22/09/2025
ধরার বুকে নেমে এলো আসমানী চাঁদ!
তিনি ছিলেন মধ্যম উচ্চতার, অতিরিক্ত লম্বা নন, একেবারে খর্বকায়ও নন। সুগঠিত শরীর, ভরাট চাহনি, মসৃণ কপোল, বরফের মতো শুভ্র দাঁত, মানানসই উচ্চতার পাশাপাশি ঈর্ষণীয় গাম্ভীর্যতার অধিকারী।
প্রশস্ত কাঁধ, মজবুত পেশি ও হাড়, শক্তিশালী অথচ মোলায়েম হস্তের অধিকারী। বক্ষ মুবারক ছিল দেহের সাথে সুসামঞ্জস্যপূর্ণ, যা দারুণভাবে তাঁর ব্যক্তিত্বকে প্রকাশ করত। মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল, সর্বদা মায়াময় এক মুচকি হাসি লেগে থাকত মুখে; তবে তাঁর হাসি কখনো উচ্চস্বরে হতো না—ভারসাম্যপূর্ণ, মৃদু মুচকি হাসি।
চক্ষু ছিল মায়াবী হরিণের চোখের ন্যায়; চোখের কালো অংশ কুচকুচে কালো এবং সাদা অংশ ছিল ধবধবে সাদা। সেই চোখে সর্বদা দ্যুতি খেলা করত। চোখের পাপড়ি ছিল সরু, যেন আলোর সিঁথি বেয়ে নেমে গেছে ঘন ছায়া।
তিনি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। পরিমিত শব্দচয়ন, শ্রুতিমধুর উচ্চারণ এবং কথা বলার অমায়িক অঙ্গভঙ্গির কারণে মক্কার কাফেররাও মন্ত্রমুগ্ধের মতো তাঁকে শুনত। তিনি কথা বললে মনে হতো মুখ থেকে মুক্তো ঝড়ছে।
চুল ছিল ঈষৎ কোঁকড়ানো, যা তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। কখনো কান ছুঁই ছুঁই করত, কখনো বা সেই চুল কাঁধ পর্যন্ত পৌঁছাত। শেষ বয়সে চুল ও দাড়ি মিলিয়ে গোটা বিশেক চুল শুভ্র হয়েছিল।
তিনি হাঁটতেন দৃপ্ত ভঙ্গিতে, যেন ঢাল বেয়ে নেমে যাওয়া অদৃশ্য শক্তির প্রতীক; কিন্তু পদক্ষেপে দাম্ভিকতার লেশমাত্রও ছিল না। তপ্ত রোদে ঘর্মাক্ত হলে চেহারা রক্তিম বর্ণ ধারণ করত, কপালে বিন্দু বিন্দু ঘাম মণি-মুক্তোর ন্যায় ঝলমল করত। শরীরে ছিল এক মোহনীয় সুবাসের পরশ, যা বাহ্যিক ব্যক্তিত্ব এবং সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলত।
কিন্তু তাঁর চূড়ান্ত সৌন্দর্য ছিল চারিত্রিক পবিত্রতা। গোটা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, কখনো আমানতের খিয়ানত করেননি, কাউকে কষ্ট দেননি। তিনি কখনো রাগান্বিত হতেন না, খাবারে দোষ খুঁজতেন না; বরং যা সামনে আসত, তাই চুপচাপ খেয়ে ফেলতেন।
নম্রতা, দয়া, ক্ষমা, ধৈর্য এবং সত্যবাদিতার অলৌকিক নিদর্শন ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম বলেন, "প্রথমবার দেখলে অন্তরে ভয়মিশ্রিত শ্রদ্ধার উদয় হতো, কিন্তু যে ব্যক্তি তাঁর সান্নিধ্য লাভ করত, সে তাঁকে ভালোবেসে ফেলত।" তিনি ছিলেন বাহ্যিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রের অনন্য উদাহরণ।
হাসসান বিন সাবেত (রা.) নবিজি ﷺ সম্পর্কে বলেন, "আর আপনার চেয়ে ভালো কাউকে আমার চোখ কখনো দেখেনি, আর আপনার চেয়ে সুন্দর কাউকে কোনো নারী জন্ম দেয়নি।আপনাকে প্রতিটি ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনার ইচ্ছা মতো আপনাকে সৃষ্টি করা হয়েছে।"
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া-সাল্লাম❤️
(Copy by Mizanur Rahman Azhari)