Jhikargacha Khabor - ঝিকরগাছা খবর

Jhikargacha Khabor - ঝিকরগাছা খবর ঝিকরগাছার সকল খবর পেতে লাইক দিয়ে পাশে

আমাদের যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান সৈয়দ হাফিজুর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধের ক্রাক প্লাটুনের একজন দুর্ধর্ষ শহিদ...
31/08/2025

আমাদের যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান সৈয়দ হাফিজুর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধের ক্রাক প্লাটুনের একজন দুর্ধর্ষ শহিদ গেরিলা যোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় এক রাতেই ঢাকার ছয়টি আলাদা স্থানে মাইন বিস্ফোরণের বীরত্ব দেখানো হাফিজুরের পরিচয় ছিল "মাইন হাফিজ" নামে।

মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য নিখোঁজ সকল গেরিলাকে মরণোত্তর 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়েছিল, কিন্তু ব্যতিক্রম ছিলেন শহিদ হাফিজ। দীর্ঘ ৫২ বছর ধরে তার পরিবার কেবল তার শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য লড়াই করে গেছে। ১৯৭৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নয়বার আবেদন করেও তারা ব্যর্থ হন। সর্বশেষ ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তিনি বীর মুক্তিযোদ্ধা খেতাব পান।

সম্প্রতি প্রকাশিত হয়েছে শহিদ হাফিজের স্মারক গ্রন্থ “সেতারে স্বাধীনতার সুর: বীর গেরিলাযোদ্ধা শহিদ হাফিজ” । সম্পাদনা করেছেন শহিদ হাফিজের ভাস্তি, অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ড. তানিয়া উর্মি। এই স্মারকগ্রন্থটি কেও সংগ্রহ করতে চাইলে অনুগ্রহপূর্বক আমাকে নক করতে পারেন।

শহিদ হাফিজের জন্ম ঝিকরগাছার কাউরিয়া গ্রামে। বড় হয়ে উঠা যশোরের পোস্ট অফিস পাড়ায়। যশোর জেলা স্কুল ও এমএম কলেজে পড়াশুনা করেছেন। সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন শাখায় তার বিচরণ থাকলেও যন্ত্রশিল্পী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

করাচিতে বিশিষ্ঠ সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য এর সহকারী হিসাবে কাজ করেছেন। প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শহিদ আলতাফ মাহমুদ এর সহযোদ্ধা ও ছায়া সঙ্গী হিসাবে সংগীত পরিমন্ডলে পরিচিত ছিলেন।
তার সাথে 'ঊর্মি প্রোডাকশন' নামে একটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন হাফিজ। তিনি অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তিনি একাধারে হাওয়াইন গিটার, স্প্যানিশ গিটার, অর্কেসটা, তবলা, ব্যঞ্জো, ম্যান্ডোলিন, হারমোনিয়াম, সেতার, বেহালা বাজাতে পারদর্শী ছিলেন।

মুক্তিযুদ্ধ শুরু হলে ৪ এপ্রিল যশোরের বাড়িতে হাফিজের বাবা আবদুর রহমানকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তান সেনারা। একইসঙ্গে পুড়িয়ে দেওয়া হয় তাদের বাড়ি। বাবার নৃশংস হত্যাকাণ্ড স্তম্ভিত করে দিয়েছিল হাফিজকে। বাবা শহীদ হওয়ার খবর পেয়ে হাফিজ বাড়িতে গিয়েছিলেন। বাবার কবর ছুঁয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেবেন। শুরুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কাজ করলেও, পরবর্তীতে তিনি সরাসরি গেরিলা যুদ্ধে অংশ নেন।

২৯ আগস্ট, ১৯৭১ গভীর রাতে এই গেরিলা যোদ্ধাকে পাক হানাদার বাহিনী মগবাজারের নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যান এবং অন্যান্য গেরিলা যোদ্ধাদের মতো নির্মমভাবে হত্যা করেন।

স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহিদ হাফিজের পরিবারকে নিজ সাক্ষরে চিঠি লিখে সামান্য আর্থিক অনুদান দিয়েছিলেন। এই মহান বীর, জাতির সেরা সন্তান শহিদ হাফিজ আমাদের ঝিকরগাছা তথা যশোরের গর্ব।

