20/08/2025
🔴সাত কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবি কি অযৌক্তিক ?
🎯পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে মেধা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি করে থাকে।তেমনি সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা লক্ষাধিক শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়েই ভর্তি হয়েছে। অর্থাৎ মেধা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই এরা এসেছে। যে ভর্তি পরীক্ষা স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ই আয়োজন করে।সবাই এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না। একটা নির্দিষ্ট পয়েন্টধারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। যারা অংশ নেয় তাদের সবাইও আবার চান্স পায় না। এদের মধ্যে যারা ভালো নাম্বার তুলতে পারে তারাই ভর্তি হওয়ার সুযোগ পায়।
🎯এই সাত কলেজে দেশ সেরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে। নটরডেম থেকে শুরু করে বিভিন্ন টপ কলেজের শিক্ষার্থীরা রয়েছে। একাডেমিক আর এডমিশন এই দুইটা ভিন্ন। এডমিশন পিরিয়ডে প্রতিযোগিতা অনেক বেশি। সিট সংখ্যা সীমিত, সবাই চান্স পাবে এমনটি নয়। তাই বলে কি দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ারা কি অমেধাবী খড়কুটো? তাদের প্রতিভা বিলুপ্ত হয়ে গেছে? তাহলে কেন এত তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, হয়রানি করা হবে?
🎯ঢাকার বাইরে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা এখানে রয়েছে। যারা ঢাকা শহরের বিভিন্ন এডভান্টেজ ও চাকিরর প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে শেখার পরিবেশের জন্য, নিজেকে আপডেট রাখার জন্য কিংবা অনেকে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য ঢাকা বাইরে চান্স পাওয়া সত্বেও যায়নি। কারণ ঢাকার টিউশনির বাজার ভালো। ঢাকার সব কিছু ভালো ক্যারিয়ার গঠনের জন্য।
🎯আবার অনেকে ঢাকার বাইরে পছন্দের সাবজেক্ট পায়নি, সাত কলেজে পছন্দের সাবজেক্ট আসছে এখানেই কনফার্ম করেছে।
🔴সাত কলেজের অবকাঠামো বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে—
🎯সাতটি কলেজের মোট আয়তন প্রায় ৮০ একর। বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের আয়তন প্রায় ৮৩ একর। বুয়েট যদি ৮৩ একরে মান-সম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে, সেরা প্রতিষ্ঠান হতে পারে তাহলে সাত কলেজ কেন নয়?
🔴সাত কলেজের একডেমিক ভবন সংখ্যা :-
১.তিতুমীর কলেজের একাডেমিক ভবন--- ৬ টা
২.বাঙলা কলেজের একাডেমিক ভবন--- ৮ টা
৩.ঢাকা কলেজের একাডেমিক ভবন— ৮ টা
৪.ইডেন কলেজের একাডেমিক ভবন – ৬ টা
৫. বদরুন্নেসার একাডেমিক ভবন – ৫ টা
৬. কবি নজরুলের একাডেমিক ভবন --- ৫ টা
৭.সোহরাওয়ার্দীর একাডেমিক ভবন--- ৫ টা
মোট একাডেমিক ভবন --- ৪৩ টা।
🔴 সাত কলেজ হল সংখ্যা :-
১.তিতুমীর কলেজে হল আছে ৫ টা
২. বাঙলা কলেজে হল আছে ২ টা ( আর ২ টা নির্মানাধীন)
৩. ঢাকা কলেজে হল আছে ৮ টা
৪.ইডেনে হল আছে ৬ টা
৫.বদরুন্নেসা কলেজে হল আছে ২টা
৬.কবি নজরুল সরকারি কলেজের ১ টি অস্থায়ী হল আছে। নিজস্ব আবাসিক হল নেই।
৭.সোহরাওয়ার্দী কলেজের কোন হল নেই।
মোট আবাসিক হল সংখ্যা --- ২১ টা।
🔴সাত কলেজ বাস সংখ্যা:-
১.তিতুমীরের বাস সংখ্যা – ৯ টা
২. বাঙলা কলেজের বাস সংখ্যা—২ টা
৩.ঢাকা কলেজের বাস সংখ্যা --- ৮ টা
৪.ইডেন কলেজের বাস সংখ্যা --- ৪টি বাস ও ২টি মাইক্রোবাস,অ্যাম্বুলেন্স ১ টি।
৫.বদরুন্নেসা কলেজের বাস সংখ্যা – ৪ টা
৬.কবি নজরুলে ২ টা ডাবল ডেকার
৭.সোহরাওয়ার্দীতে ২ টা ডাবল ডেকার
মোট বাস সংখ্যা --- ৩১ টা।
🎯 দেশের আনাচে কানাচে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের থেকে সাত কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে হারিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন আগেও একটি টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কবি নজরুল সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। জেনে বিস্মিত হবেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাজেট দিয়েছিলো প্রায় এক লক্ষের উপরে। আর কবির বিতার্কিকদের জন্য এক টাকাও বাজেট ছিল না!
🎯 চাকুরী পরীক্ষায়ও সাত কলেজ শিক্ষার্থীদের সাফল্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে। সাম্প্রতিক দুটো উদাহরণ দিই :- ঢাকা কলেজের ১৩-১৪ সেশনের রুবেল ভাই ৪৩ তম শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছিলেন।ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের হাফিজা খাতুন মনি ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইত্যাদি।
🎯 বিশ্ববিদ্যালয় হলে গ্রামের পিছিয়ে পড়া ছাত্ররা ঢাকাতে থেকে মেধার যথাযথ প্রয়োগ ঘটাতে পারবে। এখানে অবকাঠামোগত কারণ উল্লেখ করেছি। আরও অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। সব কিছু প্রস্তুত শুধু ঘোষনা দিলেই কার্যক্রম শুরু করা যায়। টিচার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কার্যক্রম পরিচালনা করার পর নতুন শিক্ষক আসলে এখন কার শিক্ষক দের ছাঁটাই করা যায়। অথবা তাদের অন্যভাবে বিশ্ববিদ্যালয়ে রাখা যায় কিনা সে বিষয়ে ভাবা যায়। ইন্টারমিডিয়েট কে মাউশির আন্ডারে দিয়ে সম্পুর্ন রুপে আলাদা ভাবে পরিচালনা করা যায়। তবুও কেনো এত দ্বিধা সতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় করতে?
এখন আপনাদের কাছে প্রশ্ন:- সাত কলেজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত শিক্ষার্থীরা কি বিশ্ববিদ্যালয় কাঠামোর দাবি রাখে না ?