Priyo Jashore - প্রিয় যশোর

  • Home
  • Priyo Jashore - প্রিয় যশোর

Priyo Jashore - প্রিয় যশোর Beautiful Jashore ❤️

04/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

04/11/2024
With you, every sunset is a masterpiece.❤️
24/10/2024

With you, every sunset is a masterpiece.❤️

দেশের প্রথম স্বাধীন জেলা-যশোরের কালেকটরেট ভবন। আজ টানা ৪ ঘন্টা বৃষ্টির পরে এত সুন্দর একটা ছবি তুলেছেন Sadman Ferdous Uts...
19/10/2024

দেশের প্রথম স্বাধীন জেলা-যশোরের কালেকটরেট ভবন।
আজ টানা ৪ ঘন্টা বৃষ্টির পরে এত সুন্দর একটা ছবি তুলেছেন Sadman Ferdous Utsho

© টিটিম পেজ থেকে সংগৃটিত

23/09/2024
15/09/2024

পৃথিবীতে 'মানসিক শান্তি' থেকে বড় কিছু আর নেই!
যেখানে এটা পাবেন, সেখানেই চলে যাবেন।
পিছনে তাকানোর দরকার নাই ,
কারন পিছনে কিছুই নেই !

ফুল পছন্দ করা মানুষ গুলো ফুলের মতো সুন্দর। 💐🖇️✨
01/09/2024

ফুল পছন্দ করা মানুষ গুলো ফুলের মতো সুন্দর। 💐🖇️✨

24/08/2024

Donating is great, but keep the amount private. Posting the amount as a story makes you look like "Haun Uncle". 😊

22/08/2024

ধন্যবাদ ভারত!
আমাদের পুরো জেনারেশনকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনারা আমাদের চির শত্রু।

আপনাদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নাই।

22/08/2024

🚨 রেড এলার্ট
পুরো ফেনী ৪ ভাগের ৩ ভাগ তলিয়ে গেছে। শহরের বাইরে এক তলা বাড়ি সব ডুবে গেছে। যারা ছাঁদের উপরে আশ্রয় নিয়েছে, ছাদেও পানি উঠে যাচ্ছে।

🏮 পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, মুন্সিরহাট সহ আশেপাশের গ্রাম প্রায় ১০-১২ ফুট পানির নিচে।

🏮 ফেনী সদরে একাডেমি, পাচগাছিয়া, কদলগাজী রোড, মাষ্টার পাড়া, সহদেবপুর, উত্তর শিবপুর,বারাহীপুর, লস্করহাট, ক্যাডেট কলেজ, দাউদপুল, লেমুয়া সহ অনেক এলাকা প্রায় ৫-৭ ফুট পানির নিচে। ফেনীর সকল মানুষ পানি বন্দী।

⛔ ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা।

⛔ এখনো যদি রাষ্ট্র সর্বসর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে লক্ষাধিক প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই।
⛔ ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।

🚨সোনাগাজীর অবস্থাও খুব একটা ভালো না গ্রামের দিকে অনেক মানুষ আটকায়ে আছে ।

22/08/2024

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ দোয়া ইউনুসের বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নিকুনতুমিনাজ জ-লিমিন।

বাংলাদেশে এই মুহূর্তে বন্যার পানিতে হাজার হাজার মানুষ বিপদে, বিশেষ করে নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের হটাৎ এই পানিতে আটকে খুব ই বিপদে আছে ...

আমরা যারা সরাসরি তাদের সাহায্য করতে পারছি না, অন্তত ঘড়ে বসে দোয়া পরি ....

22/08/2024

ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম এলাকায় বন্যা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, তা খুবই এলার্মিং। এই মুহুর্তে দেশের সব মহলের প্রায়োরিটি বেসিসে দৃষ্টি থাকা উচিৎ এই এলাকাগুলোর ওপর। অবস্থা টোটালি আউট অব কন্ট্রোলে চলে যাওয়ার আগেই এই এলাকাগুলোর মানুষের জানমাল রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখা উচিৎ।

#নোয়াখালী #ছাগলনাইয়া

22/08/2024

সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ধার কাজ। প্রচুর স্পিডবোর্ড বা ইঞ্জিন চালিত নৌকা দরকার।

আশেপাশের জেলার কারো কাছে যদি বোট এর ব্যাবস্থা থাকে দয়া করে সন্ধান দিন। অথবা নিজেরা কয়েক জন মিলে ফেনীতে ছুটে যান প্লিজ। সাথে অবশ্যই লাইফজ্যাকেট নিয়ে যাবেন।
#নোয়াখালী #ফেনী #ছাগলনাইয়া

22/08/2024

উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভা*রতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল। বন্যাকবলিত এসব এলাকায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইলো।

সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন বরাবরের মতো আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে-আপদে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা যে আমরা দেখিনা; তা আরো একবার জানান দেওয়ার সময় এটা।

Address

Jashore

7420

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Jashore - প্রিয় যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Jashore - প্রিয় যশোর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share