10/07/2025
"সময়ই জীবন — আর জীবন কখনোই থেমে থাকে না!" — হেনরি ডেভিড থোরো
প্রতিটি মুহূর্ত নিঃশব্দে চলে যাচ্ছে... কেউ গুনছে, কেউ হারাচ্ছে, আর কেউ গড়ে তুলছে নিজের ভবিষ্যৎ।
আমরা প্রতিদিন বলে থাকি,
👉 “সময় পাই না”,
👉 “সময় থাকলে করতাম”,
👉 “আরো সময় দরকার”…
কিন্তু কখনো কি ভেবে দেখেছি — সময় আমাদেরই জীবনের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজায় পা রাখতে দেরি করলে, সে অপেক্ষা করে না।
🧭 সময় কারও জন্য থামে না।
🕯️ ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, সফল-ব্যর্থ — সবার জন্যই ২৪ ঘণ্টা। পার্থক্যটা হয় সময় ব্যবহারের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তে।
“কাল” বলে কিছু নেই — আছে শুধু “আজ”।
আর আজকেই যদি আমরা গুরুত্ব দিই না, তাহলে ভবিষ্যতের হাতে থাকবে শুধু আফসোস।
🔑 জীবন অনেক বড় নয়, শুধু সময়গুলো ঠিকভাবে কাজে লাগালে সেটাই হয়ে ওঠে অসাধারণ।
🪞 সময় যেমন পরীক্ষায় ফেলে, তেমনি শেখায় — কে আসল, কে মুখোশধারী।
🖤 সময় কখনো কঠিন হয়ে আসে, কখনো নরম হয়ে ভরসা দেয়। কিন্তু এক মুহূর্তের ভুলেই পুরো জীবন বদলে যেতে পারে।
---
📌 জীবন বদলে দিতে পারে এমন কিছু সময় সম্পর্কিত বাস্তব উক্তিঃ
📍 “Lost time is never found again.” – Benjamin Franklin
📍 “You may delay, but time will not.” – Benjamin Franklin
📍 “Time is what we want most, but what we use worst.” – William Penn
📍 “সময়ের একফোঁটাও অপচয় নয়—এটাই সফলতার মূল চাবিকাঠি।” – ড. মুহাম্মদ ইউনূস
---
#সময় #সময়েরমূল্য #উক্তি #সফলতা