
04/07/2025
জানা, অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া।
কিছুটা সুখ, কিছুটা ব্যথা।
সব ভুলে, না ভুলে,
দিন শেষে ভেবে যাই শুধু নিজেরই কথা।
আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে?
তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে। ♥️🍃