Focus Jamalpur

Focus Jamalpur জামালপুরের সকল সংবাদ পেতে পেইজ ফলো দিয়ে রাখুন...

23/08/2025

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,
সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
বিস্তারিত কমেন্টে👇

08/07/2025
ভেঙে ফেলা হচ্ছে বিজয় চত্বর, সাবেক মির্জা আজম চত্বর।
08/07/2025

ভেঙে ফেলা হচ্ছে বিজয় চত্বর, সাবেক মির্জা আজম চত্বর।

জামালপুর শহরের ৫ রাস্তা আসতে হলে বিজয় চত্ত্বর থেকে বিকল্প রাস্তা ব্যবহার করুন।বর্তমানে ৫ রাস্তার অবস্থা
03/07/2025

জামালপুর শহরের ৫ রাস্তা আসতে হলে বিজয় চত্ত্বর থেকে বিকল্প রাস্তা ব্যবহার করুন।
বর্তমানে ৫ রাস্তার অবস্থা

জুলাই আন্দোলন শুরুর ১ বছর পূর্ণ হলো আজ।এটি ১৭ জুলাই আন্দোলনের জামালপুর আজম চত্ত্বর বর্তমান বিজয় চত্ত্বরে গায়েবি নামা জান...
30/06/2025

জুলাই আন্দোলন শুরুর ১ বছর পূর্ণ হলো আজ।

এটি ১৭ জুলাই আন্দোলনের জামালপুর আজম চত্ত্বর বর্তমান বিজয় চত্ত্বরে গায়েবি নামা জানাযার ছবি।

ছবিঃ রাফি
©

বৃহত্তর ময়মনসিংহের কৃতি খেলোয়াড় ও কৃতি সংগঠক হ্যান্ডবলের প্রাণপুরুষ, জাতীয় হ্যান্ডবল কোচ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক...
13/06/2025

বৃহত্তর ময়মনসিংহের কৃতি খেলোয়াড় ও কৃতি সংগঠক হ্যান্ডবলের প্রাণপুরুষ, জাতীয় হ্যান্ডবল কোচ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ আখতারুজ্জামান আউয়াল।
আজ সন্ধ্যা ৬ টায় খেলার মাঠে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা অত্যন্ত গুণী একজন ক্রীড়া সংগঠককে হারালো।

সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন।

07/06/2025

জামালপুরে কোরবানি দিতে গিয়ে গরুর লাথি ও ছুরি*কাঘাতে
আহত-১২

02/06/2025
01/06/2025

জামালপুর জেলার দক্ষিণ কাচারী পাড়া এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা
মার্জিয়া শরিফা তামান্না(১১) নামের এক শিশু।

সংবাদ বিজ্ঞপ্তিঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্...
13/05/2025

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫১৯৮
খ। ০১৭৬৯-০৯৫২৫০
গ। ০১৭৬৯-০৯১০২০

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯২৪২৮
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫২০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৩৫০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০২৫৭৬৬
খ। ০১৭৬৯-০২৫৭৬৯
গ। ০১৭৬৯-০২৫৮৬৫
ঘ। ০১৭৬৯-০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫০৭১০
খ। ০১৭৬৯-০৫০৬৯৩
গ। ০১৭৬৯-০৫০৬৯৫
ঘ। ০১৭৬৯-০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৮২৮৩৬
খ। ০১৩১৮-৩৭১৫৫৪
গ। ০১৩১৮-৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৩৩৭০০
খ। ০১৭৬৯-০৩৩৭০২
গ। ০১৭৬৯-০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০৫০২৮৩
খ। ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫১৮২৫
খ। ০১৭৬৯-০১৯০৭৩
গ। ০১৭৬৯-০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮৯৭৯১৪৮৬২
খ। ০১৮৯৭৯১৪৮৬৩
গ। ০১৮৯৭৯১৪৮৬৪
ঘ। ০১৮৯৭৯১৪৮৬৫
ঙ। ০১৭৬৯০৫১৮৩৮
চ। ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮১৫৭৯৫৯৫১
খ। ০১৭৬৯০৫৯৮৮৮
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৯৪০৯
খ। ০১৭৬৯০১৯৪১৫
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৩৪৩৯
খ। ০১৬১৯৮৩২০৬৯
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

10/05/2025

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিষিদ্ধ ঘোষণা

10/05/2025

তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আল্পনা আক্তার (১৯) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর পৌর গোরস্থান সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।নিহত আল্পনা শেরপুর জেলার মাঝপাড়া গ্রামের মোঃ আলমের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। জানা গেছে, ঈদের পর থেকে তিনি কর্মস্থলে আর ফিরে যাননি। সম্প্রতি তিনি ফৌতি গোরস্থান সংলগ্ন মসজিদের পাশে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।আল্পনার পরিবার জানায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে আল্পনা ছিল সবার ছোট। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আল্পনা একা বাইরে বের হন। এরপর কিছুক্ষণ পরই স্থানীয়রা রেললাইনে তার নিথর দেহ দেখতে পান।ট্রেনটি জামালপুর জংশন থেকে দেওয়ানগঞ্জগামী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে কাটা পড়ার পর ঘটনাস্থলেই আল্পনার মৃত্যু হয়।পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত নয়। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কিছু বলতে পারছেন না।স্থানীয়রা বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেছেন।**সূত্র:** স্থানীয় পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র---

Address

Bogabaid
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801912842023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Focus Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Focus Jamalpur:

Share