর জেলা ভ্রমণ! তাদের সাথে Team JBZ এর সৌজন্য সাক্ষাৎ 💖🫶
19/08/2025

Jhenaidah Biker’s Club এর জামালপুর জেলা ভ্রমণ!
তাদের সাথে Team JBZ এর সৌজন্য সাক্ষাৎ 💖🫶

Jamalpur Bikers Zone - JBZ এর সুন্দর ভাবে কিশোরগঞ্জ নিকলি হাওর ভ্রমণ সম্পন্ন হয়েছে 💖🫶
16/08/2025

Jamalpur Bikers Zone - JBZ এর সুন্দর ভাবে কিশোরগঞ্জ নিকলি হাওর ভ্রমণ সম্পন্ন হয়েছে 💖🫶

11/08/2025

Jamalpur Bikers Zone (JBZ) অফিসিয়াল জার্সি – প্রি-অর্ডার চলছে!
🏍️ নিজের নামে কাস্টমাইজড জার্সি পরে ছুটে চলুন, মুক্ত হাওয়ার স্পর্শে জয় করুন নতুন গন্তব্য!
প্রতিটি যাত্রাকে করুন আরও রোমাঞ্চকর — স্টাইল, কমফোর্ট এবং ইউনিক ডিজাইনের পারফেক্ট কম্বিনেশনে।
💰 শুভেচ্ছো মূল্য :-
🖤 হাফ হাতা – মাত্র ৳370
❤️ ফুল হাতা – মাত্র ৳400
01744100552 -বিকাশ এজেন্ট ( ক্যাশ আউট)
📌 (সেন্ড মানি হলে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)
📅 অর্ডার গ্রহণের তারিখ: ১০/০৮/২০২৫ থেকে ২০/০৮/২০২৫ পযন্ত।
⚡ সীমিত সময়ের সুযোগ — আজই বুক করুন আপনার জার্সি!
📲 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি গ্রুপে যোগাযোগ করুন — Jamalpur Bikers Zone (JBZ)।

ট্যুর    ট্যুর    ট্যুর!একদিনে নিকলি হাওর ভ্রমণ। ◼️আয়োজনে :  Jamalpur Bikers Zone (JBZ) ◻️ ভ্রমণ স্থান: নিকলি হাওর, কিশো...
11/08/2025

ট্যুর ট্যুর ট্যুর!
একদিনে নিকলি হাওর ভ্রমণ।

◼️আয়োজনে : Jamalpur Bikers Zone (JBZ)

◻️ ভ্রমণ স্থান: নিকলি হাওর, কিশোরগঞ্জ।

◼️ভ্রমনপরিকল্পনা:
➡️ যাত্রার তারিখ: ১৫-০৮-২০২৫ (শুক্রবার) - সকাল ৫:০০ (আর্মি টাইম)।
আমরা জামালপুর-শেরপুর ব্রিজের নিচে সকাল ৫:০০ এর মধ্যে উপস্থিত থাকবো, পরে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ৫:০০ টার আগেই উপস্থিত থাকতে হবে (কেউ দেরিতে আসলে পরবর্তীতে আমাদের সাথে রাস্তায় একত্রিত হতে পারবেন)।
সঠিক সময়ে উপস্থিত থাকার অনুরুধ রইলো।

◼️ট্যুর খরচঃ ট্যুরে নিজের যাবতীয় খরচ নিজেকে বহন করতে হতে। টিম JBZ কোনো প্রকার খরচ বহন করবে না।

[ বিঃদ্রঃ ট্যুর চলাকালীন সময়ে কেউ কারো কাছে টাকা ধার দিবো না এবং নিবো না। আপনি যদি টাকা তার পরেও কোনো লেনদেন করে থাকেন তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার আপনার, এতে টিম JBZ কোন প্রকার দায়ভার বহন করবে না। ]

⭕ যে সকল বাইকার ভাইয়েরা উক্ত ট্যুর এ অংশগ্রহণ করতে ইচ্ছুক অনুগ্রহ করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুণ :
01876-921454 ( ফজলে রাব্বি )
01712-124995 ( উজ্জ্বল )
অথবা কমেন্ট করুণ।

◼️ট্যুর পরিকল্পনা ও নিয়মাবলী :-
আমাদের Front Line এ একজন ও Back Line এ একজন কভার দিবে। চিন্তার কোন কারন নাই First Rider সহ অন্যান্যরা খুব সাবধানে চালাবেন । আশা করি আপনাদের কোন অসুবিধা হবে না । কিন্তু দয়া করে পেছনের জনদের কথা ভেবে চালাবেন । আমরা অনেকেই বাউলি দেই, কিন্তু আপনার পাশে বাইকারটি হয়তো আপনার বাউলিতে ভয় পেয়ে যেতে পারে বা পরে যেতে পারে । মনে রাখবেন আপনার ছোট একটা ভুলের জন্য আমাদের এতো সুন্দর Program টা নষ্ট হয়ে যেতে পারে। সাবধান এ ধরনের কোন কাজ করা যাবে না। বিষয়টা মাথায় রেখে চালাবেন অনুগ্রহ করে । একে অপরের মধ্যে যথেষ্ঠ গ্যাপ রেখে চালাবেন ।

