kopotakkhonews24.com
- Home
- Bangladesh
- Jashore
- kopotakkhonews24.com
সবার আগে সদা সত্য প্রকাশ
Address
Keshabpur
Jashore
7400
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when kopotakkhonews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to kopotakkhonews24.com:
Shortcuts
Category
Our Story
আপনাদের স্বাগতম। কপোতাক্ষ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই নিউজ পোর্টাল এর মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরি দেশ-বিদেশের সর্বশেষ খবর। আশা করছি, আপনারা আমাদের পাশে থেকে সর্বদা পোষ্টগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে নতুন পোষ্ট দানে অনুপ্রাণিত করবেন। আমরা একদল তরুণ কর্মীরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি দেশ, দেশের ভাষা, দেশের সংস্কৃতিকে সমৃদ্ধি করে তোলার জন্য। আমরা সবসময় চেষ্টা করি দেশের অতি প্রয়োজনীয় খবরগুলো সবার সামনে তুলে ধরার। এ সবের পাশাপাশি আমরা একটি বিশ্বস্থ নিউজ এজেন্সি। প্রকৃত এবং বলিষ্ঠ সাংবাদিকতায় আমরা বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। আমাদের লক্ষ্য গতানুগতিক এবং অপরিপক্ক ও অপসাংবাদিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করে সত্য ও বস্তনিষ্ঠ এং পরিশ্রমী সাংবাদিকতার পূর্ণ সেবা করে সাংবাদিকতার উদ্দেশ্য ও আদর্শকে সমুন্নত রাখা। সঠিক পথে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া। পাঠকদের হাতে এমন একটি মার্জিত, সুন্দর ও মননশীল সংবাদ তুলে দেয়া যাতে পাঠকদের চাহিদা মিটবে। পাঠকরা পরিপূর্ণভাবে খুঁজে পাবে তাদের সকল চাওয়া। মিটবে তাদের নানা প্রয়োজন। প্রকৃত পাঠক সেবার দৃঢ় প্রত্যয় আমাদের বুকে, মুখে এবং কলমে। কপোতাক্ষ নিউজ পাঠকদের পত্রিকা, কাজেই পাঠক চাহিদা পূরনই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। এ ব্যাপারে আমরা পাঠকদের সহযোগিতাও কামনা করি। তারা আমাদের কাছে আরো কি চান, আমাদের আরো কি করা উচিত সেসব লিখে জানালে আমাদের পাঠক মনোরঞ্জনের পথটা আরো সহজতর হবে। আমরা সচেতন বিজ্ঞাপনদাতাদেরও সহযোগিতা একান্তভাবে কামনা করি। কপোতাক্ষ নিউজ কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এর মাধ্যমে টাকা উপার্জন ও উদেশ্য নয়। এর উদ্যেশ্য দেশ ও দশের উপকার। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার । আপনিও লিখুন আপনার পছন্দের যেকোনো বিষয়ে দেশের সকল উপজেলা, জেলা, বিভাগ, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদের পাঠানো সংবাদ আমরা তুলে ধরব আমাদের লক্ষ্য পাঠকের কাছে। আপনার একটি সংবাদ বদলে দিতে পারে আপনার চারপাশ।