DCU Update News

DCU Update News প্রস্তাবিত " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি" যাবতীয় বিষয়ে নিয়মিত আপডেট পেতে এই পেজে চোখ রাখুন।

26/08/2025

🔥Update🔥

ঢাকেবি ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যার দিকে প্রকাশ করা হবে।
সোর্স:- অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার।

বিদ্র:স্যারকে কল দিয়ে জানা হয়েছে।বিলম্ব হলে পোস্টদাতা দায়ী নয়😉

22/08/2025

আগামীকাল যাতে পরিক্ষার্থী ভাই-বোনেরা ১ ঘন্টা আগে কেন্দ্রে আসে এক্ষেত্রে সবার পরিচিতদের অবগত করার অনুরোধ।

আজ অনেকেই একদম কাছাকাছি সময়ে এসেছে যেটা কাম্য নয়।

আজ ২২/০৮/২৫ খ্রি. তারিখের প্রশ্ন। সামাজিক বিজ্ঞান অনুষদ। প্রশ্নের মান কেমন হয়েছে জানাবেন?
22/08/2025

আজ ২২/০৮/২৫ খ্রি. তারিখের প্রশ্ন।
সামাজিক বিজ্ঞান অনুষদ। প্রশ্নের মান কেমন হয়েছে জানাবেন?

22/08/2025

"ঢাকেবি থেকে পড়াশোনা করে আমার সন্তান ভালো জায়গায় পৌঁছাবে" 🩷
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (DCU) ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থী ও তাঁর শ্রদ্ধেয় মায়ের সাক্ষাৎকার 🥰

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট/২২ আগস্ট ২০২৫

ঢাকা কলেজের সিট প্লান যাদের ঢাকা কলেজে সিট পরেছে তারা দেখে নিতে পারেন।
21/08/2025

ঢাকা কলেজের সিট প্লান যাদের ঢাকা কলেজে সিট পরেছে তারা দেখে নিতে পারেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের "বিজ্ঞান" অনুষদের ভর্তি পরীক্ষার্থীদের "সরকারি বাঙলা কলেজ"...
21/08/2025

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের "বিজ্ঞান" অনুষদের ভর্তি পরীক্ষার্থীদের "সরকারি বাঙলা কলেজ" কেন্দ্রের আসন বিন্যাস।

20/08/2025

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিটা কেন্দ্রে ব্যাগ ও মোবাইল ফোন রাখার জন্য হেল্প ডেক্স থাকবে। চিন্তার কারণ নেই।

“ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সারা বাংলাদেশের বিভিন্ন  জেলা থেকে আগত শিক্ষার্থীরা যে কোনো প...
20/08/2025

“ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
আবাসন সুবিধা + মোবাইল / প্রয়োজন জিনিসপত্র রাখার সুব্যবস্হা করে দেওয়ার জন্য জেলা কল্যাণগুলা প্রস্তুত।

20/08/2025

প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইচ্ছে করে সাত কলেজের ভর্তি পরিক্ষা সবার শেষে নিতো। তাঁদের শিক্ষার্থী প্রায় ভর্তি শেষ হওয়ার পরে সাত কলেজের পরিক্ষা শুরু করতো। ক্লাস শুরু হত নভেম্বরে।

মাইগ্রেশান নামক যন্ত্রণায় ফেলে শিক্ষার্থীদের অতিষ্ঠ করে ফেলতো। অনেকসময় দেখা যেত পজিশন আগে থেকেও তাঁদের ভজো হরি মার্কা সিস্টেমে প্রত্যাশিত বিষয় বা কলেজ পেত না। শুরুতেই শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দিতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর মাত্র অল্প সময় পেয়েছে ঢাকেবির অন্তর্বর্তী প্রশাসন। তবুও এডমিট কার্ডে আসন সহ সবকিছু উল্লেখ করে দিয়েছে।

ভর্তির কাজটা আহামরি কঠিন কিছু না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা সিন্ডিকেট নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এদেশের শিক্ষার্থীদের মানসিক অশান্তিতে ফেলেছে। চাইলেই কতটা সহজে সবকিছু করতে পারতো।

সামান্য অবৈধ অর্থের লোভ মানুষকে একদম নিচে নামিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রেও তাঁর বিকল্প কিছু হয়নি।

শিক্ষা সিন্ডিকেট নিপাত যাক, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মুক্তি পাক।

- মোঃ আব্দুর রহমান

20/08/2025

🔴সাত কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবি কি অযৌক্তিক ?

🎯পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে মেধা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি করে থাকে।তেমনি সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা লক্ষাধিক শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়েই ভর্তি হয়েছে। অর্থাৎ মেধা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই এরা এসেছে। যে ভর্তি পরীক্ষা স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ই আয়োজন করে।সবাই এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না। একটা নির্দিষ্ট পয়েন্টধারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। যারা অংশ নেয় তাদের সবাইও আবার চান্স পায় না। এদের মধ্যে যারা ভালো নাম্বার তুলতে পারে তারাই ভর্তি হওয়ার সুযোগ পায়।

🎯এই সাত কলেজে দেশ সেরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে। নটরডেম থেকে শুরু করে বিভিন্ন টপ কলেজের শিক্ষার্থীরা রয়েছে। একাডেমিক আর এডমিশন এই দুইটা ভিন্ন। এডমিশন পিরিয়ডে প্রতিযোগিতা অনেক বেশি। সিট সংখ্যা সীমিত, সবাই চান্স পাবে এমনটি নয়। তাই বলে কি দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ারা কি অমেধাবী খড়কুটো? তাদের প্রতিভা বিলুপ্ত হয়ে গেছে? তাহলে কেন এত তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, হয়রানি করা হবে?

