মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশন

মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশন, modder chor, vabki bazar, melandah, Jamalpur, Jamalpur Sadar Upazila.

MCIF - একটি সেবামূলক সংগঠন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন, দরিদ্রতা ও অসহায়ত্ব দূরীকরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 🖤

আল্লাহু আকবার!❤️

28/10/2025
🌊 আল-ইখলাস ফাউন্ডেশনের মাধ্যমে দুটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ    🌊আসসালামুআলাইকুম প্রিয় বন্ধু ও সহযোগীরা,আমাদের ফাউন্ডে...
16/10/2025

🌊 আল-ইখলাস ফাউন্ডেশনের মাধ্যমে
দুটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ 🌊

আসসালামুআলাইকুম প্রিয় বন্ধু ও সহযোগীরা,

আমাদের ফাউন্ডেশন ‘মধ্যের চর আল-ইখলাস ফাউন্ডেশন’ দু’টি গরিব পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করতে চায়, যাতে তারা সাফ পানি পান করতে পারে এবং জীবনযাত্রা সহজ হয়। কিন্তু বর্তমানে আমাদের ফান্ডে পর্যাপ্ত অর্থ নেই।

আপনার সহযোগিতা এই দায়িত্বপূর্ণ কাজটিকে বাস্তবে রূপ দিতে পারে। ছোট বা বড়—যেকোনো দান এই মহৎ উদ্যোগকে সফল করতে পারে।

📖 নবী করীম (সা.) এর হাদিস অনুযায়ী:
"যে ব্যক্তি একজনকে পানি খাওয়ায়, আল্লাহ তাকে জান্নাতের পানি পান করাবেন।"
(সহীহ বুখারী)

🫶 দয়া করে আমাদের এই উদ্যোগে পাশে আসুন।

💕একসাথে আমরা জীবন বাঁচাতে পারি, আশা ফিরিয়ে আনতে পারি।

💧 আল-ইখলাস ফাউন্ডেশন: পানি একটি জীবন 🌊

🤝 আপনার ছোট্ট দানও কারো জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আসুন, হাতে হাত মেলাই, তৃষ্ণার্তদের জীবন বাঁচাই।
আর আপনি যদি এসব স্থানে দান করে যান তাহলে মৃত্যুর পর পর্যন্ত আপনার এই সব সওয়াবের দরজা জারি থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে এসব পেতে থাকবেন সাদকায়ে জারিয়া হিসেবে সুতরাং নিজের জন্য কিছু রেখে যাওয়া আমাদের সকলেরই উচিত।

💰 দান ও সহযোগিতা করতে যোগাযোগ করুন: [{যোগাযোগ:- 01973-578693*///বিকাশ, নগদ, রকেট, উপায়. (পার্সোনাল)}]

আসসালামু আলাইকুম,সম্মানিত মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশনের সদস্যগণ ও সহযোগীরা আপনাদের দেওয়া অর্থে দুইটি টিউবওয়েল দুইটি প...
15/10/2025

আসসালামু আলাইকুম,
সম্মানিত মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশনের সদস্যগণ ও সহযোগীরা আপনাদের দেওয়া অর্থে দুইটি টিউবওয়েল দুইটি পরিবারকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারেন সাদকায়ে জারিয়া হিসেবে আপনাদের দানের হাতকে প্রসারিত করে আল-ইখলাছ ফাউন্ডেশনকে সহযোগিতা করুন।
আমাদের ফান্ডে যে টাকা আছে তা দিয়ে মনে হয় সম্পন্ন করা যাবে না তাই আমাদের সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন এবং দোয়া করবেন । 🤲🤲🤲

#বিকাশ, নগদ, উপায়,রকেট (পার্সোনাল) 01973578693

❤️
12/10/2025

❤️

01/10/2025

যদি ফজরের স্বলাত সময়মতো আদায় করতে না পারেন
তবে নিশ্চিত জেনে রাখুন,
আপনি ভয়াবহ কোনো গুনাহে লিপ্ত।
আর এজন্যে আল্লাহ আপনাকে
ফজরের বারাকাহ থেকে বঞ্চিত করেছেন।
তাই দ্রুত নিজেকে পরিবর্তন করুন,
তাওবাহ করুন,
এবং আপনার কাজকর্ম সংশোধনে মনোযোগী হোন।

29/09/2025

‎حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْحَسَبُ الْمَالُ وَالْكَرَمُ التَّقْوَى ‏"‏ ‏.‏

সামুরাহ বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আভিজাত্য হলো সম্পদ এবং মহত্ব ও মহানুভবতাই তাকওয়া।[৩৫৫১]

তাহকীক আলবানীঃ সহীহ।

ফুটনোট: [৩৫৫১] তিরমিযী ৩২৭১, ইরওয়া' ১৮৭০।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২১৯
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

আজ পবিত্র জুম'আর দিন। জুম'আর দিনে সামর্থ্য অনুযায়ী মাত্র ১০০ টাকা হলেও আপনাদের প্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মধ্যের চর আল-ইখলা...
26/09/2025

আজ পবিত্র জুম'আর দিন। জুম'আর দিনে সামর্থ্য অনুযায়ী মাত্র ১০০ টাকা হলেও আপনাদের প্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মধ্যের চর আল-ইখলাস ফাউন্ডেশনে সাদাকায়ে জারিয়া করতে পারেন> (((bKash+Nogod +Rocket #(০১৯৭৩-৫৭৮৬৯৩)পারসোনাল))) এই নাম্বারে দিবেন ইনশাআল্লাহ ✅ এই নাম্বারে নগদ, বিকাশ, রকেট, উপায়, (পার্সোনাল) একাউন্ট খোলা আছে✅ টাকা সেন্ড করার সময় রেফারেন্স এর জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার নামটি ফেসবুক পেইজে বা গ্রুপে আমরা উল্লেখ করতে পারবো//// ❤️❤️❤️

💗💗💗
19/09/2025

💗💗💗

Address

Modder Chor, Vabki Bazar, Melandah, Jamalpur
Jamalpur Sadar Upazila
2012

Alerts

Be the first to know and let us send you an email when মধ্যের চর আল- ইখলাছ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share