
28/11/2024
ছেলে :- মা আমাকে একটা মেয়ে প্রপোজ করছে।
মা :- কি বলিস বাবা সত্যি ?
ছেলে :- হ, মা সত্যি বলতাছি।
মা :- তর নানু নতুন শার্ট দিছেনা কালকে ঐটা পড়ে যাবি বুঝলি।
ছেলে :- ঠিক আছে মা।
মা :- এই যে টাকা নে মাথার চুল গুলি কেটে আস গিয়ে, মডেলিং কাটিন দিবি কিন্তু।
ছেলে :- আচ্ছা মা।
মা :- সব সময় সাজো গুজো থাকবি যাতে মেয়েরা দেখেই ক্রাশ খাই।
ছেলে :- আর সাজো গুজু করে কি করবো মা একটা মেয়েতো অলরেডি হয়ে গেছে।
মা :- আরে বোকা একটা দিয়ে হবে নাকি, কমপক্ষে ১০-১২ করতে হবে।
ছেলে :- আচ্ছা ঠিক আছে মা।
মা :- মেয়েদের সাথে কিপ্টামি করবি না একদম ডয়ারে ২ হাজার টাকা আছে নিয়ে যা, মেয়েটা যা খাইতে চাইবে তাই খাওয়াবি। আরো যত বেশি মাইয়া পটাতে পারবি তত বেশি বেশি টাকা পাবি।
ছেলে :- তাই নাকি মা সত্যি ?
মা :- হুম।
ছেলে :- আচ্ছা মা তুমি কয়টা প্রেম করছিলা.?
মা :- আরে বোকা এগুলো কি গুনে রাখি নাকি, ডাইরিতে নাম লিখে রাখছি ২ ডাইরি ভরে গেছে। এখন আবার নতুন একটা কিনবো।
ছেলে :- বেহুশ 🤣
🤣🤣🤣??🤣🤣
যারা এখনো আমাদের পেজ টা ফলো না করে গল্প পড়ছেন তারা জলদি পেজে লাইক এবং ফলো করুন 👉 #হাসিরপরকান্না