◼️যা যা নিতে হবে:
বাইক ও বাইকের পেপারস, ড্রাইভিং লাইসেন্স | সবাই অবশ্যই ফুল ফেস হেলমেট পরবেন। পিলিয়ন থাকলে তাকেও অবশ্যই হেলমেট পরতে হবে। বডি আরমার, রিফ্লেটিং জ্যাকেট,জুতা, ক্যামেরা, গোপ্রো থাকলে নিয়ে নিবেন অনুগ্রহ করে ।

বি.দ্র: ট্যুরে কোন প্রকার দূর্ঘটনার জন্য Jamalpur Bikers Zone (JBZ) কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না। আপনাদের নিরাপত্তা আপনাদের, আমরা আপনাদের সাথেই থাকবো ।

🚨 Jamalpur Bikers Zone (JBZ) অফিসিয়াল জার্সি – প্রি-অর্ডার চলছে!🏍️ নিজের নামে কাস্টমাইজড জার্সি পরে ছুটে চলুন, মুক্ত হা...
10/08/2025

🚨 Jamalpur Bikers Zone (JBZ) অফিসিয়াল জার্সি – প্রি-অর্ডার চলছে!

🏍️ নিজের নামে কাস্টমাইজড জার্সি পরে ছুটে চলুন, মুক্ত হাওয়ার স্পর্শে জয় করুন নতুন গন্তব্য!

প্রতিটি যাত্রাকে করুন আরও রোমাঞ্চকর — স্টাইল, কমফোর্ট এবং ইউনিক ডিজাইনের পারফেক্ট কম্বিনেশনে।

💰 শুভেচ্ছো মূল্য :-

🖤 হাফ হাতা – মাত্র ৳370

❤️ ফুল হাতা – মাত্র ৳400

01744100552 -বিকাশ এজেন্ট ( ক্যাশ আউট)

📌 (সেন্ড মানি হলে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)

📅 অর্ডার গ্রহণের তারিখ: ১০/০৮/২০২৫ থেকে ২০/০৮/২০২৫ পযন্ত।

⚡ সীমিত সময়ের সুযোগ — আজই বুক করুন আপনার জার্সি!

📲 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি গ্রুপে যোগাযোগ করুন — Jamalpur Bikers Zone (JBZ)।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাজির আমাদের অফিসিয়াল জার্সি! 🏍️👕স্টাইল, কমফোর্ট আর বাইকার স্পিরিটের পারফেক্ট মিশ্রণ – ঠিক যেমন...
09/08/2025

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাজির আমাদের অফিসিয়াল জার্সি! 🏍️👕
স্টাইল, কমফোর্ট আর বাইকার স্পিরিটের পারফেক্ট মিশ্রণ – ঠিক যেমন আমরা চেয়েছিলাম।

💥 এই জার্সি শুধু পোশাক নয়, এটি আমাদের ভালোবাসা, ঐক্য আর গর্বের প্রতীক।
📌 ডিজাইন করা হয়েছে JBZ পরিবারের জন্য, যারা রাইড করে হৃদয় দিয়ে!

📷 ছবিতে দেখে নিন আমাদের নতুন লুক, আর প্রস্তুত হোন এই জার্সি পরে পরবর্তী রাইডে ইতিহাস গড়তে!

09/08/2025

Are You Ready Bikers...... 👀

Squid Game x Royal Enfield.
06/01/2025

Squid Game x Royal Enfield.

Jamalpur Bikers Zone গ্রুপে পোষ্ট করেছেন,আহনাফ হাসান রিফাত
08/03/2024

Jamalpur Bikers Zone গ্রুপে পোষ্ট করেছেন,
আহনাফ হাসান রিফাত

যাদের যাদের টি-শার্ট অর্ডার দেওয়া ছিল, তারা জামালপুর টিভিএস সার্ভিস সেন্টারে সৈকত ভাই এর থেকে টি-শার্ট বুঝে নিবেন।যোগায...
03/03/2024

যাদের যাদের টি-শার্ট অর্ডার দেওয়া ছিল, তারা জামালপুর টিভিএস সার্ভিস সেন্টারে সৈকত ভাই এর থেকে টি-শার্ট বুঝে নিবেন।

যোগাযোগ : ০১৯৮০৮২৭৭০২ (সৈকত)।

Address

Jamalpur Sadar
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Bikers Zone - JBZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share