🎯ঢাকার বাইরে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা এখানে রয়েছে। যারা ঢাকা শহরের বিভিন্ন এডভান্টেজ ও চাকিরর প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে শেখার পরিবেশের জন্য, নিজেকে আপডেট রাখার জন্য কিংবা অনেকে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য ঢাকা বাইরে চান্স পাওয়া সত্বেও যায়নি। কারণ ঢাকার টিউশনির বাজার ভালো। ঢাকার সব কিছু ভালো ক্যারিয়ার গঠনের জন্য।

🎯আবার অনেকে ঢাকার বাইরে পছন্দের সাবজেক্ট পায়নি, সাত কলেজে পছন্দের সাবজেক্ট আসছে এখানেই কনফার্ম করেছে।

🔴সাত কলেজের অবকাঠামো বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে—

🎯সাতটি কলেজের মোট আয়তন প্রায় ৮০ একর। বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের আয়তন প্রায় ৮৩ একর। বুয়েট যদি ৮৩ একরে মান-সম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে, সেরা প্রতিষ্ঠান হতে পারে তাহলে সাত কলেজ কেন নয়?

🔴সাত কলেজের একডেমিক ভবন সংখ্যা :-

১.তিতুমীর কলেজের একাডেমিক ভবন--- ৬ টা
২.বাঙলা কলেজের একাডেমিক ভবন--- ৮ টা
৩.ঢাকা কলেজের একাডেমিক ভবন— ৮ টা
৪.ইডেন কলেজের একাডেমিক ভবন – ৬ টা
৫. বদরুন্নেসার একাডেমিক ভবন – ৫ টা
৬. কবি নজরুলের একাডেমিক ভবন --- ৫ টা
৭.সোহরাওয়ার্দীর একাডেমিক ভবন--- ৫ টা
মোট একাডেমিক ভবন --- ৪৩ টা।

🔴 সাত কলেজ হল সংখ্যা :-

১.তিতুমীর কলেজে হল আছে ৫ টা
২. বাঙলা কলেজে হল আছে ২ টা ( আর ২ টা নির্মানাধীন)
৩. ঢাকা কলেজে হল আছে ৮ টা
৪.ইডেনে হল আছে ৬ টা
৫.বদরুন্নেসা কলেজে হল আছে ২টা
৬.কবি নজরুল সরকারি কলেজের ১ টি অস্থায়ী হল আছে। নিজস্ব আবাসিক হল নেই।
৭.সোহরাওয়ার্দী কলেজের কোন হল নেই।
মোট আবাসিক হল সংখ্যা --- ২১ টা।

🔴সাত কলেজ বাস সংখ্যা:-

১.তিতুমীরের বাস সংখ্যা – ৯ টা
২. বাঙলা কলেজের বাস সংখ্যা—২ টা
৩.ঢাকা কলেজের বাস সংখ্যা --- ৮ টা
৪.ইডেন কলেজের বাস সংখ্যা --- ৪টি বাস ও ২টি মাইক্রোবাস,অ্যাম্বুলেন্স ১ টি।
৫.বদরুন্নেসা কলেজের বাস সংখ্যা – ৪ টা
৬.কবি নজরুলে ২ টা ডাবল ডেকার
৭.সোহরাওয়ার্দীতে ২ টা ডাবল ডেকার
মোট বাস সংখ্যা --- ৩১ টা।

🎯 দেশের আনাচে কানাচে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের থেকে সাত কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে হারিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন আগেও একটি টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কবি নজরুল সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। জেনে বিস্মিত হবেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাজেট দিয়েছিলো প্রায় এক লক্ষের উপরে। আর কবির বিতার্কিকদের জন্য এক টাকাও বাজেট ছিল না!

🎯 চাকুরী পরীক্ষায়ও সাত কলেজ শিক্ষার্থীদের সাফল্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে। সাম্প্রতিক দুটো উদাহরণ দিই :- ঢাকা কলেজের ১৩-১৪ সেশনের রুবেল ভাই ৪৩ তম শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছিলেন।ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের হাফিজা খাতুন মনি ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইত্যাদি।

🎯 বিশ্ববিদ্যালয় হলে গ্রামের পিছিয়ে পড়া ছাত্ররা ঢাকাতে থেকে মেধার যথাযথ প্রয়োগ ঘটাতে পারবে। এখানে অবকাঠামোগত কারণ উল্লেখ করেছি। আরও অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। সব কিছু প্রস্তুত শুধু ঘোষনা দিলেই কার্যক্রম শুরু করা যায়। টিচার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কার্যক্রম পরিচালনা করার পর নতুন শিক্ষক আসলে এখন কার শিক্ষক দের ছাঁটাই করা যায়। অথবা তাদের অন্যভাবে বিশ্ববিদ্যালয়ে রাখা যায় কিনা সে বিষয়ে ভাবা যায়। ইন্টারমিডিয়েট কে মাউশির আন্ডারে দিয়ে সম্পুর্ন রুপে আলাদা ভাবে পরিচালনা করা যায়। তবুও কেনো এত দ্বিধা সতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় করতে?

এখন আপনাদের কাছে প্রশ্ন:- সাত কলেজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত শিক্ষার্থীরা কি বিশ্ববিদ্যালয় কাঠামোর দাবি রাখে না ?

17/08/2025

২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার এডমিট কার্ডের লিংক পাবলিশ হয়েছে।। ৫ টার পর থেকে পাবেন।।

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share