01/07/2025

যশোর বেনাপোল মহাসড়কের নবীবনগর তেলপাম্পের সামনে একটি ঐতিহ্যবাহী রেইনট্রি গাছ ভেঙে পড়েছে। আল্লাহর রহমত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হতে পারতো।

01/07/2025
26/06/2025

নতুনহাটে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় স্বস্ত্রীক সাবেক ছাত্রলীগ নেতা নিহত।

ঝিকরগাছায় সাপের কানড়ে কৃষকের মৃত্যু। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের কাশেম সরদারের ছেলে মিলন সরদার (...
25/06/2025

ঝিকরগাছায় সাপের কানড়ে কৃষকের মৃত্যু।
ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের কাশেম সরদারের ছেলে মিলন সরদার (৪৫)
সাপের কামড়ে ২৪/৬/২০২৫ইং রাতে মৃত্যুবরণ করেছে। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকালে পাশ্ববর্তী সাগদা মাঠে। এসময় ওই কৃষক মাঠে ঘাস কাটছিলেন বলে জানাগেছে। ঘটনার পর স্থানীয় ভাবে ঝাড়ফুঁক দেয়া হয়। পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে ওই কৃষককে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষি মিলন সরদারের মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে খলসি গ্রামের নিজবাড়িতে রয়েছে।

ঝিকরগাছা পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি
24/06/2025

ঝিকরগাছা পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি

08/06/2025
ঝিকরগাছায় ঈদের দিন নিখোঁজ সোহানার রহস্যজনক লাশ উদ্ধার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা ...
08/06/2025

ঝিকরগাছায় ঈদের দিন নিখোঁজ
সোহানার রহস্যজনক লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে ও বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ঈদুল আযহার দিন বিকাল তিনটার দিকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।
অদ্য ০৮/০৬/২০২৫ ইং সকালে মানিকালি গ্রামের একটি পুকুর থেকে সোহানার লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পৌছেছে।
জানাগেছে, বায়সা বাজারের মুদিখানা ব্যাবসায়ী মোঃ জলিল হোসেনের বড় মেয়ে সোহানা আক্তার (১১) ঈদুল আজহার দিন দুপুর ৩ টার দিকে হাড়িয়া-পানিসারা ফুল মোড়ের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে দিনভর খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সোহানার রহস্যজনকএই মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।

ঝিকরগাছা ঈদের দিন দুপুরে নিখোঁজ বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোহানা আক্তারের (১১) লা শ উদ্ধার 😭😭
মহান আল্লাহপাক পরিবারকে শোক সইবার শক্তি দিন 🙏🙏🙏

07/06/2025

প্লিজ শেয়ার করুন.
বায়সা চাঁদপুর বাজার মুদিখানা ব্যাবসায়ী জলিল হোসেনের বড় মেয়ে সোহানা আক্তার (১১) নিখোঁজ হয়েছে। ঈদের দিন দুপুর ৩টার সময় হাড়িয়া-পানিসারা ফুল মোড়ের উদ্দেশ্য বাসা থেকে বের হবার পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছেনা। সকল জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। ‎যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
‎রানা মির্জা 01713638278

আপডেট: বাচ্চাটির লা শ পাওয়া গেছে

আমাদের কপোতাক্ষ
29/05/2025

আমাদের কপোতাক্ষ

ঝিকরগাছা উপজেলাধীন ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্...
15/05/2025

ঝিকরগাছা উপজেলাধীন ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামী পরশুদিন (রবিবার) রাজধানী শ্যামলীর সিকেডি হাসপাতালে ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের বাসিন্দা হাদিউজ্জামান মিন্টুর কিডনী ...
09/05/2025

আগামী পরশুদিন (রবিবার) রাজধানী শ্যামলীর সিকেডি হাসপাতালে ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের বাসিন্দা হাদিউজ্জামান মিন্টুর কিডনী প্রতিস্থাপন হবে। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। যারা সহায়তা করতে চেয়েছিলেন কিংবা এখনো সহায়তা করেননি তাদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানাচ্ছি। আর ঢাকায় কেও ও পজেটিভ রক্ত ডোনেট করতে পারলে প্লিজ সাড়া দিন।

Address

Jhikargacha
Jashore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Jhikargacha Khabor - ঝিকরগাছা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhikargacha Khabor - ঝিকরগাছা খবর:

Share

Category