
15/09/2025
টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও ইতিহাসের পাতায় নাম লিখলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার জিতে তিনি উঠে এলেন সেরাদের কাতারে। এখন তার সামনে আছেন কেবল চারজন কিংবদন্তি— অ্যালেক্স হেলস (৪৫), কাইরন পোলার্ড (৪৭), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮) এবং শীর্ষে থাকা ক্রিস গেইল (৬০)।
সংখ্যার হিসেবে খুব বেশি দূরে নন সাকিব। গেইলকে ছাড়ানো নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ, তবে হেলস, পোলার্ড কিংবা ম্যাক্সওয়েলকে টপকে যাওয়া একদমই অসম্ভব নয়। কারণ সাকিব এখনো নিয়মিত বিভিন্ন লীগে টি-টোয়েন্টি খেলছেন।
অলরাউন্ড পারফরম্যান্সে দাপট দেখাতে জানেন সাকিব। তাই সামনে সুযোগ আছে আরও কয়েকটি ম্যাচসেরা পুরস্কার নিজের ঝুলিতে ভরার। সময়ের অপেক্ষা মাত্র— হেলস, পোলার্ড আর ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে নতুন উচ্চতায় ওঠার।