আমল ও দোয়া

আমল ও দোয়া "নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। "

সুরা : আল-ইনশিরাহ
(2)

25/10/2025

কাজকে অনেক সহজ মনে করি,
কিন্তু আমার মনে করায় কি আসে,
কাজ অনেক কঠিন 🙂

25/10/2025

কে কাকে ভয় পায়?? 😁😁
আমল ও দোয়া

২৬ বছর বয়সী এক কৃষক মাঠে কাজ করছিলেন। দুপুরের আকাশটা ছিল ভারী, মেঘে ঢাকা। কেউ জানত না, কয়েক সেকেন্ড পরেই তার জীবনের সবচে...
24/10/2025

২৬ বছর বয়সী এক কৃষক মাঠে কাজ করছিলেন। দুপুরের আকাশটা ছিল ভারী, মেঘে ঢাকা। কেউ জানত না, কয়েক সেকেন্ড পরেই তার জীবনের সবচেয়ে বড় বজ্রপাত নেমে আসবে।

হঠাৎ প্রচণ্ড শব্দ—আলো ঝলক, তারপর অন্ধকার।
তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, নিথর। প্রায় ১৫ মিনিট পর জ্ঞান ফিরে এলো, কিন্তু মনে নেই কিছুই—কি হয়েছিল, কোথায় ছিলেন, কিছুই না।
চিকিৎসকরা বললেন, তাঁর অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া হয়েছে—অর্থাৎ, বজ্রপাতের পরের স্মৃতিগুলো পুরোপুরি হারিয়ে ফেলেছেন।

গলার চারপাশে আর বুকে দেখা গেল পোড়া দাগ—একটা অদ্ভুত নকশা। আসলে সেটি ছিল তাঁর গলায় থাকা লোহার লকেটের ছাপ, যেটার মধ্য দিয়েই বজ্রপাত শরীরে প্রবেশ করেছিল। তিনদিন পর্যবেক্ষণে রাখার পর তিনি পুরোপুরি সেরে ওঠেন, কিন্তু আজও সেই মুহূর্তের কিছুই মনে করতে পারেন না।
শুধু গলার দাগটা—স্মৃতি হয়ে রয়ে গেছে, যেন আকাশের সঙ্গে যুদ্ধের এক চিহ্ন।

বজ্রপাত শুধু বিদ্যুৎ নয়, এটা প্রকৃতির এক নির্মম বাস্তবতা।
বাংলাদেশে প্রতিবছর শত শত মানুষ বজ্রাঘাতে প্রাণ হারায়, অথচ সামান্য সতর্কতা থাকলে এই মৃত্যুগুলো রোধ করা যায়।

নিরাপদ থাকার কিছু সহজ উপায়:
১️ বজ্রসহ বৃষ্টি শুরু হলে দ্রুত খোলা জায়গা (ধানক্ষেত, মাঠ, পুকুরপাড়) ছেড়ে আশ্রয় নিন।
২️ গাছের নিচে আশ্রয় নেবেন না—বজ্রপাত সবচেয়ে বেশি গাছেই আঘাত হানে।
৩️লোহার বস্তু যেমন কোদাল, ছাতা, লকেট, চেইন—সব খুলে ফেলুন।
৪️ ঘরে থাকলে বৈদ্যুতিক যন্ত্র (টিভি, ফ্রিজ, মোবাইল চার্জার) বন্ধ রাখুন।
৫️ গাড়িতে থাকলে জানালা বন্ধ রাখুন, সেটাই তুলনামূলক নিরাপদ আশ্রয়।
৬️ বজ্রপাতের সময় ফোনে কথা বলা বা গ্যাস লাইনের পাশে থাকা থেকেও বিরত থাকুন।

বজ্রপাত মুহূর্তের ঘটনা, কিন্তু তার পরিণতি আজীবন বয়ে বেড়াতে হয়।
তাই আকাশ যখন গর্জে ওঠে—দৌড়াবেন না, আশ্রয় নিন।
জীবন আপনার, রক্ষা করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা।

Dr-Abdur Rahman এর টাইমলাইন থেকে (কালেক্ট

একদম ঠিক কথা ১০০%❤️🙂
23/10/2025

একদম ঠিক কথা ১০০%❤️🙂

23/10/2025

হে আল্লাহ, আমাদের সুন্দর করে গুছিয়ে বলতে না পারা ইচ্ছা গুলো পূরণ করে দিন।❤️
*আমিন*

পোস্টটি সামনে গেলে রেসপন্স করবেন,তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে ❤️,এনগেজমেন্ট  বাড়লে ইনকাম বাড়বে 🙂🌹☘️
22/10/2025

পোস্টটি সামনে গেলে রেসপন্স করবেন,তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে ❤️,এনগেজমেন্ট বাড়লে ইনকাম বাড়বে 🙂🌹☘️

*মাটি আর বেটি এই দুইটি পৃথিবীর সকল সমস্যার মূল*
22/10/2025

*মাটি আর বেটি এই দুইটি পৃথিবীর সকল সমস্যার মূল*

🙂😁❤️...
19/10/2025

🙂😁❤️...

এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র—😭😭 দুই-একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। ঠিক ...
18/10/2025

এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র—😭😭 দুই-একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। ঠিক আগের মতোই! অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা!

এগুলো কি নিছক দুর্ঘটনা? কেবল-ই অবহেলা আর অব‍্যবস্থাপনা? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন যেন পিছু ছাড়ছে না। এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে কি?

প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিরপেক্ষ তদন্ত করুন। খতিয়ে দেখুন। যথাযথ ব্যবস্থা নিন।....

C.p Mizanur Rahman azhari.

Good night
17/10/2025

Good night

Address

Melandah, Jamalpur
Jamalpur Sadar Upazila
2010

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমল ও দোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share