25/04/2025
অনেক মানুষের সাথে আমাদের পরিচয় ছিলো। কত মানুষের চেহারা পর্যন্ত ভুলে গেছি। কত মানুষের সাথে কথা হয় না, যোগাযোগ ও হয় না। কিছু মানুষের সাথে হঠাৎ দেখাও হয়ে যাই। আমরা ঝাপসা চোখে পরিচিত মুখ মনে হলেও চিনে উঠতে পারি না।
একসময় এইভাবে চলতে চলতে আমরাও হারিয়ে যাবো, না ফিরার দেশে। কেউ হয়তো জানবেও না আমি মারা গেছি। কেউ আসবে জানাযায়। কেউ বা দূর থেকে জানবে আমার চলে যাওয়া খবর।