রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।

রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর। "সত্যের কাফেলা রেনেসাঁর দল, দীপ্ত কন্ঠে রাখো মনোবল"

01/12/2025

তলা আল বাদরু আলায় না
কথা, সুর : মতিউর রহমান মল্লিক
পরিবেশনায়:রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।

01/11/2025

সত্যের সংগ্রামে ফোটা ফুল.
ভেঙ্গে দিল জীবনের শত ভুল,
কথা ও সুর: মুহাম্মদ মুহিবুল্লাহ
পরিবেশনায়: রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।

27/10/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়ো...
18/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজন হতে যাচ্ছে, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞

🎙️প্রতিযোগিতার বিষয়:
১। গান
২। অভিনয়
৩। আবৃত্তি

রেজিস্ট্রেশনের শেষ সময়:
০১ অক্টোবর ২০২৫
রেজিস্ট্রেশন ফি: ১০০৳

🏅পুরস্কার

চ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা (ক্রেস্ট + সনদ)

১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

৩য় ও ৪র্থ স্থান: ক্রেস্ট + সনদ + নগদ অর্থ

(এ ছাড়াও মোট ১০ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে)

🎗️নিয়মাবলি:

১- প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

২- প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।
ক-গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)
খ-গ্রুপ: ৯ম থেকে মার্স্টাস পর্যন্ত।

৩- অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) গিয়ে সেরাদের সেরা ব্লগে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথ ভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

৪- এছাড়াও জেলা ভিত্তিক সসাসের প্রতিনিধির মাধ্যমে সরাসরি ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে।

৫- রেজিস্ট্রেশন ফরম অনলাইনে সাবমিট ব্যতীত কোন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

৬- রেজিস্ট্রেশন ফি:১০০/- টাকা অনলাইন ফরম পূরণের সময় নির্ধারিত নিয়মে বিকাশ পেমেন্ট করতে হবে।

৭- কোন প্রতিযোগি একের অধিক বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে তাকে অবশ্যই ভিন্ন ভিন্ন ফরম পূরণ ও পেমেন্ট করে অনলাইন সাবমিট নিশ্চিত করতে হবে।

🌐যোগাযোগ:
📱 01760-626742 (WhatsApp)
📧 [email protected]

আলহামদুলিল্লাহ রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক মীর আবু উবাইদা  আজ রক্ত দিলেন।
01/09/2025

আলহামদুলিল্লাহ
রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক মীর আবু উবাইদা আজ রক্ত দিলেন।

27/08/2025

যদি আগামীর দিনটাকে পেতে চাও
কথা,সুর : আব্দুস সালাম
পরিবেশনায়: রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।

19/08/2025

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী
শিল্পী : মীর আবু উবাইদা


#ইসলামিক_গজল

#রেনেসাঁশিল্পীগোষ্ঠীযশোর

15/08/2025

দীন কায়েমের জন্য আমার মরতে যদি হয়
কথা : গাজী এনামুল হক
সুর: শিল্পী রোকনুজ্জামান
শিল্পী : হাফেজ ইমন হোসেন
#রেনেসাঁশিল্পীগোষ্ঠীযশোর
#ইসলামিক_গজল

❝ যে মরণ জীবনের জন্যে সে মরণ তোলপাড় করবেই বালাকোটের সেই ইতিহাস পড়ে আমি জানতে পেরেছি শহীদের রক্ত যে যায়না বৃথা ❞✍️ কবি মত...
12/08/2025

❝ যে মরণ জীবনের জন্যে
সে মরণ তোলপাড় করবেই
বালাকোটের সেই ইতিহাস পড়ে
আমি জানতে পেরেছি
শহীদের রক্ত যে যায়না বৃথা ❞

✍️ কবি মতিউর রহমান মল্লিক
(১ মার্চ ১৯৫০ - ১২ আগস্ট ২০১০)

কবি মতিউর রহমান মল্লিক এর ১৫তম মৃত্যুবার্ষিকীতে রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর। এর পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা করছি।


11/08/2025

গান:মিথ্যার বেড়াজাল ছিন্ন কর
কথা ও সুর : সংগৃহীত
পরিবেশনায়: রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।

02/08/2025

যদি আগামীর দিন টা কে পেতে চাও আলোয় ভরা...

আলহামদুলিল্লাহ! রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর ২০২৫ সেশনের ষান্মাসিক পরবর্তী সময়ের সেটআপ সম্পন্ন হলো। পরিচালক : মো জাহিদুল ইসলাম...
27/07/2025

আলহামদুলিল্লাহ! রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর ২০২৫ সেশনের ষান্মাসিক পরবর্তী সময়ের সেটআপ সম্পন্ন হলো। পরিচালক : মো জাহিদুল ইসলাম নোমানী৷ সহঃ পরিচালক : সাজ্জাদ আহমেদ সাজু। ভাইদের জন্য দোয়া ভাইয়েরা যেনো রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর দায়িত্ব যথাযথ ভবে পালন করতে পারে।

Address

Jashore
Jashore

Alerts

Be the first to know and let us send you an email when রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেনেসাঁ শিল্পীগোষ্ঠী,যশোর।:

Share

Category