হাসির পর কান্না

হাসির পর কান্না Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হাসির পর কান্না, Sarishabadi, Jamalpur.

ছেলে :- মা আমাকে একটা মেয়ে প্রপোজ করছে। মা :- কি বলিস বাবা সত্যি ?  ছেলে :- হ, মা সত্যি বলতাছি। মা :- তর নানু নতুন শার্ট...
28/11/2024

ছেলে :- মা আমাকে একটা মেয়ে প্রপোজ করছে।

মা :- কি বলিস বাবা সত্যি ?

ছেলে :- হ, মা সত্যি বলতাছি।

মা :- তর নানু নতুন শার্ট দিছেনা কালকে ঐটা পড়ে যাবি বুঝলি।

ছেলে :- ঠিক আছে মা।

মা :- এই যে টাকা নে মাথার চুল গুলি কেটে আস গিয়ে, মডেলিং কাটিন দিবি কিন্তু।

ছেলে :- আচ্ছা মা।

মা :- সব সময় সাজো গুজো থাকবি যাতে মেয়েরা দেখেই ক্রাশ খাই।

ছেলে :- আর সাজো গুজু করে কি করবো মা একটা মেয়েতো অলরেডি হয়ে গেছে।

মা :- আরে বোকা একটা দিয়ে হবে নাকি, কমপক্ষে ১০-১২ করতে হবে।

ছেলে :- আচ্ছা ঠিক আছে মা।

মা :- মেয়েদের সাথে কিপ্টামি করবি না একদম ডয়ারে ২ হাজার টাকা আছে নিয়ে যা, মেয়েটা যা খাইতে চাইবে তাই খাওয়াবি। আরো যত বেশি মাইয়া পটাতে পারবি তত বেশি বেশি টাকা পাবি।

ছেলে :- তাই নাকি মা সত্যি ?

মা :- হুম।

ছেলে :- আচ্ছা মা তুমি কয়টা প্রেম করছিলা.?

মা :- আরে বোকা এগুলো কি গুনে রাখি নাকি, ডাইরিতে নাম লিখে রাখছি ২ ডাইরি ভরে গেছে। এখন আবার নতুন একটা কিনবো।

ছেলে :- বেহুশ 🤣

🤣🤣🤣??🤣🤣

যারা এখনো আমাদের পেজ টা ফলো না করে গল্প পড়ছেন তারা জলদি পেজে লাইক এবং ফলো করুন 👉 #হাসিরপরকান্না

22/11/2024

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখা
তাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।

সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতে
রঙের জীবন ছেড়ে তোমায় আসতে হবে পথে।

ঐ যে দেখ সবুজ ধানের ক্ষেতের ভেতর দিয়ে
এঁকে বেঁকে ছোট্ট একটা নদী গেছে বয়ে।

তীর দিয়ে তার হেঁটে হেঁটে গভীর মাঠে যাও
মধ্য মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।

দেখবে তুমি তুমি ছাড়া নেই কো সেথা কেউ
ধমকা হাওয়ায় ধানের ক্ষেতে উঠছে শুধু ঢেউ।

দু চোখ বুজে হাওয়ায় এবার মেলে ধরে বুক
এবার বল পাইছ কি না সত্যি কারের সুখ।

ওই যে দেখ বৃদ্ধ চাচা পাকা পথের মোড়ে
রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কাঠফাটা রুদ্দুরে।

যাও গিয়ে ওই বৃদ্ধ চাচার রিকশায় উঠে যাও
তারে নিয়ে যাও তুমি আজ যেথায় যেতে চাও।

যাত্রা শেষে দেখ এবার রিকশা থেকে নেমে
বৃদ্ধ চাচার ক্লান্ত শরীর কেমনে গেছে ঘেমে।

ক্লান্ত হয়ে কাঁপছে দেখ রিক্সা চালক কাকা
ভাড়া ছাড়াও দাও তাহারে বাড়তি কিছু টাকা।

লক্ষ করে দেখ চাচার কাঁপন গেছে থেমে
বক্ষে চেপে ধরছে তোমায় রিকশা থেকে নেমে।

যেই মুখে তার জড়িয়ে ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।

পরান ভরে দেখ এবার চাচার হাসি মুখ
এবার বল পাইছ কি না সেবার মহাসুখ!

তোমার ছেলে কাঁদছে দেখো চোখ ভরা তার জলে
বলল এসে মারছে তারে নিমাই জেলের ছেলে।

তোমার কত ধন ক্ষমতা নিমাই তাহা জানে
তাইতো নিমাই ভয়ের চোটে কাঁপছে ঘরের কোণে।

ভাবছে নিমাই তুমি তারে সামনে কভু পেলে
পিটিয়ে পিঠের ছাল তুলিবে নয়তো দেবে জেলে।

এবার তুমি ওই নিমাইয়ের বাড়িতে যাও চলে
দেখবে নিমাই তোমার ভয়ে ভাসছে চোখের জলে।

তোমায় দেখে নিমাই ভয়ে হইবে এমন কাবু
পা জড়িয়ে বলবে তোমার মাফ করে দাও বাবু।

বুকের মাঝে জড়িয়ে তারে বল আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।

ওই যে দেখ উঠছে হেসে নিমাই বাবুর মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।

নিমাইয়ের ওই শীতল বুকে মিলিয়ে তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।

সুখের ঠিকানা
যাযা এখনো আমাদের পেজ টা ফলো না করে গল্প পড়ছেন তারা এখনই ফলো করুন 👉 #হাসিরপরকান্না

#সবাই #ফলোয়ার #মুগ্ধ #ভালোলাগা #হাসিরপরকান্না

একটি শিক্ষনীয় গল্প একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে ...
21/11/2024

একটি শিক্ষনীয় গল্প

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিলো।

শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন রকম
জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিলো।

বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে বদমাস তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম।
এখনতো দুজনেই মরবো রে।"

গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল।

একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।

ঠিক সন্ধে বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।

নীতি কথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।

প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের পেজ টা ফলো না দিয়ে গল্প পড়ছেন দয়া করে আমাদের পেজটিকে ফলো করুন👉 #হাসিরপরকান্না

Address

Sarishabadi
Jamalpur

Alerts

Be the first to know and let us send you an email when হাসির পর কান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাসির পর কান্না:

Share